নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মেঘ কালো, আঁধার কালো, আর যে কলঙ্ক কালো || হেমন্ত মুখোপাধ্যায়ের একটা রোমান্টিক গান

০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫১

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া রোমান্টিক গানগুলোর মধ্যে এ গানটা জনপ্রিয়তা ও শ্রোতাপ্রিয়তার শীর্ষে। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। সুর করেছিলেন নচিকেতা ঘোষ। এ গানটার সুরও অত্যন্ত মোহনীয় ও চিত্তাকর্ষক, শোনামাত্র হরষে মন আন্দোলিত হয়ে ওঠে। 'মেঘ কালো, আঁধার কালো' এবং 'আমি দূর হতে তোমাকে দেখেছি' গান দুটো আমি প্রথম যেদিন শুনেছি, সে দিনটার কথা মনে আছে। হাইস্কুল জীবনে (১৯৭৯-১৯৮৪), ১৯৭৯ সালে হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি - জানুয়ারি মাসের দিকে আমাদের দোহার থানায়, জয়পাড়া হাইস্কুলের মাঠে ইন্টার-স্কুল স্পোর্টস কম্পিটিশন হচ্ছে। সারাদিন খেলা দেখেছি, বিকাল হয়ে গেছে। আরো কিছু ইভেন্ট বাকি আছে। খেলার ফাঁকে ফাঁকে, ধারভাষ্য বা ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে রেকর্ডের গান বাজছে। বিকালের ঐ সময়ে মাইকে এ গানটা বেজে ওঠে - আমি দূর হতে তোমারে দেখেছি, মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। গানটা আমি খুবই মুগ্ধ হয়ে শুনলাম। এর পরেই যে গানটা বাজলো, সেটাই এ পোস্টের শিরোনামের গান - মেঘ কালো, আঁধার কালো। আপনারা তো জানেন, ঐ সময়ে টেপরেকর্ডারও ঘরে ঘরে ছিল না, গান শোনার সবথেকে বড়ো উপায় ছিল বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে, বিশেষ করে বিয়েশাদিতে মাইক বাজানোতে। আজকের তরুণরা হয়ত জানেই না যে, মাইকে শুধু ভাষণ, বক্তৃতাই হয় না, মাইকে গানও বাজানো হয় :) যাই হোক, মেঘ কালো, আঁধার কালো শুনে আমি আরো বেশি মুগ্ধ হলাম। এরপর এ গানটা যখন যেখানেই মাইকে বেজে উঠতো, আমি কান খাড়া করে গানটা শুনতাম। গানটা শুনতাম, আর আপন মনেই একটা প্রেমিকার চিত্র এঁকে ফেলতাম, যার অবয়ব ঠিক এ গানের কথাগুলোর মতো। সেই মেয়েটাকে ভালোবাসতে বাসতে তার চুলের অরণ্যে হারিয়ে যেতাম।

এটা আমিও গাওয়ার চেষ্টা করলাম।

মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারালো তার কুল
তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল
মেঘ কালো, আঁধার কালো

কাশ যে সাদা, ধেনু সাদা, আর সাদা খেয়ার পাল
সাদা যে ওই স্বপ্নমাখা রাজহংসের পাখা
তার চেয়েও সাদা কন্যা তোমার হাতের শাঁখা
মেঘ কালো, আঁধার কালো

লজ্জা রাঙা, সিঁদুর রাঙা, আর রাঙা কৃষ্ণচূড়া
রাঙা যে গো সাঁঝ আকাশে ওই যে অস্তরাগ
কন্যা, সবার চেয়েও রাঙা তোমার আলতার ওই দাগ
মেঘ কালো, আঁধার কালো

শস্য সবুজ, পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি
দূর্বা সবুজ, তার সাথে যে চিরসবুজ বন
সবার চেয়েও সবুজ কন্যা তোমার অবুঝ মন
মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো

কথা : গৌরী প্রসন্ন মজুমদার
সুর : নচিকেতা ঘোষ
মূল শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়
মিউজিক ও কভার : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - মেঘ কালো, আঁধার কালো

অথবা ক্লিক করুন নীচের লিংকে।





এবার শুনুন ওস্তাদের কণ্ঠে - মেঘ কালো, আঁধার কালো - হেমন্ত মুখোপাধ্যায়

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ১১:১১

গেঁয়ো ভূত বলেছেন: আমার অন্যতম প্রিয় গান এটা!

০১ লা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম কমেন্ট ও প্রথম 'লাইক'-এর জন্য অনেক ধন্যবাদ মল্লিক ভাই।

২| ০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৪

জুন বলেছেন: ছোট বেলায় আমাদের কাজিনদের একটা এসোসিয়েশন ছিল। সেখানে বছরে কাজিনরা মিলে একটা ঘরোয়া অনুষ্ঠান করতাম। খালা মামা আত্নীয়রাই ছিল দর্শক। এতে মেঘ কালো গানটা থাকতোই আর তার সাথে আমরা নাচতাম এক এক ঋতুর এক এক রঙের পোশাকে। আপনার লেখা দেখে সেই সব দিনের কথা মনে পড়লো ছাই ভাই। +

০১ লা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা খুবই সুরেলা এবং হেমন্ত মুখোপাধ্যায় বলেই এতটা সুমধুর হয়েছে গানটা। অন্যদেরকেও গানটা অনেক গাইতে শুনেছি। আপনার কাজিনদে এসোশিয়েশনটা নিশ্চয়ই খুব সঙ্গীতমনা ও সংস্কৃতিমনা ছিল।

২য় লাইক ও ২য় কমেন্টের জন্য ধন্যবাদ আপু।

৩| ০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৬

জগতারন বলেছেন: শুনলাম,
খুব ভালো লাগলো ।

০১ লা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার পোস্টে, বিশেষ করে গানের পোস্টে আপনার নিয়মিত উপস্থিতি খুবই আনন্দদায়ক। আপনি গানের একজন সমঝদার, অনেক আগে থেকেই জানতাম। আজকের পোস্টেও আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জগতারন ভাই।

৪| ০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩২

জীনের বাদশা বলেছেন: চমৎকার কাভার হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় মনে হয় এই বঙ্গে একজনই থাকবে, তার কোন যোগ্য উত্তরসুরী আজ পর্যন্ত দেখলাম না।
ভাল থাকবেন। পোস্টে লাইক ও ভাল লাগা।

০১ লা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার কাভার হয়েছে জেনে ভালো লাগলো।

আসলে শূন্যস্থান পূরণ হয়ে যায়, তবে, কিছু কিছু শূন্যস্থান সহজেই পূর্ণ হয় না। মান্না দে, হেমন্ত, সতীনাথ, মানবেন্দ্র, ভূপেন, প্রমুখ - একেকটা নাম একেকটা অধ্যায়। এদের যোগ্য প্রতিস্থাপক কে বা কারা আসবেন ভবিষ্যতে, তা ভবিষ্যতই ভালো জানে।

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ জীনের বাদশা।

৫| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৭

সোহানী বলেছেন: আহ সেই সব গান। চমৎকার হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.