নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মন নিয়ে খেলা করে কী সুখ তুমি পাও?

১৫ ই জুন, ২০২৩ রাত ১১:৫০

মন নিয়ে খেলা করে
কী সুখ তুমি পাও?
দেখো তবে আমিও তোমার
মনটা নিয়ে
একদিন হঠাৎ কোথাও
যাব পালিয়ে

তুমি যখন একটু হেসে
এ মন ছুঁয়ে দাও
আমি সুখে নাই হয়ে যাই
হাওয়াতে উধাও
দূর থেকে চাকু ছুঁড়ে
আড়ালে লুকাও
মন নিয়ে খেলা করে
কী সুখ তুমি পাও গো

চোখ যেন কাছে যেতে
ডাকে ইশারায়
কাছে গেলে যেন মনে হয়
চেনো না আমায়
কেন বুকে আগুন জ্বেলে
আমাকে পোড়াও
মন নিয়ে খেলা করে
কী সুখ তুমি পাও গো

১৩ জুন ২০২৩


লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - মন নিয়ে খেলা করে কী সুখ তুমি পাও

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৩ রাত ১২:০২

ডার্ক ম্যান বলেছেন: আপনি তো মন নিয়ে খেলেন। আর আমি নাকি জীবন নিয়ে খেলি।

১৬ ই জুন, ২০২৩ রাত ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আমি মনের খেলোয়াড় নহি :) তবে, বলতে পারেন খেলার শিকার :)

জীবন নিয়ে খেলা? জীবনের মূলটা তো মানুষের মনের ভেতরেই। মনের খেলায় যে জেতে, জীবনের খেলায়ও সেই জয় লাভ করে।

যাই হোক, চলুন ব্লগিং করি। আমি নিজের গান শুনছি আর ব্লগিং করছি এখন :)

২| ১৬ ই জুন, ২০২৩ রাত ১২:৩০

ডার্ক ম্যান বলেছেন: https://youtu.be/r-Iy2zX8uMo
আতিকুজ্জামান টুলুর এই গান শুনুন

১৬ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও। পুরো গানটাই শুনলাম। অসাধারণ। কিন্তু এ শিল্পীর নাম শুনি নাই, আর কোনো গানও শুনি নাই। নতুন, নাকি পুরোনো শিল্পী? কত সোনার টুকরো এখানে সেখানে পড়ে আছে, আমরা কয়টারই বা খবর পাই?

৩| ১৬ ই জুন, ২০২৩ সকাল ৭:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ হয়েছে গীতিকবিতা।

১৬ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাধু।

৪| ১৬ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৪

ডার্ক ম্যান বলেছেন: https://youtube.com/@theragasutra
এটা উনার চ্যানেল। উনি অনেক পুরানো। আর্ক এবং চাইম ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন।

১৬ ই জুন, ২০২৩ দুপুর ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তার ছবি দেখে মনে হলো, টিভিতে বা কোনো চ্যানেলে (মে বি ইউটিউব আরটিভি চ্যানেলে) তাকে দেখেছি, মনে হয় গিটার বাজাচ্ছিলেন। তবে তিনি সত্যিই সোনার টুকরো, আমি মিস করেছি তার গান।

৫| ১৬ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৫

ডার্ক ম্যান বলেছেন: একটা সংশোধনী। উনার নাম আশিকুজ্জামান টুলু।

১৬ ই জুন, ২০২৩ দুপুর ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ভিডিওতে এই নামই লেখা ছিল।

৬| ১৬ ই জুন, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: কুটি মিয়াকে নিয়ে অনেক দিন কিছু লিখছেন না?

৭| ১৬ ই জুন, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

৮| ১৬ ই জুন, ২০২৩ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কেন যে খেলে মন নিয়ে। মন দিয়ে দিলেই তো পারে।

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:)


আমিও আপনার সাথে একমত। এত খেলাখেলির কী আছে, দিয়া দিলেই তো পারে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.