নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রচ্ছন্নবর্তিনী

০৩ রা জুন, ২০২৩ রাত ১০:৩৭

তুমি বুঝতে পারো নি কোনোদিনও
কেন ভুল করে ভুল করি বার বার
এই ভুলে ভরা স্বভাবটা আমার অহঙ্কার
কিছু অভিমান ঝরে যায় গোপনে
কেউ তা বোঝে না
এই ডানপিটে স্মৃতিগুলো মরমে
করে সারাটা সময় তোলপাড়

জানি আবার দেখা হলে
ভুলে ছুঁয়ে দেব হাত
জানি কঠোর চোখে তুমি
খুবই করবে প্রতিবাদ
কত রোদে পোড়া কুসুমের গন্ধ
হাওয়ায় মিশে যায়
দেখো ভুলে পড়া প্রেমিকেরা প্রতিদিন
করে নিজেকে পুড়িয়ে ছারখার

তুমি বলেছিলে তোমায় নিয়ে লেখা
সব গান ও কবিতা মুছে ফেলতে চিরতরে
তুমি বলেছিলে, আর একটা গান ও কবিতা
যেন না লিখি তোমার নামে

আজ নিজের সাথে নিজেই
এক সন্ধি করেছি
এই মনের কাছে মনকে
আমি বন্দি করেছি
আমি চাই না তোমাকে নিয়ে লিখতে
কোনো কবিতা ও গান
তবু তুমি কেন ছায়া হয়ে কবিতায়
আজও করো অবস্থান নির্বিকার

০৩ জুন ২০২৩

****

০৪ জুন ২০২৩ তারিখে আপডেট করা হলো।

গানটা সম্পূর্ণ করা হয়েছে। ফাইনাল ভার্সন শুনতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন : তুমি বুঝতে পারো নি কোনোদিনও

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





****

ফুটনোট :

অনেকদিন ধরে গান লেখা হয় না। অন্য কাজে ব্যস্ত ছিলাম। ২/৩ দিন আগে এ গানের সুরটা আসে। গত সন্ধ্যায় প্রথম 'অংশ' লিখি ও গাই। আজ অন্তরা দুটো লিখলাম ও পুরোটা গাইলাম শুধু সুরটাকে ধরে রাখার জন্য। খুবই 'র' অবস্থার 'মুখ' কেউ শুনতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন। পুরোটা শুনতে চাইলে এই লিংকে ক্লিক করুন - তুমি বুঝতে পারো নি কোনোদিনই। লিরিক রিফাইন করা হবে। এরপর মিউজিক যোগ করে পুরোটা কমপ্লিট করা হবে।

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:০৬

শেরজা তপন বলেছেন: লিরিকস তো চমৎকার! তবে,
তুমি বলেছিলে তোমায় নিয়ে লেখা
সব গান ও কবিতা মুছে ফেলতে চিরতরে
তুমি বলেছিলে, আর একটা গান ও কবিতা
যেন না লিখি তোমার নামে

এই লাইনগুলোতে এসে আরেকটা আমার অতপ্রিয় গানের লিরিক্স মনে পড়ল,
আবার দেখা হলে
পুরনো স্মৃতি, পুরনো গান ফিরিয়ে দিব
শুধু পুরনো চিঠি চেয়োনা
ভিজে গেছে সব চোখের জলে

~ আমার কথা হল এই ধরনের অনুরোধ আবদার কিংবা আদেশ আবহকাল ধরে কি শুধু নারীরাই করে যাবে????
আজ পর্যন্ত একটা নারীর কবিতাতেও কোন পুরুষের এমন একটা অনুরোধ কিংবা আবদার পেলাম না!! :(

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও। চমৎকার প্রশ্ন, কিন্তু উত্তর দেয়া কঠিন :(

প্রেমের দুনিয়ায় সবচাইতে বেশি ছ্যাঁকা খায় এই দরিদ্র পুরুষ জাতিটিই। তাই প্রেমের ক্ষেত্রে সর্বত্রই পুরুষদেরকে খুব সাবমিসিভ হতে দেখা যায়। অন্যদিকে, নারীদের দেখা যায় ছলনাময়ী হিসাবে, তারা রিজেক্ট করে বেশি। তাই পুরুষরা কোনোদিন নারীদের মতো অমন আদেশ দিতে পারবে নাহ :(

তবে তসলিমা নাসরিনের 'ক' পড়লে নারীদের দিক সম্পর্কে কিছুটা আঁচ করা যায়।

২| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০১

মোহামমদ কামরুজজামান বলেছেন: তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কামরুজ্জামান ভাই, একেবারে বুলে হিট করেছেন :)

৪| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি বিদগ্ধ বিদ্যজন।++

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভীষণ লজ্জার মধ্যে ফেলে দিলেন প্রিয় পতাতিক ভাই।

যাই হোক, গানটা সম্পূর্ণ করা হয়েছে। এখন জুড়ে দিলাম। চাইলে শুনে দেখতে পারেন।

অনেক ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুনেছি ভাইয়া। আপনি গিটার নিয়ে দার্জিলিঙের ম্যালে এই গানটি গাইলে একটা আলাদা ফ্লেভার আসবেই আসবে।

০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গিটার? হাহাহাহাআ। আমাকে আর হাসাইয়েন না প্রিয় পতাতিক ভাই। ঠোঁটে শিস্‌ দেয়া ছাড়া আরো কোনো যন্ত্র বাজাইতে পারি না, অবশ্য ঠোঁটকে যদি যন্ত্র ধরেন তাইলে ঐ এক ঠোঁট্টুস মিউজিকই আমার একমাত্র ইন্সট্রুমেন্টাল মিউজিক :) বাঁশি বাজানো শেখার চেষ্টা করেছি অনেক, তবে জিনিসটা সবার দ্বারা সম্ভব না। মাউথ অর্গানও ট্রাই করেছি, তাও হয় না। হাঁড়ি পাতিল, কিংবা টেবিল চাপড়ানো ছাড়া আর কিছু সম্ভব নহে :)

গানটা আপনি শুনে যে বাসনার কথা বললেন, তা আমাকে খুব আপ্লুত করেছে। ধন্যবাদ গানটা শোনার জন্য।

৬| ০৫ ই জুন, ২০২৩ সকাল ৮:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



সুললিত কন্ঠে গাওয়া গানটি শুনছি আর এ মন্তব্যটি লিখছি
হৃদয়স্পর্শী গানটি শুনে বেশ জোড় দিয়েই কথাটি বলছি
দু:খ করোনা ভাইটি আমার ,ভুলে ভরা অভিমান সে বুঝবে
কবিতা গান আর না লিখলেও সুন্দর এই গানটি শুনার পর
দেখবে চেয়ে আছে আঁখি তার , সে আঁখিতে আছে কেবলি
প্রেমের ঘোর।নীজকে আর চাবেনা সে লুকাতে আপন মনে।
তব গান শুনে ভাসবে তার নয়নে নয়নলোর। আপনাকে হবেনা
পুড়াতে আর ।এখন তার চরণে পড়বে শিকল, কন্ঠে কঠিন ফাঁসি,
মুখে হাসি,মননে তার মধু নিশা, ভুলে যাবে অতীত তিক্ত স্মৃতি আজ
আর মর্মে মর্মে হানবে ভুলের সাগর হতে জাগা তার যত সব লাজ।
ভাববে সুখেই সে আছে, আর ভুলে যাবে সুখের যতসব ছলনা
যা হৃদয়ে ছিল তার,পুরাটা জীবন জুরে থাকবে শুধু হাসি আর গান
থাকবেনা কোন তোলপার ।

শুভেচ্ছা রইল

০৮ ই জুন, ২০২৩ রাত ৯:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মন্তব্য মানেই বিশেষ কিছু। একটা পোস্টের কতখানি ভেতরে ঢুকলে এরকম হৃদয়-নিংড়ানো কমেন্ট লেখা যায়, ভাব ও ভাষার উপর কত গভীর দখল থাকলে উপমা-ঘনিষ্ঠ কথায় ভরপুর এমন একটা রত্নতুল্য কমেন্ট লেখা সম্ভব, তা ভাবতে ভাবতে কোনো কূল-কিনারা পাচ্ছিলাম না।

অসাধারণ এ কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় আলী ভাই।

৭| ০৮ ই জুন, ২০২৩ রাত ৯:৪৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ আরেকটি দারুণ গান ।

অনেকদিন পর আপনার গান শোনা হলো ।

আপনার মন তার আকাশের বলাকা নিয়ে আবার লিখছি !!!

০৮ ই জুন, ২০২৩ রাত ৯:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আলী ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার অনু-কবিতায় যাব ভাবছিলাম, অমনি একটা নোটিফিকেশন। এসে দেখি আপনি!!! :)

অনেক ধন্যবাদ নিবর্বহণ নির্ঘোষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.