নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ক্লাস টেনে ওঠার পর ফেব্রুয়ারিতে বেবি লাবিবের ক্লাস টেস্ট চলছিল। আমার কড়া পাহাড়ায় সদা সর্বদা, যেন বাসা থেকে দৌড়ে চলে না যায়। কিন্তু একটু ঘুরতেই সে হাওয়া। কোথায় যায়, কল দিলেই বলে অমুক বন্ধুর বাসায়, তমুকের বার্থ ডে পার্টিতে। 'তোমার না পরীক্ষা চলছে।' 'হ্যাঁ, আমি পড়ে নিব।' ক্লাসের পরীক্ষায় মোটেও তার বাবার মতো না, যদি হতো, তাহলে তার বাবা তাকে বলে দিত, তোমাকে স্কুলে যেতে হবে না, দিনরাত গান করো ২০২৪-এ এসএসসি। গানে যত বড়ো চ্যাম্পিয়নই হও, জিপিএ-৫ না পেলে ঢাকা শহরের কোনো কলেজে ভর্তি হওয়া লাগবে না নে তারপর, দুটো জিপিএ-৫ না থাকলে বুয়েটের চেহারা স্বপ্নেও দেখা মিলবে না নে বড়ো দুটো তো ভবিষ্যত গুছিয়ে ফেলেছে, অ্যাকাডেমিক লেখাপড়া সমাপ্ত, তারা এখন মুক্ত বিহঙ্গ, অন্তত পড়ালেখার জীবন থেকে। তোমাকে ঐ জীবনের স্বাদ পেতে হলে এক নাম্বার প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে ক্লাসের পড়া। সময় পেলে গান। এখন পরীক্ষায় ভালো না করতে পারলে এই গান তোমাকে কতদূর নিতে পারবে জানি না। যাই হোক, তার পড়ালেখা নিয়ে তাকে যা বলি সে আমার কথার গুরুত্ব দেয় হলো উল্টো অনুপাতে (ব্যস্তানুপাতে)।
কিছুদিন আগে দেখলাম তার শিরোনামের গানটি। সে প্রতিটা গান কম্পোজ করে গেয়ে রেডি করে সবার আগে আমাকে শোনায়। কিন্তু এটি শোনায় নি। কারণ কী? কারণ হলো, সেটি এ গানটি করেছিল তার পরীক্ষা চলার সময়। যেহেতু পরীক্ষার সময় গান করলে আমি মানবো না, তাই লুকিয়ে করেছিল। তার আপলোডের তারিখ থেকেই এটা বুঝেছি।
এ গানটিও খুব চমৎকার গেয়েছে লাবিব। ওর লেখা, সুর করা। ওরই কম্পোজ করা।
Delirium - Written, composed and vocal by Baby Labib
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
বেবি লাবিবসহ আমার ছেলেমেয়েদের গানের তালিকা এই পোস্টে পাওয়া যাবে
২৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান ভাই। ইদ মোবারক।
২| ২৯ শে জুন, ২০২৩ সকাল ৭:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গানটা আবার শুনতে এলাম।
২৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট করার আগে আমি গানটি কয়েকবার শুনেছি, পোস্ট করার পরও শুনেছি। শোয়ার সময় এ গানটার সুর আমার মধ্যে অনুরণিত হচ্ছিল। ছেলের ট্যালেন্ট দেখে আমি সত্যিই খুব অবাক হচ্ছিলাম, সে কীভাবে এত কারুকার্যময় ও ম্যাচিউর একটা সুর তৈরি করলো! লিরিকও খুবই ম্যাচিউর।
৩| ২৯ শে জুন, ২০২৩ সকাল ৮:৫৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহা ওর সময়ে যদি এত সুযোগ পেতাম । এতদিনে একজন মেটাল শিল্পী হয়ে যেতাম ।
শুভ কামনা রইল লাবিবের জন্য !!
২৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নো ওয়ারি, ম্যান! ইউ আর অলরেডি এ মেটাল অ্যান্ড রক সিঙ্গার। প্র্যাক্টিস অব্যাহত রাখুন। শুভ কামনা আপনার জন্যও।
৪| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: ঈদের শুভেচ্ছা জানবেন।
২৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদের শুভেচ্ছা রাজীব ভাই।
৫| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৮
আমি সাজিদ বলেছেন: ঈদ মোবারক
২৯ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক সাজিদ ভাই।
৬| ৩০ শে জুন, ২০২৩ রাত ৮:৫৩
বিজন রয় বলেছেন: তার ইংরেজী উচ্চারনটা ভাল হয়েছে। অন্তত অঞ্জন দত্তের চেয়ে। সে কি ইংলিশ মিডিয়ামে পড়ে?
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, বাচ্চাদের ইংরেজি উচ্চারণ ভালো। বাচ্চারা সবাই প্রথম কয়েকটা ক্লাস ইংলিশ মিডিয়ামে পড়েছে, পরে নানা কারণে মিডিয়াম চেঞ্জ করে ইংলিশ ভার্সনে পড়েছে।
বাচ্চাদের ভালো ইংলিশ অ্যাকসেন্টের জন্য ক্রেডিট আসলে দিতে হবে টিভি চ্যানেলগুলোকে। ওরা পড়ালেখা শেখার আগেই ইংলিশ শিখে ফেলে কার্টুন দেখে দেখে আমিই বরং ওদের পাশে বসে বলতাম ট্রানস্লেট করে দেয়ার জন্য
অনেকদিন পর আপনাকে দেখলাম। অন্য এক পোস্টে আপনার কমেন্ট পড়েছি। ওয়াইফাই/ব্রড ব্যান্ড জোনের বাইরে থাকায় ব্লগে ঢুকতে পারি নি
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
৭| ৩০ শে জুন, ২০২৩ রাত ১১:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ছেলের গান খুব ভালো লাগলো। ওর ইউটিউব থেকে 'হোটেল ক্যালিফোর্নিয়া' র গীটার পিস শুনলাম। সেটাও খুব ভালো লাগলো। আপনার ছোট ছেলের আরও সাফল্য কামনা করছি।
০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেবি লাবিবের গান ও গিটার শোনার জন্য অনেক ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই। শুভেচ্ছা রইল।
৮| ০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৪:৫৩
করুণাধারা বলেছেন: আপনার লেখাটা পড়ার পর গান শোনার আগ্রহ হলো, শুনলাম। আমি গানের বোদ্ধা না হলেও গায়কি ভালো লেগেছে।
আমার মনে হয় আপনার ছোট ছেলেকে নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। যদি সে কম্পিউটার গেম বা অন্য কোন কিছুতে আকৃষ্ট থাকতো তবে আপনি উদ্বিগ্ন হতে পারতেন। আমার ধারণা এবং শুভকামনা, সে একই সাথে গান এবং লেখাপড়ায় ভালো করবে।
০৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে আশ্বস্ত হলাম আপু এবং অনুপ্রাণিতও। দোয়া করবেন ছেলের জন্য। অনেক ধন্যবাদ ছেলের গান শোনার জন্য।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২৩ রাত ২:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গলায় মাধুর্য আছে। গায়কীটা সুন্দর হয়েছে।