নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যখন কারো ঈর্ষা থেকেই তোমার উৎকর্ষ প্রমাণিত

১১ ই জুন, ২০২৩ রাত ১১:০৭

তোমার সেরা গল্পটি
সেরা কবিতা, সেরা গ্রন্থটি
এমনকি তোমার সেরা লিরিকে গীত
সেরা গানটি
যখন পাঠক, শ্রোতা ও
সমালোচকদের প্রশংসায় উৎফুল্লে ভাসছে
তোমার কোনো কোনো ঘনিষ্ঠ বন্ধু
ওগুলো পড়বেন না, শুনবেনও না –
ভাবখানা এমন যে, ওগুলো তাদের
নজরেই পড়ে নি।
আর যদি গোপনে-সঙ্গোপনে পড়েনও
তারা কোনো মন্তব্য বা বিবৃতি দেবেন না
ওসব সৃজনশীল সুকীর্তির উপর।
কারণটা অবিদিত নয় – তোমার ক্রিয়েটিভিটির
উপর দু-চারটে ভালো কথা বলতে হয় –
এটাই হলো তাদের মূল ভয়; তোমাকে কিছু
প্রশংসা করে
পরোক্ষে তোমাকে তারা ‘সেরা’ মেনে নেন,
এ তারা চান না ঘূণাক্ষরেও।

এর নাম পরশ্রীকাতরতা; সহজ কথায় ঈর্ষা।

যখন দেখবে, তোমার সেরা কীর্তিগুলোতে
ঘনিষ্ঠ বন্ধুরা নিশ্চুপ বা উপস্থিত নন,
তুমি নিশ্চিত হয়ে যাও – তোমার কাজগুলো
সত্যিই উৎকর্ষ লাভ করেছে, আর পরশ্রীকাতর
বন্ধুদের বুকে তূষের আগুন ছড়িয়ে দিয়েছে।

একজন শিল্পী কদাচিৎ
অন্য শিল্পীর ভালো বন্ধু হয়ে থাকেন।
শিল্পের সবচাইতে বড়ো ট্র্যাজেডি হলো এটাই।

১১ জুন ২০২৩

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৩ সকাল ৭:১২

মিরোরডডল বলেছেন:



এর নাম পরশ্রীকাতরতা; সহজ কথায় ঈর্ষা।

হুম ঠিক বলেছে, ঈর্ষা খুবই খারাপ গুণ।

বাই দ্যা ওয়ে, কিছুদিন আগে আমাদের সাচু নিজের কণ্ঠে খুব সুন্দর একটি গান পোষ্ট করেছে।
ওখানে ধুলোর একটা কমেন্ট এক্সপেক্ট করেছিলাম।
আফটার অল, ধুলো একজন সঙ্গীত বোদ্ধা।
গান লেখে, সুর করে, গায়। এরকম সামুতে কয়জন আছে!


বাই এনি চান্স যদি নজরে না পড়ে থাকে, তাই এখানে লিংক শেয়ার করলাম।








১৫ ই জুন, ২০২৩ রাত ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।

২| ১২ ই জুন, ২০২৩ সকাল ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: মনের কথা টি বলেছেন !! এমন ঘটনা আমার থিয়েটার করা নিয়ে ঘটেছে । মানুষের জীবনে প্রথম শো অনেক গুরুত্বপুর্ন । এমন দিনে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে ডেকেছি তারা কেউই আসে নাই । এমন কি আজ পর্যন্ত কেউ আসে না । অথচো আমি জানি তারা শিল্পোকলায় নাটক দেখতে যায় ।

১৫ ই জুন, ২০২৩ রাত ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখজনক এবং পরশ্রীকাতরতার নিকৃষ্ট উদাহরণ। কমেন্টের জন্য জন্য অনেক ধন্যবাদ রানা ভাই।

৩| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

৪| ১২ ই জুন, ২০২৩ রাত ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

শতভাগ সত্য বলেছেন।

১৬ ই জুন, ২০২৩ রাত ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই।

৫| ১৪ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মজার ব্যাপার হলো, বিখ্যাত হয়ে যাওয়ার পর এসব পরশ্রীকাতর বন্ধুই সৃজনশীল এই বন্ধুকে নিয়ে গর্ব করবে।

১৬ ই জুন, ২০২৩ রাত ১২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। ঠিক বলেছেন। তবে, এরা তখন পরশ্রীকাতরতার ছল বদলে তোষামোদকারীতে পরিণত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.