নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এই দিশেহারা মেঘ কোথায় চলেছে || আমার পুরোনো একটি গানে নতুন করে মিউজিক যোগ/এডিট (রিমাস্টারিং) করলাম

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

২০১৭ সালে এ গানের লিরিক লেখা হয় এবং সুরও করা হয় তখনই। ব্লগে এর আগে শেয়ারও করেছিলাম গানটি। শুরুতে এটিতে আমার বড়ো ছেলের সামান্য গিটার টিউন ছিল। পরে আরো একবার ছেলের গিটারের সাথে গেয়েছিলাম। সেই গিটারের টিউনযুক্ত গানের সাথেই এবার এফ এল স্টুডিয়ো-২০ সফটওয়্যারের মাধ্যমে অটোটিউন মিউজিক কম্পোজ করে যোগ করা হলো। যাদের অটোটিউনে কাজ করার অভিজ্ঞতা আছে, তারা তো জানেনই এটা কত জটিল প্রক্রিয়া; যারা জানেন না, তারা ভুলেও জানার চেষ্টা করবেন না :( এটা একটা নেশার মতো। আমার কাছে এর চাইতে বড়ো কোনো নেশা জগতে আছে বলে মনে হয় না :( নেশা বলতে আমি ব্লগিং, ফেইসবুকিং, লেখালেখি, ইউটিউবিং, সিঙিং, মুভি দেখাকেই বুঝে থাকি। আপনি কী বুঝেছিলেন? :)

যাই হোক, গানটি মেয়ে-কণ্ঠের জন্য প্রযোজ্য। এবার গানটির সারমর্ম আগে একটু বলে নিই। যখন মন ভালো থাকে, কিংবা মনে সঞ্চারিত হয় রোমান্টিসিজম, ভালো লাগার নানান অনুষঙ্গ তখন চারদিকে ছোটাছুটি করে, মেঘ ডাকে, গাছের ডগায় ফুলের কুঁড়ি উঁকি দিয়ে আকাশ দেখে। যে মেয়েটির কথা বলছি, তার মন আজ চঞ্চলতায় ভরপুর। আকাশে তাকায়, মেঘ উড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, মেঘ নিজেও জানে না, যেমন করে মেয়েটির মনও যেন কোন অদৃশ্যমান ভুবনে ডুবে যাচ্ছে, যা সে জানে না। সে শুধু জানে, তার খুব ভালো লাগছে। কিন্তু কেন এত ভালো লাগছে, তার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। এ রকম একটা দৃশ্যকল্প নিয়ে এ গানটি।


এই দিশেহারা মেঘ কোথায় চলেছে
জানে না সে জানে না
আকাশের গায়ে রঙধনু এঁকে
হারায় সে ঠিকানা

না না না না না হা হা হা হো হো হো হো হো হো হো

ওই
ঝাঁকে ঝাঁকে দেখো বলাকা মেয়েরা
দিগন্তে করে খেলা
বাতাসে বাতাসে গুন গুন সুরে
কত কথা হয় বলা
আমার উঠোনে সুরভি ছড়ালো
সাঁঝের হাসনাহেনা

এই
মেঘ বলাকার ইচ্ছেরা আজ
ছুঁয়ে দিল অনুরাগে
জানি না আমার কী হলো আজ
কেন এত ভালো লাগে
আমার এ মন কোথা পেলো আজ
মেঘ বলাকার পাখা

১৭ সেপ্টেম্বর ২০১৭


কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
ইউটিউব লিংক : এই দিশেহারা মেঘ কোথায় চলেছে




এ গানটি নিয়ে আগের পোস্ট : দিশেহারা মেঘ। আগের পোস্ট দেখার দরকার নেই, ঐ পোস্টের সব কন্টেন্টই এই পোস্টে আছে :) ঐ পোস্টে যোগ করা মূল গানটি হলো এটা - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে



এ গানটার আদি ভার্সন, অর্থাৎ যখন সুরটা প্রথম সৃষ্টি করা হয়, সেই ভার্সন এটি - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - প্রথম ভার্সন। এর পরের ভার্সনটা আরেকটু ইম্প্রুভ করে, যেটি পাওয়া যাবে এখানে - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - দ্বিতীয় ভার্সন। দ্বিতীয় অডিও ভার্সনের একটা লিরিক্যাল ভিডিও করা হয়েছে - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - লিরিক্যাল ভিডিও।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

ইসিয়াক বলেছেন: নতুন গানটা বেশি ভালো লাগছে শুনতে। মানতেই হবে আপনার গলার স্বরে অনেক পরিবর্তন এসেছে। আমার ভালো লেগেছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইসিয়াক, প্রথমেই ধন্যবাদ নিন গানটা শোনার জন্য।

গানটা আসলে নতুন না, এটা লেখা ও সুর করা হয় ১৭ সেপ্টেম্বর ২০১৭-তে। পোস্টের মূল গানটি গেয়েছি ২৪ মার্চ ২০২২-এ। সেটার মিউজিক বিভিন্ন সময়ে আপডেট/চেঞ্জ করেছি, ইউটিউবে আপলোড করেছি। সর্বশেষ মিউজিক আপডেট করা হয়েছে এ বছরের জানুয়ারিতে এবং ইউটিউবেও জানুয়ারিতে আপলোড করি।

গলা যাই হোক, আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি।

আপনার লেখা গানটারও মিউজিক চেঞ্জ করা হয়েছে। ওটা নিয়ে ব্লগে পোস্টও দিয়েছিলাম মাস দুই আগে :(

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ শুনেই তো শৈশবে ফিরে গেলাম । আমার সেই ভূপেন হাজারিকা আর প্রতুল মুখ্যোপাধ্যায়ের সময়টাতে । কী দারুণ সুর । আহা !

এবারেরটা আগের সবগুলোকে ছাড়িয়ে গেছে । আমার খুব ভালো লেগেছে এই গানটা । কী অনবদ্য সুর । এবার আর কোন খুঁত ধরবো না । এই গানের জন্য সাত খুন মাফ ।

শরতের দুপুরে আশা করি মাদকতা ছড়াবে এই গান ইনশাআল্লাহ !!

ধন্যবাদ জানাবো নাকি শুভেচ্ছা নাকি এক আঁজলা ভালোবাসা ??

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার এতগুলো ভালোলাগায় আমি উচ্ছ্বসিত। সাতখুন মাফ হওয়ায় তো খালি আকাশে লাফাইতে ইচ্ছা করতেছে :)

যাই হোক, গানটা পুরোনোই, গাওয়াও হয়েছে প্রায় বছর দেড়েক আগে, শুধু মাঝে মাঝেই অভ্যাসবশত মিউজিক এডিট করি আর কী, তাও করেছি ৭/৮ মাস আগে।

আপনার ভালো লাগায় সত্যিই আমি খুবই আনন্দিত বোধ করছি। আপনার ধন্যবাদ, শুভেচ্ছা ও এক আঁজলা ভালোবাসা - সবগুলোই নিলাম, কোনোটা বাদ রাখলাম নাহ :)

আমার পক্ষ থেকেও সবগুলো আপনার জন্য - অগুনতি ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আনেকদিন আপনি গল্প লিখছেন না!!

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

ইসিয়াক বলেছেন: স্যরি প্রিয় ব্লগার। ব্যস্ততার জন্য চোখে পড়েনি। এখন আর খুঁটিয়ে ব্লগ পড়া হয় না সময়ের অভাবে। আমি সময় করে পোস্টটা খুঁজে নেব। আপনার সুর করা গানটা আমার ভীষণ পছন্দ। যাঁরাই শুনেছেন তাঁরাই প্রশংসা করেছেন। গানটি আমি ডাউনলোড করে রেখেছি। মাঝে মাঝে শুনি।শুভেচ্ছা রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গানটা হলো এই লিংকে - তুমি সখী সোনাপাখি




আর এই হলো সেই পোস্ট - তুমি সখী সোনাপাখি বুকে বাইন্ধাছো বাসা - কবিব্লগার ইসিয়াক ভাইয়ের লেখা সেই গানটা

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
আমি লাইক দিয়ে প্রিয়তে তুলে রেখেছি। গানটা শুনেছি। ভালো লেগেছে। পরে মন্তব্য করবো।
শুভেচ্ছা রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের মিউজিক এডিট করা হলো লেখালেখি এডিট করার মতো একটা ব্যাপার। আপনার গানটার বর্তমান মিউজিকটা আরো একবার এডিট করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.