নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সুরের বাসনা || বেশ কিছুদিন পর আবার আমার লেখা ও সুর করা গান নিয়ে এলাম

২৭ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৭

সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না

সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
০৪ জুন ২০২৩

গানটি পাওয়া যাবে এ লিংকে - সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




১২ মার্চ ২০২৩ তারিখে এ গানের 'মুখ'-এর সুর তৈরি করা হয়। এক কবির কাছে লিরিক চেয়ে সুর পাঠিয়েছিলাম। পরে তিনি জানালেন, তার পক্ষে লিরিক লেখা সম্ভব নয়। পরে যথারীতি আমি নিজেই লিরিক লিখে ফেললাম :) 'মুখ'-এর অংশ শুনতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন - সুরের বাসনা। অথবা নীচের লিংকে ক্লিক করুন।



এর আগেও ব্লগে এ গানটি নিয়ে পোস্ট করা হয়েছিল। গানটি গাওয়া হয়েছিল লো স্কেলে (ডি শার্প মেজর দিয়ে শুরু - যারা বুঝবার তারা বুঝবেন :) ) কিন্তু এতে গানের প্রত্যাশিত মিষ্টতা উঠে আসছিল না। আজ সফটওয়্যারের মাধ্যমে আরো ৪ ধাপ উপরে নিয়ে (সি-ফোর মেজর) গানটি রি-মাস্টার করলাম। রি-মাস্টার্ড/এডিটেড গানটাই উপরে দিয়েছি। কেউ লো-স্কেলের গানটা শুনতে চাইলে প্লি এখানে ক্লিক করুন - সুরে বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে

এ সুরটি একটু গম্ভীর এবং কঠিনও। তবে গানটি লিখে এবং সুর করে এবং গেয়েও বেশ তৃপ্তি পেয়েছি।

রক্তনাশা যুদ্ধ ও ব্লগীয় যুদ্ধের ডামাডোলে গানটি দিলাম কিছুটা শান্তি ও স্বস্তির বাতাস ছড়ানোর লক্ষ্যে।

শুভ ঘুমাহ্ন।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৫

জগতারন বলেছেন:
ভাল লাগলো।
লাইক দিলাম।

২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ভালো লাগায় আমার অনুপ্রেরণা। লাইক ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ জগতারন ভাই। শুভেচ্ছা।

২| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৭

শেরজা তপন বলেছেন: মডেল প্রিয়ামনিকে শাড়ি আর হাতভরা চুড়িতে চমৎকার লাগছে।
আপনার গান সুর সব ভাল কিন্তু এমেচারি ভাবটা বেশী লাগছে (অনেস্টলি বললাম)

২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ অভিনেত্রীর নাম প্রিয়ামনি নহে, প্রিয়মনি :) তাকে প্রথম দেখলুম ৩/৪ দিন আগে টি-স্পোর্টসের এক অনুষ্ঠানে। তারপর ফেইসবুকে খুঁজে বের করলুম। তার মূল নাম ভিন্ন, কোনো মিস ওয়ার্ল্ড/ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বোধ হয়। তার মূল পোশাক ওয়েস্টার্ন, কিন্তু বাঙালি পোশাকে তাকে অনন্যসাধারণা মনে হলো।

আমি তো অ্যামেচার গীতিকার ও সুরকার, কিন্তু গায়ক না :) কাজেই আমার সবকিছুতে অ্যামেচারিতাই থাকবে, তা বলাই বাহুল্যর উপরে বাহুল্য :)

গান শোনা ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ শেরজা তপন ভাই।

৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর। উপভোগ্য।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর হয়েছে গানের কথা
সাথে বেশ প্রয়াসী রি-মাস্টার্ড
এ গানের সুরের সংযোজনা
সত্যিই প্রসংসার দাবী রাখে।

সুমধুর সুরের বাসনা শুনে
কেমন করে যে কাটল বেলা
নীজেই তা জানিনা তবে
সকল ইন্দ্রীয় দিয়ে,অনুভবি ।

কেমন করে বলব কী যে
বাজে মনের মাঝে
গানের সুর চোখে বাজে
গানের কথারই রূপের ঘোরে।

সুরের সুধা মন গহীনের
অঞ্জলিতে
দারুন ভাবে ওঠে ভরে
আমার চিতে।

এ লগনে ঐ দুর গগনে
বারুদ পুড়া মরণঘাতি
অগ্নি শিখায় জ্বলে পুড়ে
দলিত আমার কষ্টগুলি।

ক্ষনিকের তরে সুরে সুরে
নিল হরি যদিও হৃদয় মনে
বিপন্ন মানবাত্মার গগনভেদি
ক্রন্দন ধ্বনি করুন সুরেই
বেজে যাবে দিবস ও রজনি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায়, কিংবা কবিতার ভাষায়, এবং কবিতার আঙ্গিকে কমেন্ট করার ব্যাপারটি আমার খুব ভালো লাগে প্রিয় আলী ভাই। আমার পোস্টের লাস্ট লাইন পর্যন্ত পড়েছেন, আপনার কমেন্ট কবিতায় যার প্রতিফলন দেখতে পাই :


এ লগনে ঐ দুর গগনে
বারুদ পুড়া মরণঘাতি
অগ্নি শিখায় জ্বলে পুড়ে
দলিত আমার কষ্টগুলি।

ক্ষনিকের তরে সুরে সুরে
নিল হরি যদিও হৃদয় মনে
বিপন্ন মানবাত্মার গগনভেদি
ক্রন্দন ধ্বনি করুন সুরেই
বেজে যাবে দিবস ও রজনি ।



অসাধারণ কমেন্টটির জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন প্রিয় আলী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.