নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
০৪ জুন ২০২৩
***।
০৮ জুন ২০২৩ তারিখে আপডেট করা হলো।
লিরিক এডিট করা হয়েছে। পুরো গানটি পাওয়া যাবে এ লিংকে - সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
***
এটা একটা গানের লিরিক। ১২ মার্চ ২০২৩ তারিখে এ গানের 'মুখ'-এর সুর তৈরি করা হয়। এক কবির কাছে লিরিক চেয়ে সুর পাঠিয়েছিলাম। পরে তিনি জানালেন, তার পক্ষে লিরিক লেখা সম্ভব নয়। আজ যথারীতি আমি নিজেই লিরিক লিখে ফেললাম 'মুখ'-এর অংশ শুনতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা। অথবা নীচের লিংকে ক্লিক করুন।
এ সুরটি একটু গম্ভীর এবং কঠিনও। অন্তরার সুর করতে সময় লাগবে বলে মনে হচ্ছে। লিরিক লেখার সময় অন্তরার সুর ধরে ফেলেছিলাম, কিন্তু পার্শ্ববর্তিনী ঘুমোচ্ছেন, তার ঘুম ভেঙে যাবে বলে রেকর্ড করার অ্যাটেম্পট নিই নি, এবং ফলাফল - সুরটা হারিয়ে গেছে
০৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
২| ০৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
মুগ্ধ হয়ে গানটি শুনছি আর লিখছি এই মন্তব্যটি ।
আহা কি সুন্দর মধুর কন্ঠে গাওয়া এ গান, মনে বাজে
গভীর মধুর মন্ত্রে কে শুনায়ে গেল এমনতর সুরের বাসনা।
শুনলে এ গান উঠবে চিত্ত করে নৃত্য বিস্মৃত হবে পুর্ব যাতনা
হৃদয় সাগরে তার ভাসবে পূর্ণচন্দ্র জাগাবে নবীন বাসনা।
গান শুনি আর ভাবি কে গায় আর কে শুনতে পায় মহা রাগিণী
গান শুনে দুলিয়া ফুলিয়া নাচবে হৃদয়সিন্ধু যেন শতসহস্র নাগিনী
ছন্দে ছন্দে সুন্দর গতিতে উসলে পড়বে পাষাণ হৃদয়-হরণে।
মন্ত্রমুগ্ধ গানের সুরটি বাজবে দিবস-নিশায় বসে অন্তর-আসনে
কালের যন্ত্রে নব সুরের এ গান যে না শুনবে পস্তাবে জীবন ধরে।
হৃদয় আমার বাসনা করে এমনতর মানব-হৃদয়ে মিশতে
নিখিলের সাথে মহা জনারন্যে চলতে দিবস-নিশীথে।
সুন্দর হয়েছে আপনার গানের এই লিরিক ।
আপনার পুর্বের পোষ্টে আমার একটি মন্তব্য আছে ।
অনেক অনেক শুভেচ্ছা এইল
০৮ ই জুন, ২০২৩ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রি আলী ভাই, আগের পোস্টে করা আপনার রত্নতুল্য কমেন্টটি পড়লাম। আপনার কমেন্টে যে কাব্যকিতা, ছন্দময়তা, তা পড়ার সময় এক সুর-মূর্ছনার সৃষ্টি হয়। পাঠক মাত্রই আবেশিত হবেন।
আমি অভিভূত ও মুগ্ধ, প্রিয় আলী ভাই। অনেক অনেক অনুপ্রাণিত হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৫ ই জুন, ২০২৩ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৫
মীর সাখওয়াত হোসেন বলেছেন: অসাধারণ।