নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমাকে দেখছো কেমন || চিত্রা সিং-এর গাওয়া একটা চমৎকার গান

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫৬

আমাকে দেখছ কেমন
আমি কি তেমনি আছি
নাকি অনেক বদলে গেছি
আমাকে দেখছ কেমন

মনে কি তোমার পড়ে
মনে কি তোমার পড়ে
আমাকে প্রথম দেখে
হৃদয় হারালে যেদিন
কাঁপা হাতে চিঠি লিখে
দুজনে সেদিন থেকে
সকল দ্বিধাকে রেখে
হলাম যে কাছা কাছি

আমি কি তেমনি আছি
নাকি অনেক বদলে গেছি
আমাকে দেখছ কেমন
আমাকে দেখছ কেমন

মনে কি তোমার পড়ে
যেদিন অনামিকায়
সোনার আংটি এনে
পরালে তুমি আমায়

সবুজ পাথরে তাই
সবুজ পাথরে তাই
সুখের কান্না ঝরে
স্বর্গ সুখের পরশে
মনটাকে দিলা ভরে
সাধ হল পৃথিবীতে
আরো ভালবাসা নিতে
হাজার বছর বাঁচি

আমি কি তেমনি আছি
নাকি অনেক বদলে গেছি
আমাকে দেখছ কেমন
আমাকে দেখছ কেমন

আমি কি তেমনি আছি
নাকি অনেক বদলে গেছি
আমাকে দেখছ কেমন
আমাকে দেখছ কেমন

কথা : পুলক বন্দ্যোপাধ্যায়
সুর : জগজিৎ সিং
মূল শিল্পী : চিত্রা সিং
বিট ও কভার : খলিল মাহ্‌মুদ

লিংক : আমাকে দেখছো কেমন - খলিল মাহ্‌মুদ




আমাকে দেখছো কেমন - চিত্রা সিং



মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:২৫

জগতারন বলেছেন:
অসাধারণ ভাবে সুন্দর গান।
খুব ভাল লাগলো আমার ।
চিত্রা সিং -এর এই গানটি নিয়ে
সম্প্রতি আমার ব্যক্তিগত
দুইটি ভালো লাগা:
উড়োজাহাজ-এ করে ডাল্লাস থেকে দুবাই দীর্ঘ ১৪ ঘন্টার
উড্ডয়নের সময় শোনা এ গান।
আর দেশে এসে প্রিয়তমার চিকন-চাকন শরীর।
"কেমন লাগছে আমাকে!
আপনার চিন্তায় শুকিয়ে গেছি নাকি?"
দুইটিই ছিলো আমার কাছে অত্যান্ত মোহনী ও আকর্ষণীয়-আবেদনম্যী।

এমনই আরো গান শুনতে চাই আপনার কাছ থেকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

"কেমন লাগছে আমাকে!
আপনার চিন্তায় শুকিয়ে গেছি নাকি?"


WOW!! What a romantic dialogue!! আমার ঘোর লেগে গেল!!

জগজিৎ আর চিত্রা সিং-এর গান নিয়ে একটা পোস্ট আছে আমার, দেখতে পারেন নীচের লিংক :

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও - এ মনের কৃষ্ণ রাধায় কোনোদিনই হয় না ছাড়াছাড়ি - জগজিৎ সিং ও চিত্রা সিং শিল্পীদম্পতির কালোত্তীর্ণ গানগুলো

কমেন্টের জন্য ধন্যবাদ জগতারন ভাই। শুভেচ্ছা।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৫৩

জীনের বাদশা বলেছেন: বাহ! সুন্দর কাভার। চিত্রা সিং এর অনেক গানের মধ্যে একটি গানই আমার খুব ভাল লাগতো
"তুমি এসে আমার মনে ফাগুন জাগালে" তবে মেলা দিন আগের কথা তখন মনে উথাল পাতাল প্রেমের বন্যা বইছে।
যাই হোক ভালো থাকবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর জীনের বাদশাকে ব্লগে দেখে চমকে গেছি!! আরে ধূর, ভয়ে না, আনন্দে :) আশা করি ভালো ছিলেন এবং ভালো আছেন।

'আমাকে দেখছো কেমন' গানটা গাওয়ার পর বার বার ইচ্ছে হচ্ছিল 'তুমি এসে আমার মনে ফাউগ্ন জাগালে' গানটাও গাইব। কিন্তু আমার পক্ষে সব সময় গান গাওয়া ও মিউজিক কম্পোজ করা অত সহজ না। তবে, গানটা খুবই চমৎকার।

তো, এই নিন ঐ গানটা :)

তুমি এসে আমার মনে আগুন জ্বালালে - চিত্রা সিং




আপনিও ভালো থাকবেন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সাধু। শুভেচ্ছা।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: চিত্রা ?? নামটা দেখেই তো থমকে গেলাম !!

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে তাইতো! স্বয়ং চিত্রা এসে হাজির আমার পোস্টে, তার খোঁজে নিনি!!!

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১২

ধুলো মেঘ বলেছেন: চিত্রা সিংয়ের সব গানই অন্য লেভেলের অসাধারণ।
মনে কর, যদি সব ছেড়ে হায় - বুকের মধ্যে হাহাকার এনে দেয়
তুমি এসে আমার মনে - মনের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়
দুটি মন আজ নেই দুজনার - অন্য রকম এক অনুভূতির জন্ম দেয়

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, চিত্রার গানগুলো সত্যিই অসাধারণ। তার গানের অন্য একটা পোস্ট আমার আছে। Click This Link

ধন্যবাদ কমেন্টের জন্য। শুভেচ্ছা।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৩

শাম্মী আক্তার বলেছেন: ভালো লিখেছেন

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। তবে, এ ধরনের সাইটের লিংক দেয়া ঠিক হচ্ছে না।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৯

সোমহেপি বলেছেন: না দেখে কেমনে কমু!

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও!! অনেকদিন পর সোমা হ্যাপি আপুরে ব্লগে দেখছি। কী আনন্দ :)

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: জগজিৎ সিং এর ভক্ত হবার সুবাদে চিত্রা সিং-কে প্রথম শুনেছিলাম। তার গান/গাজাল শোনা হয়েছে হাতে গোনা কয়েকটা। ভদ্রমহিলা অসাধারণ গান তাতে সন্দেহ নেই। এই গানটা এর আগে কখনও শোনা হয়নি।
জানিনা কে কম্পোজ করেছেন, তবে জগজিৎ সিং এর ফ্লেভার পেলাম বোধয়। ভাল লাগলো।

চিত্রা সিং/গাজালের ভক্ত হলে এটা শুনে দেখতে পারেন _
"তুমহারি আঞ্জুমান সে উঠকে দিওয়ানে কাহা যাতে- চিত্রা সিং"

সুন্দর একটা গান শোনাবার জন্য ধন্যবাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চিত্রা সিং হলেন জগজিৎ সিং-এর স্ত্রী। 'আমাকে দেখছো কেমন' গানটা সুর করেছেন জগজিৎ সিং। গানটা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। চিত্রা সিং-এর অনেক গানেই সুর করেছেন স্বয়ং জগজিৎ সিং।

গজল যে আমি খুব শুনেছি তা না, তবে, সিলেক্টিভ কিছু গজল শুনেছি মেহেদী হাসা, গুলাম আলী, পঙ্কজ উদাস, প্রমুখের, জগজিৎ সিং-এর গজল শুনেছি সব থেকে বেশি। চিত্রা সিং-এর কোনো গজল শুনেছি বলে মনে পড়ে না।

আপনার উল্লেখ করা গজলটা শুনে এলাম। চমৎকার। এটাও জগজিৎ সিং-এরই কম্পোজ করা।

সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.