নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যত চাই ভুলে যেতে

২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়

দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়

০৪ ফেব্রুয়ারি ২০২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন, মিউজিক ভিডিও নির্মাণ ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - যত চাই ভুলে যেতে

অথবা নীচের কিংকে ক্লিক করুন।



এ গানটি আগেই গাওয়া হয়েছিল, এখন নতুন করে মিউজিক কম্পোজ করা হয়েছে। এটা আমার লেখা ও সুর করা প্রিয় গানের একটা। এ গানটার উপর এর আগে একাধিক পোস্ট লেখা হয়েছিল। সর্বশেষ পোস্টটি হলো এখানে - যত চাই ভুলে যেতে - প্রেমচিহ্ন গুঁটিবসন্তের মতো

প্রকাশ নামক আমার এক অনুজ ও শুভাকাঙ্ক্ষী শিল্পী এ গানটা খুবই সুন্দর গেয়েছেন। আমার পরিচিত অর্কেস্ট্রা টিম এটির মিউজিক করেছে। সেটি শুনতে ক্লিক করুন - যত চাই ভুলে যেতে - প্রকাশ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




আগের ভার্সন (মিউজিক কম্পোজিশন ভিন্ন)।




আরেকটি ফটোমিক্স।





মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৩১

শূন্য সারমর্ম বলেছেন:



আপনি এখন পর্যন্ত টোটাল কতটি গান লিখেছেন?

২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিরিকের লিস্টে লাস্ট সিরিয়াল দেখলাম ৮২। মাঝখানে আবার অন্য গীতিকারের কিছু লিরিক আছে। ৭৫+ হবে আমার নিজের লেখা। সুর করেছি আরো বেশি।

স্বকীয়তা কী? লেখালেখিতে, বিশেষ করে ব্লগপোস্ট লেখা ও কমেন্ট লেখায় কীভাবে স্বকীয়তা অর্জন করা যায়? একটা ব্লগপোস্টে কমেন্ট লেখার সময় কমেন্টদাতার কোন বিষয়টি খেয়াল রাখা উচিত? এ ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে? আশা করি এ নিয়ে আপনি একদিন একটা পোস্ট লিখবেন।

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ও পোস্টে আসার জন্য। শুভেচ্ছা।



২| ২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:১২

শূন্য সারমর্ম বলেছেন:


: স্বকীয়তা কী? লেখালেখিতে, বিশেষ করে ব্লগপোস্ট লেখা ও কমেন্ট লেখায় কীভাবে স্বকীয়তা অর্জন করা যায়? একটা ব্লগপোস্টে কমেন্ট লেখার সময় কমেন্টদাতার কোন বিষয়টি খেয়াল রাখা উচিত? এ ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে? আশা করি এ নিয়ে আপনি একদিন একটা পোস্ট লিখবেন।


- আমি চেষ্টা করবো।

২৪ শে জুন, ২০২৩ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ সারমর্ম। আবারও শুভেচ্ছা।

৪| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:৫৮

শেরজা তপন বলেছেন: ক'দিন আগে আমাদের হোয়াটসআপ ফ্রেন্ডস গ্রুপে একবন্ধু মান্নাদের 'তুমি আর ডেকোনা' গানটা হিন্দী দেবদাস ছবির একটা ক্লিপে ইউটুব লিঙ্ক শেয়ার করেছে।
লিঙ্ক ক্লিক করে দেখি আরে এযে আমাদের খলিল ভাই-এর চ্যানেল! খুব ভাল লেগেছিল।

প্রকাশের গানটা বেশ হয়েছে।

২৫ শে জুন, ২০২৩ রাত ১২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোটা উঠতি জীবন ও যৌবন কেটেছে সেকালের মান্না দে, সতীনাথ, জগন্ময়, হেমন্ত, মানবেন্দ্র'র গানে, যাদের বিরহের গানগুলোই প্রাণে সবচাইতে বেশি স্পন্দন জাগাতো। কোনটার কথা রেখে কোনটার কথা বলি? তবে, 'তুমি আর ডেকো না' যেন আমার মনের অবস্থা জেনেই লেখা হয়েছিল - এমনটা আজও মনে হয়।

'তুমি আর ডেকো না'র কয়েকটা ভার্সন আছে আমার কাছে। ৩টা ভার্সন শেয়ার করছি। এগুলো হলো ফটোমিক্স, যা স্ন্যাপশট দিয়ে করা। ভিডিও ক্লিপেরটাও শেয়ার করছি নীচে।












আর এটা হলো ভিডিও ক্লিপ দিয়ে বানানো।



পুরোনো দিনের জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই আমার চ্যানেলে পাবেন।

প্রকাশ একজন ভালো গায়ক। তার কণ্ঠে যে কোনো গানই ভালো হয়।

গানটা শোনার জন্য অনেক ধন্যবাদ শেরজা তপন ভাই।

৫| ২৪ শে জুন, ২০২৩ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চিরায়ত বিরহের সুর।

২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিকই, এটা একটা বিরহের গান।

শোনার জন্য ধন্যবাদ দস্যু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.