নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

Delirium (প্রলাপ) || আমার ছোটো ছেলে বেবি লাবিবের লেখা, সুর করা, মিউজিক কম্পোজ করা ও তার কণ্ঠে গাওয়া গান|| বোনাস হিসাবে থাকছে আমার ছেলেমেয়েদের গাওয়া সবগুলো গানের লিংক :)

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

ক্লাস টেনে ওঠার পর গত ফেব্রুয়ারিতে (২০২৩) বেবি লাবিবের ক্লাস টেস্ট চলছিল। আমার কড়া পাহাড়ায় সদা সর্বদা, যেন বাসা থেকে দৌড়ে বের হয়ে কোথাও চলে না যায়। কিন্তু একটু ঘুরতেই সে হাওয়া। কোথায় যায়, কল দিলেই বলে অমুক বন্ধুর বাসায়, তমুকের বার্থ ডে পার্টিতে। 'তোমার না পরীক্ষা চলছে।' 'হ্যাঁ, আমি পড়ে নিব।' ক্লাসের পরীক্ষায় সে মোটেও তার বাবার মতো না, যদি হতো, তাহলে তার বাবা তাকে বলে দিত, তোমাকে স্কুলে যেতে হবে না, দিনরাত গান করো :) ২০২৪-এ এসএসসি (১৫ ফেব্রুয়ারি ২০২৪-এ)। গানে যত বড়ো চ্যাম্পিয়নই হও, জিপিএ-৫ না পেলে ঢাকা শহরের কোনো কলেজে ভর্তি হওয়া লাগবে না নে :( তারপর, দুটো জিপিএ-৫ না থাকলে বুয়েটের চেহারা স্বপ্নেও দেখা মিলবে না নে :( বড়ো দুটো তো ভবিষ্যত গুছিয়ে ফেলেছে, অ্যাকাডেমিক লেখাপড়া সমাপ্ত, তারা এখন মুক্ত বিহঙ্গ, অন্তত পড়ালেখার জীবন থেকে। তোমাকে ঐ জীবনের স্বাদ পেতে হলে এক নাম্বার প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে ক্লাসের পড়া। সময় পেলে গান। এখন পরীক্ষায় ভালো না করতে পারলে এই গান তোমাকে কতদূর নিতে পারবে জানি না। যাই হোক, তার পড়ালেখা নিয়ে তাকে যা বলি সে আমার কথার গুরুত্ব দেয় হলো উল্টো অনুপাতে :( (ব্যস্তানুপাতে)।

এর কিছুদিন পর ইউটিউবে দেখতে পাই এ পোস্টের শিরোনামের গানটি। সে প্রতিটা গান কম্পোজ করে গেয়ে রেডি করে সবার আগে আমাকে শোনায়। কিন্তু এটি শোনায় নি। কারণ কী? কারণ হলো, সে এ গানটি করেছিল তার পরীক্ষা চলার সময়। যেহেতু পরীক্ষার সময় গান করলে আমি মানবো না, তাই লুকিয়ে এ গানটি করেছিল। তার আপলোডের তারিখ থেকেই এটা বুঝেছি।

এ গানটি ব্লগে শেয়ার করেছিলাম আগে। নীচে ২১ নম্বর সিরিয়ালে লিংক দেয়া আছে। ১৫ ফেব্রুয়ারি ২০২৪-এ তার এসএসসি পরীক্ষা। প্রি-টেস্ট, টেস্ট, ৩টা মডেল টেস্ট, কোনোটাতেই তার পড়ায় মনোযোগ ছিল না, রেজাল্টও ভালো হয় নাই। প্রিন্সিপালের কমপ্লেইন, কলেজে দৌড়াদৌড়ি, পারসুয়েশন করতে করতে আমি টায়ার্ড, টেনশনে আমার ঘুম নাই - ঐদিকে বেবি লাবিবও ঘুমায় না :( পড়ালেখার জন্য? জে না :) তিনি ব্যস্ত থাকেন সঙ্গীত রচনা ও মিউজিক কম্পোজিশনে :) এখন আপনারাই কন, এই সঙ্গীত প্রতিভা যদি পরীক্ষায় ডাব্বা মারে, তারে আমি ভর্তি করুম কোন কলেজে?

যাই হোক, তাহার গানটি আবার শেয়ার করিলাম। এ গানটিও খুব চমৎকার গেয়েছে লাবিব। ওর লেখা, সুর করা। ওরই কম্পোজ করা।

Delirium - Written, composed and vocal by Baby Labib

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




তার বড়ো ভাই হলো তার গানের গুরু। সে হলো তার বড়ো ভাইয়ের আদর্শ শিস্য। বড়ো ভাই যা বলবে, তা সে অক্ষরে অক্ষরে পালন করবে, মা-বাবা'র স্থান সেখানে নাই বললেই চলে। বড়ো ভাই ও তার বন্ধুদের সাথে সেও যায় শো করতে, বুঝছেন তো? :) ওদিকে বড়ো ভাইয়ের ব্যান্ড দল উঠেপড়ে লেগেছে তাদের অ্যালবাম বের করার জন্য। কয়েকদিন আগে ১ম গান স্টুডিয়োতে রেকর্ড করে এলো। আমি অপেক্ষায় আছি, ওটা হাতে পেয়ে পাইরেট করে সবার আগে এ ব্লগে দিয়া দিব :)

*****

বেবি লাবিবসহ আমার ছেলেমেয়েদের গানের তালিকা এই পোস্টে পাওয়া যাবে

লাবিবের গান নিয়ে আগের পোস্ট : আমার ছোটোছেলে বেবি লাবিবের লেখা, সুর করা ও মিউজিকে তারই কণ্ঠে একটি গান - Mirror World - Woke up on the Middle of the Night

আমার ছেলেমেয়েদের গান নিয়ে করা আগের পোস্ট : আমার বড়ো ছেলের মিউজিকে তারই কভার করা গান - Mr.Kitty'র After Dark - সেই সাথে মেয়ে ও ছোটোছেলের কিছু গান

বড়োছেলে পাইলটের গাওয়া গান

১। প্লিজ এখানে ক্লিক করুন - After dark

অথবা ক্লিক করুন নীচের লিংকে :



২। প্লিজ ক্লিক করুন - Cigarettes after sex



৩। প্লিজ ক্লিক করুন - Towards the Flying Sea-Lights - Guitar - Tune, Composition and Guitar by Pilot

৪। প্লিজ ক্লিক করুন - Something about us - Daft Punk - Cover by Adnin - Music by Pilot

৫। প্লিজ ক্লিক করুন - You and me - Cover song by My Elder Son Pilot



৬। প্লিজ ক্লিক করুন - La Vi En Rose - Can't Help Falling in Love - With or Without You - Cover by Highway Melancholies




আমার মেয়ে ও ছোটো ছেলের গাওয়া অনেকগুলো গান পাওয়া যাবে এই লিংকে - প্লিজ এখানে ক্লিক করুন

১। হঠাৎ যেন - কথা, সুর ও কণ্ঠ - বেবি লাবিব

২। Butterfly - Written, composed and performed by Baby Labib

৩। Mirror world - woke up on the middle of the night - written, composed and sung by Baby Labib

৪। নীলা - ঐশী

৫। One republic - Baby Labib

৬। Aurora - Runway - Baby Labib

৭। Plus44 - Baby Labib

৮। Arctic Monkeys - Do I Wanna Know - Baby Labib

৯। Imagine dragons - radioactive - Baby Labib

১০। Singing closer - Baby Labib

১১। Train - hey soul sister - Baby Labib

১২। Somebody that I used to know - Baby Labib

১৩। Location - Baby Labib

১৪। Ed Sheeran - The A Team - Baby Labib

১৫। Best friend by Rex Orange County - Baby Labib

১৬। Flute - Sunflower - Post Melone and Swae Lee - Cover by Baby Labib

১৭। Can't help falling in love - Elvis Presley - Baby Labib

১৮। Shallow - Lady Gaga & Bradley Cooper - Baby Labib

১৯। Delirium



২০। ঘরবাড়ি হারালে পালাবে কই - বেবি লাবিব (এটা নিয়েই আজকের পোস্ট)

২১। Delirium (প্রলাপ) - আমার ছোটো ছেলে বেবি লাবিবের লেখা, সুর করা, মিউজিক কম্পোজ করা ও তার কণ্ঠে গাওয়া গান

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

হাসান মাহবুব বলেছেন: ডেলিরিয়াম শুনলাম। ঘোর লাগা গান। চমৎকার!

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্সপায়ারিং কমেন্ট। গানটা শোনার জন্য ও কমেন্টের জন্য ধন্যবাদ হাসান মাহবুব ভাই। শুভেচ্ছা।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩

নয়ন বড়ুয়া বলেছেন: সবগুলোই শুনলাম। একটা শান্তি শান্তি ভাব কন্ঠের। শীতল কন্ঠ। জোশ ছিলো। ধন্যবাদ দাদা জীবনের গল্প শেয়ার করার জন্য...

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সে গান গেয়ে রেকর্ড করেই আমার কাছে নিয়ে আসে। আমি মূলত রেকর্ডিং কোয়ালিটি আর মিউজিকটাই দেখি। যদি বলি, সাউন্ড কোয়ালিটি ভালো হয় নাই, আবার রেকর্ড করো, সে মোটামুটি ১০ মিনিটের মধ্যেই নতুন করে গেয়ে রেকর্ড করে আমার সামনে হাজির করে :) আবার সাউন্ড মিক্সিং ও নিজের ভয়েসকে বিভিন্ন স্কেল ও স্টাইলে (প্রয়োজন অনুযায়) রেকর্ড করতেও সে এক্সপার্ট। কিছু কিছু ব্যাপারে সে তার বড়ো ভাইকে ছাড়িয়ে গেছে - আমার কোনো গানে মিউজিক দিতে এলে দেখা যায় :)

যাই হোক, ছেলের গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ নয়ন ভাই। শুভেচ্ছা নিয়েন রাতদিন।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার। গান শুনতে শুনতে কমেন্ট করছি। গান ভালো লাগছে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান শুনতে শুনতে কমেন্ট করলেন - দারুণ আনন্দময় ঘটনা কিন্তু আমার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই +

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪০

বাকপ্রবাস বলেছেন: অ‌পি‌সের নেট স্লো ক‌রে দি‌য়ে‌ছে, টিউব চ‌লেনা, ক‌তো কিছু মিস কর‌ছি কিপ্টা‌মি ক‌রে এম‌বি না কেনার দরুণ

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

ব্যাপার না, প্রিয় ছড়াকার। প্লিজ রিল্যাক্স। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০০

জাহিদ অনিক বলেছেন: বাহ দারুণ!
আপনি ও আপনার ছেলে মেয়ে সবাই কালচারাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যুক্ত আছেন, এরকম ফ্যামিলি পাওয়া সত্যিই ব্লেসিং।

Delirium আর লা ভি এন রোজ, শুনলাম। দারুণ দুটি গানই। অনেক অনেক শুভকামনা।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আপনি ও আপনার ছেলে মেয়ে সবাই কালচারাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যুক্ত আছেন।


:)

এ নিয়ে যে কী যন্ত্রণায় আছি তা বোঝাই কেমনে? :) গান-বাজনাই যেন ওদের জীবন, লেখাপড়ার কোনো দরকারই নাই :)

ছোটো ছেলে একটু বেশিই দুর্দান্ত। বড়োটা বেসিক্যালি গিটারিস্ট। এদের হাবভাব দেখে মনে হচ্ছে জীবনে এরা গান বেচেই খাবে :)

যাক, অনেকদিন পর কবিব্লগার জাহিদ অনিককে দেখলাম ব্লগে। ভালো লাগলো। আশা করি ব্লগে থাকবেন নিয়মিত।

শুভেচ্ছা রইল।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫

জাহিদ অনিক বলেছেন: ছোটো ছেলে একটু বেশিই দুর্দান্ত। বড়োটা বেসিক্যালি গিটারিস্ট। এদের হাবভাব দেখে মনে হচ্ছে জীবনে এরা গান বেচেই খাবে :)
-- হা হা সে তো বোটেই ভাইয়া। আপনি ব্লগ থেকেই অনেক টাকা পেয়েছেন। হা হা

যাক, অনেকদিন পর কবিব্লগার জাহিদ অনিককে দেখলাম ব্লগে। ভালো লাগলো। আশা করি ব্লগে থাকবেন নিয়মিত। - হ্যাঁ ভাইয়া সবকিছু থেকে আই মিন সব সোশ্যাল মিডিয়া থেকে অব্যাহতি থেকে এই সামুতেই থিতু আপাতত। কি যে একটা অস্থিতিশীল সময় পার করছি লাইফে! অনলি গড নোজ।

এখানে ব্লগে অপরিচিতের মত অতি-পরিচিতদের সাথে কথাবার্তা বলতেই দারুণ লাগছে আপাতত।
মন্তব্যের সুন্দর ও চমৎকার উত্তরের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

-- হা হা সে তো বোটেই ভাইয়া। আপনি ব্লগ থেকেই অনেক টাকা পেয়েছেন। হা হা


:)

হ্যাঁ তাই তো, আমিও তো ব্লগিং করে অনেক টাকা কামাই :)


হ্যাঁ ভাইয়া সবকিছু থেকে আই মিন সব সোশ্যাল মিডিয়া থেকে অব্যাহতি থেকে এই সামুতেই থিতু আপাতত।
এটা ব্লগের জন্য একটা ভালো খবর। ব্লগ এখন মোটামুটি স্থিতিশীল, ভালো ব্লগিং হচ্ছে বলা যায়।

কি যে একটা অস্থিতিশীল সময় পার করছি লাইফে! অনলি গড নোজ।
বেশ টেনশনে ফেলে দিলেন। এ অবস্থা দ্রুত কেটে যাক, শুভ কামনা রইল।

এখানে ব্লগে অপরিচিতের মত অতি-পরিচিতদের সাথে কথাবার্তা বলতেই দারুণ লাগছে আপাতত।


অ্যাক্টিভ ব্লগারের সংখ্যা খুব বেশি না। কয়েকদিন নিয়মিত কমেন্ট আদান-প্রদান করলেই আবার পরিচিত হয়ে উঠবেন।

কবিতায় ফিরুন। পাঠককে জানার সুযোগ দিন যে আপনি ব্লগের সেরা কবিদের একজন।

শুভ কামনা রইল আপনার জন্য।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

বিজন রয় বলেছেন: আপনি দেখি সাহিত্য, গান সবকিছু নিয়ে পরিবার!!

বাহ!, এভাবে চললে বলতে পারি একজন সুখি মানুষ।

০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আপনি দেখি সাহিত্য, গান সবকিছু নিয়ে পরিবার!!



:) :)

ঐ যে উপরে বললাম না, যন্ত্রণায় আছি :) দুইটা ছেলেকে নিয়া আছি মহাযন্ত্রণায়। কথাই শুনতে চায় না। অথচ মেয়েকে পালতে আমার একটু কষ্ট হয় নাই। আমি প্রায়ই বলে থাকি, এরকম ১০০টা মেয়ে পালতেও আমার সমস্যা নাই, আর এই দুই বান্দর পালতে যাইয়া আমার ত্রাহি ত্রাহি অবস্থা :)

যাই হোক, এই যন্ত্রণাকেই এখন সুখ হিসাবে ধরে নিয়েছি :)

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় বিজন রয়।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

৯| ১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

অপু তানভীর বলেছেন: আমি গানটা পরপর তিনবার শুনলাম। আমার কেবল মনে হল যে লাবিবের গান নিয়ে সিরিয়াস চিন্তা ভাবনা করা উচিৎ ।

যাই আরেকবার শুনে আসি !

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি সিরিয়াসলি যে ভাবছি না, তাও না। তবে, ওর লেখাপড়ার যাতে ক্ষতি না হয়, সেটাও আমাকে খেয়াল রাখতে হচ্ছে। সে পড়ালেখায় মোটেও মনোযোগী না।

গানটা পরপর ৩বার শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ অপু তানভীর ভাই। শুভেচ্ছা।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: Delirum শুনলা্ম, কী মোলায়েম একটা গান শুনলাম মনে হলো। লাবিবের আরও গান গাওয়া উচিত।

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাবিবের গাওয়া গানটা শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.