নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ডাকব না, ডাকব না
অমন করে বাইরে থেকে
ডাকবো না
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব,
আনব ডেকে॥
দেবার ব্যথা বাজে আমার বুকের তলে,
নেবার মানুষ জানি নে তো কোথায় চলে-
এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥
মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে--
গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো।
আপনি কী সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে--
গেল যখন আশার বচন গেছে রেখে॥
লিংক : ডাকবো না, ডাকবো না
অথবা
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা অনেক মেলোডিয়াস একটা রবীন্দ্রসঙ্গীত। সাগর সেন, রেজওয়ানা চৌধুরী বন্যা ও অদিতি মহসিন অনেক ভালো গেয়েছেন এ গানটা।
আমি ভালো গেয়েছি শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ কাছের-মানুষ। শুভেচ্ছা রইল।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭
বাকপ্রবাস বলেছেন: ক্যাসেটে শুনতাম গানটা
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও, ক্যাসেটেই প্রথম শুনি। বন্যার কোনো এক ক্যাসেটে এ গানটা ছিল।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: শুনেছি। খুব সুন্দর।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৪
শায়মা বলেছেন: এই গানের মিউজিক কে বাঁজিয়ে দিলো ভাইয়া?
এই গানা আমার অনেক প্রিয়। অনেক সুন্দর গান।
আমি একদিন অমনকে ওমন লিখেছিলাম সেটা নিয়ে সাড়ে ভাইয়া কত কিছু বললো....... তারপর থেকে অমনকে অমন লিখি ওমন আর লিখিনা ভাইয়া।
ভাইয়া তুমি কি এখন রোজ রোজ গলা সাধো গান গাইবার জন্য??
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার আবার মিউজিক? আমারে হাসাইয়েন না, এই মিউজিক আমি ছাড়া আর কে বাজাইবে?
গীবনে কোনোদিনই গলা সাধি নাই উহা মম কাজ নহে, হয়তবা তব কম্ম উহা
যেদিন থেকে বুঝেছি গান কী বস্তু, হেইদিন থেকেই গানই আমার জীবন গুনগুন করে গাওয়া, শিস্ কাটা, গলা ফাডাইয়া গাওয়া, যখন তখন গাওয়াই আমার অভ্যাস, কিন্তু কোনো পরিশীলিত চর্চার মাধ্যমে গাওয়া না। এজন্য হয় কী, যখন একটা গান রেকর্ড করতে যাই, যদিও খুবই ক্যাজুয়াল রেকর্ডিং (আমার মোবাইলে, বেডে বসে বসে তাও ) তবুও একটা নার্ভাসনেস কাজ করে - সুর কেটে যাওয়া, উচ্চারণ, ইত্যাদির ব্যাপারে। আমি জানি না, আপনার এরকম হয়েছিল কিনা রেকর্ডিঙের সময়। আচ্ছা, এজন্য দেখা যায়, কোথাও অমন বলেছি, কোথাও ওমন বলেছি। একই গানেই খেয়াল করে শুনবেন - দুটোই আছে। আবার, কোনো একটা পর্ব বা শব্দ সঠিক সুর বা উচ্চারণ না হলে শুধু ওটুকুকেই আবার ২য়/৩য় বার রেকর্ড করি। ফলে দেখা যায়, সুরটা সঠিক উঠলেও উচ্চারণ ঠিক হয় নি। আমি যেহেতু পুরোনো অন্যদের গান নিয়েও ভিডিও বানানোর কাজ করি, যেখানে প্রতিটা গানের সেকেন্ড হিসাবে ফ্রেম চেক করি - সব শিল্পীরই কোনো না কোনো সময় উচ্চারণ, তাল ছুটে যেতে দেখা যায়। নন-বেঙ্গলিরা যখন বাংলা গান গেয়েছেন, বিশেষ করে লতা আর আশা - তাদের উচ্চারণত্রুটি সবচাইতে বেশি। এই ত্রুটি সাধারণ শ্রোতা হিসাবে ধরা খুব কঠিন।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: তাল লয় সূর কাটাকাটির ভয় তো সবারই করে একটু আধটু তবে আমার আবার বেষম সাহস ভাইয়া ধরেই নেই ধুর যা থাকে কপালে। । রেকর্ডিং এর সময় বা অন্য সময়ও আমার গলা বসা থাকে প্রায়ই এই গলা বসা আমার জীবনে প্রায়ই ঘটে। এটা নিয়েই আমি বিরক্ত থাকি। তাল আমার সহজে কাটে না সূর কাটতে পারে। আর উচ্চারণ একেক সময় একেক ছাড়াও কোনো কোনোটায় আমার জোর হারিয়ে যায়।
লতা আর আশার ঐ উচ্চারণ আর তার চাইতেও অনুরাধার বাংলা গানের উচ্চারণ খুবই সুন্দর লাগে তবুও ভাইয়া।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গাওয়া ট্যাগোর সঙের ভিডিওগুলো বানানোর সময় আমি লক্ষ করেছি, আপনার গায়কী খুবই নেচারাল, মনে হয়েছে প্রফেশনাল সিঙ্গার। সুর পারফেক্ট মনে হয়েছে। এ গানটায় আপনার গলার কারুকাজ ভালো ছিল, সুরও ভালো ছিল, মিউজিকটাও ভালো, 'মন' (মোন) ছাড়া বাকি উচ্চারণও ঠিক ছিল যদ্দূর শুনেছি। আপনি বোধ হয় লাইভ মিউজিকের সাথে রেকর্ড করেছিলেন। এখন টেকনোলজি অনেক উন্নত।
অনুরাধা পাডোয়াল হিন্দি সিনেমার গানের জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ধর্মীয় কারণে বোধহয় তিনি মেইনস্ট্রিম মিউজিক ছেড়ে দিয়েছেন। বাংলা গানেও তিনি অসাধারণ ছিলেন, তবে, একমাত্র নজরুল সঙ্গীতের অ্যালবামে তিনি বিস্ময় সৃষ্টি করেছিলেন, এ কণ্ঠ ও কণ্ঠশৈলী অতুলনীয়।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: মন্দ নয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৩
শায়মা বলেছেন: আমার কোন গান ভাইয়া!!!
দেখতে পেলাম নাতো!
আর মোন বলেছিলাম না মন?
আমি অবশ্য মোন বলি মনকে। গানের ইউ টিউব লিংক আসেনি। কোন গানটা বলো........
১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উপরে লিংক দিয়েছি তো! আসে নি? আমি তো দেখতে পাচ্ছি।
ফাগুন হাওয়ায় হাওয়ায়
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তরে অন্তত একটা ছোট ধন্যবাদ দিতে পারতেন।
যাই হোক, ব্যাপার না।
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: সামান্য কিছু উচ্চারণগত ত্রুটি (যেগুলো কারও কারও কানে ধরা নাও পড়তে পারে) ইগনোর করলে বলতেই হয় যে গানটা আপনি চমৎকার গেয়েছেন। শায়মা হকও লিঙ্কে দেওয়া গানটি সুন্দর গেয়েছেন।
প্লাস। + +
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা এত মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৪
কাছের-মানুষ বলেছেন: আগে কখনো শুনেছি বলে মনে পড়ছে না! আপনি ভাল গেয়েছেন।