নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

\'বিয়ে\' শীর্ষক বাণী চিরন্তনী অর্থাৎ Marriage Quotes, সেই সাথে আপনাদের জীবনযন্ত্রণার বাণীও পাবেন এখানে :) :) আজ সারারাত পড়তে পড়তে ঘুমোতে থাকুন, কিংবা ঘুমোতে ঘুমোতে পড়তে থাকুন :) :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

এই মহৎ বাণীগুলো ইংরেজিতে যতোটা রসময় ও উপভোগ্য, বঙ্গানুবাদে তা পাওয়া সম্ভব না। অরিজিন্যাল ইংরেজি কোটেশনগুলোই অধিক রসময়, তবু কিছু কিছু কোটেশনের কিছু বঙ্গানুবাদ/ভাবানুবাদ/রসানুবাদও দেয়া হলো:):)

অনেক বড়ো সংকলন। অনেক দিনের সাধনার শস্য এগুলো :) আজ সারারাত পড়তে পড়তে ঘুমোতে থাকুন, কিংবা ঘুমোতে ঘুমোতে পড়তে থাকুন। চিয়ার্স, মাই ডিয়ার সংশপ্তক কমরেডস :)

১ম পর্ব

Marriage is not a word. It is a sentence- a life sentence.
‘বিয়ে’ একটা ওয়ার্ডই শুধু নয়, সেনটেন্সও, একেবারে লাইফ সেনটেন্‌স - সেনটেন্‌সড্‌ টু ডেথ আর কী ;););)

Marriage is very much like a violin; after the sweet music is over, the strings are attached.
‘বিয়ে’ হলো ঠিক ভায়োলিনের মতো। বিয়েপূর্ব প্রেমের সময়টা কেমন টানটান উত্তেজনাময় থাকে, তাই না? বিয়ে হয়ে গেলো তো সব শেষ!! ভায়োলিনের সুমিষ্ট সুর শেষে যেমন তারগুলো খুলে জড়ো করা হয়, কপোতকপোতীদের বিয়েটা ও-রকম প্রেমজীবনের সব মাধুর্য নিমিষেই ‘নাই’ করে দিয়ে দুটো রসহীন দেহকে জোড়া লাগিয়ে দেয়ার নামান্তর!!;););)

Marriage is love. Love is blind. Therefore, marriage is an institution for the blind.
‘বিয়ে’ হলো ভালোবাসা, আর ভালোবসা হলো অন্ধ; সেজন্য বিয়েটা যথার্থই অন্ধদের জন্য একটা উপযুক্ত প্রতিষ্ঠান ;););)

Marriage is an institution in which a man loses his Bachelor's Degree and the woman gets her Masters.
বিয়ে হলো এমন একটা প্রতিষ্ঠান, যেখানে পুরুষরা তাদের ব্যাচেলর ডিগ্রি খুইয়ে ফেললেও নারীদের ঠিকই মাস্টার্স প্রাপ্তি ঘটে ;););)

Marriage is a thing which puts a ring on a woman's finger and two under the man's eyes.
বিয়ে হলো এমন একটা বস্তু যাতে নারীদের রিং পরানো হয় আঙ্গুলে, আর পুরুষদের পরানো হয় চোখে ;);) হায় অসহায় পুরুষ, চোখ থাকিতে অন্ধ!! ;););)

Marriage certificate is just another word for a work permit.
ম্যারিজ সার্টিফিকেট (কাবিননামা) হলো একটা ওয়ার্ক পারমিট; আপনাকে বাধা দেবার কেউ নেই ;););)

Marriage is not just having a wife, but also worries inherited forever.
আপনি বিয়ে করলেই একটা বউ পাবেন, ব্যাপারটা ঠিক এ রকম নয়; বউয়ের সাথে বোনাস হিসেবে সারা জনমের গঞ্জনাও সঙ্গে পাবেন, শুধু এটুকু মনে রাখলেই চলবে ;););)

Marriage requires a man to prepare 4 types of ‘rings’:
* The Engagement Ring
* The Wedding Ring
* The Suffe-Ring
* The Endu-Ring

বিয়ে করার জন্য একজন পুরুষকে ৪ ধরনের রিং তৈরি করতে হয়, বা তৈরি করবার ক্ষমতা থাকতে হয়:
১) এনগেজমেন্ট রিং
২) ওয়েডিং রিং
৩) সাফা-রিং (ভোগান্তি)
৪) এনডিউ-রিং (স্থায়িত্ব, টিকে থাকার ক্ষমতা) ;);););););)

Married life is full of excitement and frustration:
* In the first year of marriage, the man speaks and the woman listens.
* In the second year, the woman speaks and the man listens.
* In the third year, they both speak and the neighbors listen.
এটার বাংলা সবাই জানেন, তাই ভাবেই বুঝে নেবেন আশা করি ;););)

It is true that love is blind but marriage is definitely an eye-opener.
এটা সত্য যে, ভালোবাসা অন্ধ, কিন্তু বিয়ে নিঃসন্দেহে পুরুষদের চোখ খুলে দেয় ;););)

Getting married is very much like going to the restaurant with friends. You order what you want, and when you see what the other fellow has, you wish you had ordered that.
বিয়ে হলো বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবার মতো- আপনি নিজের পছন্দ মতো মেনু বেছে নিয়ে খাবার খেতে শুরু করলেন; বিপত্তিটা হলো, অন্যের পাতের খাবার দেখে আপনার আফসোস হবে, ইশ, আমি কেন ঐ খাবারটা নিলাম না!! ;););)

It's true that all men are born free and equal, but some of them get married!
এটাই বিধান যে, পুরুষরা জন্মগতভাবে স্বাধীন; তবে তাঁদের মধ্যে কেউ কেউ বিবাহ-বন্ধনে বন্দি হয়ে থাকেন ;););)

There was this man who muttered a few words in the church and found himself married. A year later he muttered something in his sleep and found himself divorced.
জনৈক ব্যক্তি চার্চে গেলেন; প্রার্থনার সময় বিড়বিড় করে কিছু বললেন, অতঃপর তাঁকে বিয়ে করতে হলো। এক বছর পর ঘুমের মধ্যে তিনি অনুরূপ বিড়বিড় করে কিছু একটা উচ্চারণ করলেন, ফলশ্রুতিতে তাঁর বিবাহ-বিচ্ছেদ ঘটে গেলো ;););)

A happy marriage is a matter of giving and taking; the husband gives and the wife takes.
একটি সুখী বিয়ে বলতে বোঝায়- একজন দেবে, আরেকজন নেবে; চিরাচরিত ভাবে স্বামী দেয়, আর স্ত্রী নেয়;);) কী বুঝলেন? ;););) যা ভাবছেন, তা না। আরও কিছু দেবার আছে, ভেবে দেখুন ;);) একজন আধুনিকা স্ত্রী সিলিঙের সৌন্দর্যেও আপ্লুত। একজন ব্যাকডেটেড স্ত্রীর কী অবস্থা? না, এখানেও আপনি ভুল বুঝেছেন। আমি অন্য প্রসঙ্গে কথা বলেছি ;););)

Son: How much does it cost to get married, Dad?
Father: I don't know son, I'm still paying for it.
পুত্র : বাবা, বিয়ে করতে কী পরিমাণ খরচপাতি লাগে?
বাবা : আমি জানি নারে বাবা, কারণ, আমি এখনও খরচ করে চলছি ;););)

Son: Is it true? Dad, I heard that in ancient China, a man doesn't know his wife until he marries.
Father: That happens everywhere, son, everywhere!
পুত্র : বাবা, এটা কি সত্য- আমি শুনেছি যে প্রাচীন চীনে বিয়ে না করা পর্যন্ত স্বামী তার স্ত্রীকে চিনতে পারে না?
বাবা : সব জায়গাতেই এমন হয় রে বাবা, সব জায়গাতেই এমনটা হয় :(:(:(

এবার একটি বহুলপ্রচলিত কৌতুক ;););)
(সৌজন্যে : ব্লগার সাদাকালোরঙিন)

এক লোক ও তার ছেলে ছুটির দিনে চিড়িয়াখানায় বেড়াতে গেলো।
এক খাঁচার সামনে দাঁড়িয়ে বাবাকে ছোটো ছেলেটি প্রশ্ন করলো : বাবা, ঐটা কী প্রাণী?
বাবা: ঐটা একটা গাধী।
ছেলে : বাবা, গাধী কী?
বাবা: গাধী হলো গাধার স্ত্রীলিঙ্গ। সহজ করে বললে গাধার বউ গাধী।
ছেলে: বাবা, গাধারা কি বিয়ে করে?
বাবা (বড় দীর্ঘশ্বাস ছেড়ে) : হ্যাঁ খোকা, একমাত্র গাধারাই বিয়ে করে :P :P :P


২য় পর্ব

There was a man who said, ‘I never knew what happiness was until I got married...and then it was too late!’
এক লোক বলেছিলেন, ‘বিয়ে করার পরই আমি বুঝেছিলাম সুখ আদতে কী জিনিস।’ বিয়ে করার পর বিবাহিত জীবনের সুখ এতোটাই তীব্র ছিল যে, অবিবাহিত জীবনের সুখ তখন হাতছানি দিয়ে তাঁকে ডাকতো। কিন্তু হায়, তখন আর ফিরে যাবার উপায় ছিল না ;););)

Love is one long sweet dream, and marriage is the alarm clock.
ভালোবাসা হলো লম্বা ও মিষ্টি একটা স্বপ্ন; আর বিয়ে? আচানক বেজে ওঠা এ্যালার্ম ক্লক ;);) স্বপ্নের ভেতর ঐশ্বরিয়া রায়ের হাত ধরে হাঁটছিলেন; এক নির্জন জায়গায় গিয়ে থামলেন, ঐশ্বরিয়ার ঠোঁট এগিয়ে আসতে থাকলো আপনার ঠোঁটের দিকে... ঠিক তৎক্ষণাৎ এ্যালার্ম ক্লক বেজে উঠলে কেমন লাগবে? মারফি মামা বলেছেন, বিয়ে হলো প্রেমের সার্থক পরিসমাপ্তি। মারফি মামার প্রেমসূত্রগুলোর সাথে এগুলোর অনেক মিল ;););)

They say when a man holds a woman's hand before marriage, it is love; after marriage, it is self-defense.
বিয়ের আগে একজন পুরুষ কোনো নারীর হাত চেপে ধরলে তাকে ভালোবাসা বলে; বিয়ের পর ঐ পুরুষকে ঐ নারীর হাত ধরে থাকতে দেখলে বুঝতে হবে পুরুষটি আত্মরক্ষার্থে তার স্ত্রীর হাত চেপে ধরেছে ;););)

When a newly married man looks happy, we know why. But when a ten-year married man looks happy, we wonder why.
একজন নববিবাহিত পুরুষের চেহারায় সুখী-সুখী ভাব দেখলে সহজেই আমরা তার কারণটা বুঝতে পারি। কিন্তু যখন দেখি, বিয়ের ১০ বছর পরও একজন পুরুষ মানুষের মধ্যে সুখ বিরাজমান, আমাদের আশ্চর্যের সীমা থাকে না। এতোদিন পরও একজন পুরুষ মানুষ কীভাবে সুখী থাকতে পারে? ;););)

There was this lover who said that he would go through hell for her. They got married, and now he is going through hell.
এক প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য নরকে যেতেও রাজি ছিল। ....অতঃপর তাদের বিয়ে হলো; ছেলেটি এখন নরকের মধ্যেই আছে :(:(:(

A coward is a hero with a wife, kids, and a mortgage. - Marvin Kitman
কাপুরুষরাও বীর হয়ে ওঠেন- যখন স্ত্রী ও সন্তানাদির সাথে তাঁর বিরাট অঙ্কের ব্যাংক-ব্যালেন্সও গড়ে ওঠে ;););)

A gentleman is one who never swears at his wife while ladies are present.
তাঁকেই ভদ্রলোক বলা যায়, যিনি কখনো অন্য মহিলাদের সামনে নিজ স্ত্রীর কাছে ‘কিরা’ কাটেন না ;););)

A husband is living proof that a wife can take a joke.
স্বামীদের অস্তিত্ত্বই প্রমাণ করে যে তাঁদের স্ত্রীরা কমিক খুবই পছন্দ করেন ;););)

A husband is what's left of the lover after the nerve has been extracted. - Helen Rowland
একজন প্রেমিকের ভেতর থেকে তার স্নায়ু বা আবেগ সরিয়ে নিলে যা অবশিষ্ট থাকে, তা-ই স্বামী ;););)

A man must marry only a very pretty woman in case he should ever want some other man to take her off his hands. - Guitry
সেরা সুন্দরীকে বিয়ে করতে চান? তাহলে আপনার এতোখানি মানসিক শক্তি থাকতে হবে, যেন এই রমণীকে অন্য কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলেও আপনি ভেঙে পড়বেন না ;););)

Ah Mozart! He was happily married - but his wife wasn't. - Borge
লোকটা খুব আনন্দের সাথেই বিয়ে করেছিল, কিন্তু তার স্ত্রীর বেলায় ছিল ঠিক এর উলটোটা ;););)

Always talk to your wife while you're making love... if there's a phone handy.
পরকীয়া করার সময় স্ত্রীর সাথে খুব ঘন ঘন মোবাইলে কথা বলবেন, যেন স্ত্রীর মনে ভুলেও কোনো সন্দেহের উদ্রেক না হয়- আপনি অন্য একটি মেয়ের সাথে অন্য সিমে দিনরাত চুটিয়ে প্রেম করছেন ;););)

An archaeologist is the best husband a woman can have; the older she gets, the more interested he is in her. - Agatha Christie
যে কোনো স্ত্রীর জন্য একজন আর্কিওলজিস্টই সেরা স্বামী। স্ত্রীর বয়স বাড়ার সাথে সাথে স্বামীর আগ্রহ স্ত্রীর প্রতি কেবলই বাড়তে থাকে ;););)

And I shall love thee still my dear, Until my wife is wise.
তোমাকে আমি ভালোবাসতেই থাকবো হে প্রিয়তমা (পরকীয়া প্রেমিকা), যদ্দিন আমার স্ত্রী তা টের না পায় ;););)

Bachelor : the only man who has never told his wife a lie.
‘ব্যাচেলর’ শব্দ দ্বারা এমন এক ব্যক্তিকে বোঝানো হয় যিনি জীবনে কোনোদিন স্ত্রীর কাছে মিথ্যা বলেন নি ;););)

Bride: A woman with a fine prospect of happiness behind her.

By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher. - Socrates
যে কোনো প্রকারেই হোক না কেন, বিয়ে করুন। যদি একজন ভালো স্ত্রী পান, সুখী হবেন। খারাপ স্ত্রী পেলে আরও ভালো, কারণ আপনি তখন সক্রেটিসের মতো একজন প্রসিদ্ধ দার্শনিক হয়ে উঠবেন ;););)

Correction: Instead of being arrested, as we stated, for kicking his wife down a flight of stairs and hurling a lighted kerosene lamp after her, the Rev. James P. Wellman died unmarried four years ago.

পত্রিকায় রিজয়েন্ডার (সংবাদ সংশোধনী) : আমাদের গতকালের খবরে বলেছিলাম যে, স্ত্রীকে দোতলা থেকে লাথি মেরে ফেলে দিয়ে এবং কেরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেবার অপরাধে পুলিশ মফিজ মিয়াকে গ্রেফতার করেন। প্রকৃতপক্ষে ৪ বছর আগেই মফিজ মিয়া অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছিল ;););)


৩য় পর্ব

The guide to wife translations
বউয়ের কোন্‌ কথার কী অর্থ:):)

The wife says: We need
The wife means: I want
বউ বললো, এটা আমাদের দরকার
বউ এদ্বারা বোঝাতে চায়, এটা আসলে তারই দরকার। এটা তার চাই-ই ;););)

The wife says: It's your decision
The wife means: The correct decision should be obvious
বউ বললো, এটা তোমার সিদ্ধান্ত।
বউ বোঝাতে চায়, সিদ্ধান্ত সঠিক না হলে তোমার একদিন কী আমার একদিন ;););)

The wife says: Do what you want
The wife means: You'll pay for this later
বউ বললো, তোমার যা খুশি তাই করো।
এর অর্থ একটাই : আপনাকে এর ফল পেতে হবে ;););)

The wife says: We need to talk
The wife means: I need to complain
বউ বললো : তোমার সাথে কিছু কথা ছিল।
বুঝতে হবে : আপনার বিরুদ্ধে বউয়ের ঘোরতর অভিযোগ প্রণীত হয়েছে ;););)

The wife says: Sure... go ahead
The wife means: I don't want you to
বউ বললো, ঠিক আছে, করো...
তার মানে, আপনার বউ চান না আপনি ওটা করুন ;););)

The wife says: I'm not upset
The wife means: Of course I'm upset you moron
বউ : আমি হতাশ নই।
অর্থ : আপনার স্ত্রী অবশ্যই ভেঙে পড়েছেন ;););)

The wife says: You're ... so manly
The wife means: You need a shave and sweat a lot
বউ : তুমি তো বেশ চৌকষ!
অর্থ : শীঘ্র শেভ করে পয়-পরিষ্কার হতে হবে আপনাকে:(

The wife says: Be romantic, turn out the lights
The wife means: I have flabby thighs.
বউ : একটু রোমান্টিক হও সোনা... আর বাতিটা নিভিয়ে দাও।
অর্থ : বুঝে নিন, আপনার এখন কর্তব্য কী:)

The wife says: This kitchen is so inconvenient
The wife means: I want a new house.
বউ : রান্নাঘরটা খুব বিচ্ছিরি!
অর্থ : বাসা বদলে ভালো বাসায় উঠতে হবে:(

The wife says: I want new curtains.
The wife means: Also carpeting, furniture, and wallpaper!
বউ : নতুন পর্দা কিনতে হবে।
অর্থ : পর্দার সাথে কার্পেট, ফার্নিচার, দেয়ালচিত্রও আবশ্যিক:)

The wife says: I heard a noise
The wife means: I noticed you were almost asleep.
বউ : কীসের একটা শব্দ শুনতে পেলাম!
অর্থ : তুমি কি ঘুমোচ্ছ? কাল কিন্তু ছুটির দিন:) এই রাত তোমার-আমার ;););)

The wife says: Do you love me?
The wife means: I'm going to ask for something expensive.
বউ : তুমি কি আমাকে ভালোবাসো না, লক্ষ্মীটি?
অর্থ : আপনার স্ত্রী অনেক দামি একটা উপহার চাইবার প্রস্তুতি নিচ্ছেন কেবল, এর বেশি নয়:);););)

The wife says: How much do you love me?
The wife means: I did something today you're not going to like.
বউ : তুমি আমাকে কতোটুকু ভালোবাসো, আমার জান?
অর্থ : আপনার স্ত্রী আজ এমন একটা অপকর্ম করেছেন, যা আপনার পছন্দ হবে না:(

The wife says: I'll be ready in a minute.
The wife means: Kick off your shoes and take an hour nap.
বউ : আমি এক মিনিটের মধ্যেই রেডি হয়ে আসছি:)
অর্থ : আপনি জুতা খুলে আপাতত ঘণ্টাখানেক ঘুমোতে পারেন; প্রসাধনীতে স্ত্রীরা খুব বেশি সময় নষ্ট করেন না! হাঃ হাঃ হাঃ:):):)

The wife says: Am I fat?
The wife means: Tell me I'm beautiful.
বউ : আমি কি মুটকি?
অর্থ : প্লিজ বলো না, আমি খুব সুন্দরী ;););)

The wife says: You have to learn to communicate.
The wife means: Just agree with me.
বউ : তোমাকে শিখতে হবে কীভাবে ভাব বিনিময় করতে হয়।
অর্থ : ঠিক ঠিক আমার কথায় একমত হও ;););)

The wife says: Are you listening to me?
The wife means: [Too late, you'r doomed.]
বউ : তুমি কি আমার কথা শুনছো?
অর্থ : তুমি গেছো! :(:(:(

The wife says: Yes
The wife means: No
বউ যখন কোনো কথায় 'হ্যাঁ' বলেন, ধরে নিতে হবে তিনি তাতে 'না'ই বলেছেন:)

The wife says: No
The wife means: No
বউ : না
এটা সত্যিই 'না' ;););)

The wife says: May be
The wife means: No
বউ : হতে পারে।
অর্থ : এটা করো না ;););)

The wife says: I'm sorry
The wife means: You'll be sorry
বউ : আমি দুঃখিত।
অর্থ : এটার জন্য তোমারই 'দুঃখিত' বলা উচিত ছিল ;););)

The wife says: Do you like this recipe?
The wife means: You better get used to it.
বউ : এই রেসিপিটা তোমার কেমন লাগে?
অর্থ : এখন থেকে নিয়মিত এই রেসিপিতেই রান্না হবে; ভালোয় ভালোয় অভ্যাস করে ফেলুন ;););)

The wife says: Was that the baby?
The wife means: Get out of bed and walk him
বউ : কে কাঁদলো? আমাদের বাবুটা না?
অর্থ : খাট থেকে দয়া করে নেমে বাবুকে নিয়ে আসো, যাও ;););)

In answer to the question "What's wrong?"
The wife says: The same old thing.
The wife means: Nothing.

The wife says: Nothing.
The wife means: Everything.

The wife says: Nothing, really.
The wife means: It's just that you're an idiot.

The wife says: I don't want to talk about it.
The wife means: I'm still building up steam.

এ অংশের বাংলা করলাম না, এর রস একটুও থাকবে না মনে করে। তবে কোনো পাঠক সরস বঙ্গানুবাদ করে দিলে এ্যাড করে দেব:)


৪র্থ পর্ব - আপনাদের বাণী ;) ;) ;)

হতবুদ্ধি বলেছেন: বিয়ে করার প্ল্যান আছে এই সব অভিজ্ঞতা নেয়ার জন্য। কোয়াইট ইন্টারেস্টিং।
লেখক বলেছেন: আপনি তো খুব ছোট্টবেলা থেকেই অভিজ্ঞতার পেছনে ছুটছেন মিয়া ;) ;) অজানাকে জানার এই যে তীব্র কিউরিসিটি আপনার মধ্যে, এ জিনিসটা আমার খুব ভালো লাগলো :) :) শীঘ্র বিয়ে করে ফেলুন :) :)

হতবুদ্ধি বলেছেন: বস্‌ বিয়ের পেছনে লাগছেন কেন?? আপনার কি হয়ে গেছে??? আই মিন বাস্তব অভিজ্ঞতা!!!!!
লেখক বলেছেন: প্রশ্নটা অতীব গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী; ঐতিহাসিকও। প্রাজ্ঞ ব্যক্তিরা যুগে যুগে এমত প্রশ্ন মানবকূলের সমীপে নিক্ষেপ করতেন; প্রশ্নের অন্তর্নিহিত ভাবগাম্ভীর্যে তাঁরা অভিভূত ও হতবাক হতেন। এ প্রশ্নটা বিশ্লেষণ করলে আমরা বেশ কয়েকটি বিষয়ের সম্মুখীন হবো- যেমন নুনমরিচের বাজারমূল্য থেকে শুরু করে উঠতি বয়সের ছেলেমেয়েদের গোসলজনিত সমস্যাদি। তাই, আপনার কাছে আমরা সব সময়ই এ রকমের জ্ঞানগর্ভ ও স্বাস্থ্যের জন্য উপকারী প্রশ্নমালা আশা করবো ;) ;)
রাতভর ভালো থাকুন ;) ;)

পাহাড়ের কান্না বলেছেন: দাদু আমি কি তাইলে বিয়া করমু না? :)
লেখক বলেছেন: তুমি কি বেঁচে থাকতে চাও না, দাদু? :)

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আপনি কি জীবিত?
লেখক বলেছেন: প্রশ্নটা যুগোপযোগী ও অতীব গুরুত্বপূর্ণ। প্রশ্নটির মধ্যে জাতির চিরন্তন মর্মবেদনা প্রচ্ছন্ন শাকের মতো নিথর শুয়ে আছে। আমি প্রশ্নকর্তার যাবজ্জীবন সুখ ও জৌলুশ কামনা করছি :) :)

বিষন্ন পথিক বলেছেন: লাইনে লাইনে চোখ টিপি দিয়া হাসি দিলেন, কথা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য :) :)

বাঁধলেই বাঁধন বলেছেন: আজ সিংহের বিবাহ তাই বনের ইঁদুর তার লেজ মাথার উপর ঘুরাইতে ঘুরাইতে সকল পশুপাখির নিকট আসিয়া বলিতে লাগিলো .... আজকে আমার দাদার বিবাহ ... আমার দাদার বিবাহ।
খরগোশ শুনিয়া ইঁদুরকে বলিল ... ওই ইঁদুর, সিংহ কি তোর দাদা লাগে নাকি?!!
ইঁদুর তখন জবাব দিল ... বিবাহের পূর্বে আমিও ঐ রকম সিংহ ছিলাম ।
লেখক বলেছেন: বিবাহের পূর্বে আমিও ঐ রকম সিংহ ছিলাম। হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ। সারাদেশ ইঁদুরে ভরে গেছে রে ভাই :) :) খুব জানতে ইচ্ছে করছে, আপনি ইঁদুর, নাকি এখনো 'সিংহ'? :) :)

সায়েম মুন বলেছেন: বিয়ে মানে একজন পুরুষ সারাজীবন ফাঁসিতে ঝোলানো আসামি, যে তার অর্জিত সব ডিগ্রি বউয়ের হাতে তুলে দেয়। বউ সেই সব ডিগ্রির জ্ঞান মোতাবেক আরো জ্ঞানী হয়ে যায়। পুরুষটি ডিগ্রি এবং অস্তিত্বশূন্য হয়ে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে থাকে।
লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ। তাহলে মোরাল অব দ্য জোক কী? :) :)
১) বিয়ে করবার দরকার নেই :) :)
২) তবে, বিয়ে করাই যদি 'এইম ইন লাইফ' হয়, সর্বপ্রকার বিদ্যাবুদ্ধি বা ডিগ্রি অর্জন থেকে বিরত থাকুন :) :) কষ্ট করে লেখাপড়া কেন করবেন? :)

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: বিয়ে তো বড্ড ঝামেলার মনে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ফেলে দিলেন :( :(
লেখক বলেছেন: সময়মতো সঠিক সিদ্ধান্ত নিন, জাতি যাতে সময়মতো একজন উপযুক্ত জামাই পায় :) :) সিদ্ধান্তহীনতা কাকে বলে, এবার বুঝুন :)

জাতির নানা বলেছেন: জাতির নানার বানীঃ শাদী এক দিল্লীকা লাড্ডু; এ খানেমে মজা অ্যাঁতা হ্যাঁয় মাগার নেহি খানেমে অরভি মজা আতা হ্যাঁয় :) :)
লেখক বলেছেন: কোন্‌ দিকে যাবেন? যেদিকেই যান, জীবনভর আফসোস :) :)

ডেভিড বলেছেন: শাখের করাত নামক একখান বাগধারার অর্থ বলতে না পাড়ায় স্কুলে মাইল্ড ধোলাই খাইসিলাম, বিয়ের পর যে কত বাগধারা অটো মনে চইলা আসে :) :)
লেখক বলেছেন: এ থেকে আমাদের ধারনা হয় যে, বিয়ে একটা উপকারী কম্ম :) :) বাগধারা যাতে সহজেই মুখস্থ হয়, সেজন্য বালকদিগের ছাত্রাবস্থায় বিয়ে দেয়ার ব্যবস্থা করুন :) :)

হিবিজিবি বলেছেন: যত যাই বলেন বেল তলায় সবাই যায়......একবার হলেও :) :)
লেখক বলেছেন: এজন্যই মাথাটাও ফাটে :)

আরজুপনি বলেছেন: পুরুষবাদী পোস্ট! রিফুরটেড :) বউরা কি এতোই খারাপ?! :)
লেখক বলেছেন: নারীশাসিত এই সমাজে পুরুষবাদী না হয়ে কি উপায় আছে? কোনোকালে একা হয় নিকো রাঁধা নারীদের তরকারী। বাজার করেছে, কিচেনে গিয়েছে, যোগান দিয়েছে নরই :) :)
স্বামীরা কি কোনোদিনই সমান অধিকার পাবে না? :( :(

প্রীতি ওয়ারেছা বলেছেন: মনে হচ্ছে আমি ভুল করে পোস্টে ঢুকে পড়েছি :(
লেখক বলেছেন: না ভুল করেন নি আফটার অল, প্রতিপক্ষরা কোন্‌ অবস্থায় দিনাতিপাত করছে সে সম্পর্কে সম্যক অবগত থাকা নৈতিক কর্তব্য বটে :) :)

শায়মা বলেছেন: ভাইয়া তোমার বিবাহ সমগ্র পড়তে পড়তে কমেন্টের ঘরে এসে বাঁধন ভাইয়ার এই কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ!!! :) :)
লেখক বলেছেন:

পুরুষ হয়েছো যবে, রাখিও স্মরণ
মরার আগেই হবে তোমার মরণ

পূর্বজন্মে করেছিনু কোন্‌ মহাপাপ
পুরুষ জনম হায় তারি অভিশাপ!!

পুরুষ বন্ধুরা সবে করে দিও ক্ষমা
পরজন্মে আমি হবো সুন্দরীতমা
:) :)

সোহেল সি এস ই বলেছেন: হায়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়।কেন যে বিয়া করলাম? :( :(
লেখক বলেছেন: দোয়া থাকলো, আপনার যেন একহালি পূর্ণ হয় :) :)

সাইফুল্লাহ মুজাহিদ বলেছেন: ভাই, আমার নিকাহ করার খায়েস আর নাই।
সুন্দর পোস্ট, পরবর্তীতে শিক্ষা গ্রহনের জন্য প্রিয়তে রাখলাম।

অস্পিসাস প্রেইস বলেছেন: ভাসা ভাসা যা বুঝলামঃ
বিয়ে একটি শব্দ নয়......বিয়ে একটি বাক্য.......... কিন্তু বাক্যের যতি বা বিরাম চিহ্নগুলো সব পাগলা :)

***


অপর্ণা মম্ময় বলেছেন: বিয়ে করা এতো যন্ত্রণার জেনেও যে কেন পুরুষরা বিয়ে করে !! আপচুচ ! পুরুষগুলো বোকাই রয়ে গেলো !!! ;)

লেখক বলেছেন:

বিয়ে করা এতো যন্ত্রণার জেনেও যে কেন পুরুষরা বিয়ে করে!!

জন্মগতভাবেই পুরুষ মানুষ নরম মনের অধিকারী। তারা নারীলোকের ব্যথা-বেদনায় কাতর হয়। নারীদের যদি পুরুষরা বিয়ে না করতো, তাহলে নারীদের অবস্থা হয়ে পড়তো ভয়াবহরকম শোচনীয়। তাদেরকে যাতে সেই দুরবস্থায় পড়তে না হয়, সেজন্য সারাজীবন আগুনে জ্বলতে হবে জেনেও নারীদেরকে উদ্ধারের মানসে সংসপ্তক পুরুষেরা তাদেরকে বিয়ে করে থাকে। মূর্খ রমণীরা অবশ্য পুরুষের এই মহামানবত্বকে বোকামি ভেবে থাকে ;)

শাপলা নেফারতিথী বলেছেন: ইয়া মাবুদ!! এই পোস্ট না দিলে কি হতনা ?

লেখক বলেছেন: ইয়া মাবুদাল্লা- তুমিই বলো- এ পোস্ট দেয়া ছাড়া আমার কি কোনো গতি ছিল?

ৎঁৎঁৎঁ বলেছেন: সোনা ভাই রকস! এ তো কেবল বিবাহ যাতনা সমগ্র নহে, এ যে রমনী মনস্তত্ত্ব সমগ্র! অবশ্য জেনে এই জ্ঞান কারও তেমন কাজে আসে না, এ জন্যই বুঝি কবি গুরু চাপা ব্যথা নিয়ে বলেছিলেন- আমি জেনেশুনে বিষ করেছি পান!

আর এতকিছু জানার পরেও পুরুষদেরকে নারীদেরকেই বিবাহ করিতে হয়, কারণ হইতেসে বিধাতার মুচকি হাসি! B-)) আদিমানব আদমের নির্বুদ্ধিতার খেসারত দিচ্ছি আমরা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। সৃষ্টিকর্তা আদমরে বেহেস্তে দাখিল করিয়া বলিলেন- যা বাচ্চা, সুখে থাক! ইবলিশের আবার এই সুখ সহ্য হইলো না, কারণ, ইবলিশের মিশন হইতেসে সে আদমরে পেইন দিবে, সবাই তো গন্ধম ফলের কথাই জানে, আগের কথা কেউ জানে না। ইবলিশ সহজ সরল আদমরে বুঝাইলো - তুমি তো সুখী না, তোমার সুখ দরকার, স্রষ্টা তোমারে বঞ্চিত করতাসে, তুমি তারে গিয়া নালিশ জানাও। ( ইবলিশের সুখকে দুঃখ পড়তে হবে) তো, সহজ সরল আদম গেল স্রষ্টার কাছে নালিশ জানাইতে, - তুমি আমারে তো সব দাও নাই, আমারে সব দিসি বইলাও ফাঁকি দিসো, আমারে ইবলিশ বলেছে। স্রষ্টা বেজার হয়ে ভাবিলেন- পাগল রে, আমি একা থাকি কেন সেইটা না বুইঝা তুই খোদার উপ্রে খোদকারি! X( তর সুখ আমি বাইর করতাসি। তারপরের ঘটনা তো সবার জানা, বিধাতা মুচকি হাসি মারিয়া আদমের হাতে বিবি হাওয়াকে সমর্পণ করিলেন, ইবলিশ গন্ধম বৃক্ষের নিচে গিয়া অট্টহাসি দিল! =p~ =p~ =p~ =p~

অতঃপর- |-) |-) |-)

লেখক বলেছেন:

এ তো কেবল বিবাহযাতনা সমগ্র নহে, এ যে রমণীমনস্তত্ত্ব সমগ্র! অবশ্য জেনে এই জ্ঞান কারও তেমন কাজে আসে না, এ জন্যই বুঝি কবিগুরু চাপা ব্যথা নিয়ে বলেছিলেন- আমি জেনেশুনে বিষ করেছি পান!

জব্বর বলেছেন প্রিয় কবি ;) আসলেই, এই জ্ঞান কারো কোনো কাজেই আসে না, আর সেজন্যই তো সবাই বিয়ে করে ফেলে ;) ;) এ কথার সত্যতা প্রমাণের জন্য আদম-হাওয়ার যে ইতিহাস বর্ণনা করলেন, তাতে আর কারো কোনো সন্দেহই থাকলো না যে, বিয়ে করা আর বিষপানে আত্মহত্যার মধ্যে কোনো তফাত নেই, কিন্তু পুরুষদের এই বোকামি করা ছাড়া আর কোনো গতিও যে নেই ;) ;)

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পা দিব কি দিব না বুঝতে পারছি না। অন্তত জ্ঞানীগুনীরা যা বলছেন তাতে তো দ্বিধায় পড়ে গেলাম।!!! সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, সেক্রিফাইস!! হাহাহ!

বিয়ে মানেই হয়ত অসীমের অনেক কিছু সাথেই যাবজ্জীবন কারাদণ্ড।

লেখক বলেছেন: ;) ;) সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিন- আপনার পথে আপনাকেই হাঁটতে হবে কিন্তু ;)

অদৃশ্য বলেছেন:

হাসতে হাসতে মরে যাচ্ছি...

কবি, এই অংশটা প্রেমিক প্রেমিকাদের ( অববিবাহিত ) জন্য রেখে গেলাম...

প্রেমিক প্রেমিকারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন ( যদি অধিক প্রেমের প্রকৃত স্বাদ নিতে চান ), কেননা বিয়েই হলো প্রেমের পূর্ণতা (পূর্ণতা= এই অংশের সমাপ্তি )...

অতঃপর আবারো নতুন করে প্রেম শুরু করতে ইচ্ছা ও আগ্রহ দুটোই চরমভাবে জেগে উঠবে... (অবশ্যই নিজের বউ/স্বামীর সাথে নয় কখনোই আর এর যে চাপ তা আপনাদেরকেই ম্যানেজ/সহ্য করে নিতে হবে )...

লেখক বলেছেন:

কেননা বিয়েই হলো প্রেমের পূর্ণতা। এই তত্ত্বের যে বিশদ ব্যাখ্যা দিলেন, তা পড়ে তো আমিও হাসতে হাসতে শেষ ;) আমাকে বাঁচাননননননননননননননননন

;) ;) ;)

আরজু পনি বলেছেন: পুরুষতান্ত্রিক পোস্টে মাইনাস /:) (যদিও অনচ্ছিা সত্ত্বেও শোকেসে নিলাম :P )

লেখক বলেছেন: নারীশাসিত এই সমাজে পুরুষবাদী না হয়ে কি উপায় আছে? কোনোকালে একা হয় নিকো রাঁধা নারীদের তরকারী। বাজার করেছে, কিচেনে গিয়েছে, যোগান দিয়েছে নরই :) :) স্বামীরা কি কোনোদিনই সমান অধিকার পাবে না? :( :(

আমিনুর রহমান বলেছেন: ভাবী কি জানে আপনার এই পোষ্টের কথা !!! চিরন্তর সত্য বানী :| :| :|

লেখক বলেছেন: হে হে হে হে হে নারীশাসিত সমাজে এ বস্তু নারীকে দেখানোর সাহস আমার আছে এটা কীভাবে ভাবলেন আমিনুর ভাই ? ;) ;) ;)

আমিনুর রহমান বলেছেন: আমার বউ আবার ব্লগে আছে তো তাই ভয়ে ভয়ে কমেন্ট করলাম আর কি :P

লেখক বলেছেন: যেসব বীরপুরুষ বউদেরকে ভয় পান, তাঁরা আমার পছন্দের মানুষ। আপনাকে লাল সালাম।

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: পোস্টে মাইনাস ! X(( শুধু মেয়েদের পচানো হচ্ছে না !! ঠিক না ঠিক না :P ভাবিকে বলে দেবো কিন্তু B-)

লেখক বলেছেন: মাইনাস সাদরে গৃহীত হলো না আপু ;) এখানে মেয়েদের পঁচানো হয় নি, বরং তাঁরা পুরুষদের জীবনে কত বড় একটা স্থান দখল করে রেখেছেন তা-ই বিধৃত করা হয়েছে ;)

জুন বলেছেন: পোষ্ট দিয়ে এমন করে পচাচ্ছেন মেয়েদের :-*

জিবন্টা রিউইন্ড করতে পারলে আমরাও বিয়ে করতাম না ছাই ভাই :|| /:)

=p~
লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ আপনার মনোবাঞ্ছা পূরণ হওয়া দেখতে মনটা পাগল হয়ে গেলো প্রিয় দেশি আপু ;) তবে আমারও একটা মনোবাঞ্ছা আছে বৈকি- আরেকটা জীবন চাই, পুনর্জন্ম ;) সেই জন্মে আমি এক ‘সুন্দরীতমা’ হতে চাই ;)

সায়েদা সোহেলী বলেছেন: ।।দুঃখিত! ! ভুল করে ভুল পথে ভুল জায়গায় চলে আসছি । মাফ করিবেন

কথা এতো প্যাচাঁইন ক্যান ভাই? ??? একবাক্যে বলে দিলেইতো হয় গৃহকর্ত্রীর ডিটেনশন এ আছেন :)

লেখক বলেছেন: এই যে এতক্ষণে নিজের সঠিক অবস্থাটা বুঝতে পারলাম- আমি অবরুদ্ধ, বা গৃহবন্দি বা অন্তরীণ অবস্থায় জীবনাতিপাত করছি :(

ভুল করে ভুল পথে এসে আমার চোখ খুলে দেয়ায়ে ধন্যবাদ জানাতে ভুল করছি না আপু ;)

তাসজিদ বলেছেন: বিয়ে : বওয়ের জ্বালা, বাজারের জ্বালা, বাচ্চা কাচ্ছার জ্বালা, শ্বশুরের জ্বালা, শাশুড়ির জ্বালা।

বোনাস : শ্যালক শ্যালিকার জ্বালা

লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ চমৎকার জ্বালার বর্ণনা দিলেন ভাই। খুব আরাম পেলাম ;)

আফতাব আরিফ অবচেতন বলেছেন: ভাই শীতকালে অবিবাহিত যাদের আরো ১০ বছরেও বিয়ে হওয়ার সম্ভাবনা নাই । তাদের জন্য আফসোসমূলক পোস্ট :|

লেখক বলেছেন: বিয়ে এমনই এক বস্তু- করলেও আফসোস, না করলেও আফসোস ;)

সকাল রয় বলেছেন: বিয়ে হলো মানসিক যন্ত্রনার পূর্ব প্রস্তুতি।

লেখক বলেছেন: ;) ;) মানসিক যন্ত্রণার প্রবেশদ্বারও বলা যায় ;)

সেলিম আনোয়ার বলেছেন: বিয়ে করলে মেয়েরা রানী, আর পুরুষরা ভিখেরী, জানি । :)

লেখক বলেছেন: ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানি- এ গানের কথা তো আমরা ছোটোবেলা থেকেই জানি, তাই না?

নাহিদ রুদ্রনীল বলেছেন: ইষ্টিশনে এই নিয়ে আমার একটা লেখা আছে। ঘুরে আসতে পারেন। আপনার পোষ্টে কাজে আসবে :-P

লেখক বলেছেন: আপনার সংগ্রহগুলো ক্লাসিক। এখানে যোগ করে দিলুম ;)

***

১-বিয়েঃ একটি বৈধ ও ধর্মসম্মত অনুষ্ঠান যেখানে দুজন বিপরীত লিঙ্গের মানুষ পরস্পরকে জ্বালাতন করা এবং পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করার শপথ নেয় ততদিনের জন্য, যতদিন না মৃত্যু এসে তাদেরকে আলাদা করে।

২-সন্ধ্যায় ঘরে ফিরে একটু ভালোবাসা, একটু আদর, একটু কোমলতা পাওয়া - একে এক কথায় কী বলে বলতে পারেন? একে বলে আপনি ভুল বাসায় এসেছেন।

৩-আমি বহুদিন আমার স্ত্রীর সাথে কথা বলি নি, আমি আসলে তাকে কথার মাঝখানে থামাতে চাই নি।

৪-সব বিয়েই সুখের। পরবতী সময়ে একসঙ্গে থাকতে গিয়ে যত ঝামেলা হয়।

৫-আমি আর আমার স্ত্রী জীবনের ২৫টা বছর বড় আনন্দে কাটিয়েছি। তারপর আমাদের পরিচয় হল।

৬-সুখী দাম্পত্য জীবনের জন্য একজন পুরুষের উচিত তার মুখ বন্ধ রাখা আর চেকবই খোলা রাখা।

৭-"A man is incomplete until he is married. After that, he is finished."

৮-মেয়েরা কেমন পুরুষ চায়? সুদর্শন, বিত্তবান এবং নির্বোধ।

৯-একজন পুরুষের শেষ কথা কী হওয়া উচিত? “ঠিক আছে, কিনে ফেলো”।

১০-স্বামী আর স্ত্রী হল একটি মুদ্রার এপিঠ-ওপিঠ, একসাথে থাকলেও তারা কখনো মুখোমুখি হতে পারে না।

১১-স্বামী হিসেবে প্রত্নতত্ত্ববিদরাই সবচেয়ে আদর্শ। পুরোনো জিনিসের প্রতিই তাদের আগ্রহ বেশি।

১২-“Three rings of marriage are the engagement ring, the wedding ring, and the suffering.”

১৩-মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একইরকম থাকবে, কিন্তু তারা বদলে যায়।

১৪-“The secret of a happy marriage remains a secret.”

১৫-বিষয়টি মজার যে একটি ছেলের জীবনে যখন কোন ধরনের দুশ্চিন্তা থাকে না, সে বিয়ে করে। এটা অনেকটা সুখে থাকতে ভূতে কিলান-এর মত।

১৬-আপনার স্ত্রী আপনার কৌতুক শুনে হাসল, এর অর্থ হচ্ছে হয় কৌতুকটি খুব ভালো, নয় আপনার বউ খুব ভালো।

১৭-বিয়ের আগে পর্যন্ত আমি জানতাম না সত্যিকারের সুখ কাকে বলে। যখন জানলাম তখন বড্ড দেরি হয়ে গেছে।

১৮-অনেকেই আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য নিয়ে প্রশ্ন করে। তাদেরকে বলি, সপ্তাহে দুদিন ভালো রেস্তরাঁয় ডিনার, মৃদু আলোতে সফ্ট মিউজিক, একটুক্ষণ নাচ – এই তো। আমি যাই বিষ্যুদবারে, আমার স্ত্রী সোমবারে।

১৯-বিয়ে না করলে ছেলেরা সারাজীবন ধরে ভাবত, তাদের জীবনে কোন ভুল নেই।

২0-ছেলেটি বলেছিল মেয়েটির জন্য সে নরক পর্যন্ত যেতে রাজি। ঈশ্বর তাকে সেই সুযোগ করে দিয়েছেন। তাদের বিয়ে হয়েছে।

তারপরও বিয়ে করবেন?

আমি কিন্তু করবো ;)

****


৫ম পর্ব

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ফেইসবুকে স্টেটাস দিলেনঃ Marriage Quotes-এর উপর সামহোয়্যারইন ব্লগে একটা পোস্ট দিতে যাচ্ছি ;) কী কী কোটেশন যোগ করা যায় ভাবছি ;) কারো কোনো সাজেশন থাকলে সময় থাকতে ঝটপট বলে ফেলুন ;)

Abu Sayeed, মহা মহোপাধ্যায়, Jems Bond and 12 others like this.

Mahjabine June : ইশ জীবন্টা যদি রিউইন্ড করা যেত ;)

Full Vollume : লিংক শেয়ার দিয়েন।

আশরাফুল ইসলাম দূর্জয়: ‘বিয়ে করার পরই পুরুষ উপলব্ধি করে, বিয়ে করাটা জরুরি ছিল না, বরং অযথা কাজ হয়ে গেল একটা।’
অবিবাহিত হয়েও এক উদ্ধৃতি বানিয়ে দিলাম।

Nishongo Shopnodev: ভালবাসার মানুষকে দ্রুত বিয়ে করে ফেলা উচিৎ, কারণ জীবন অনেক অনিশ্চিত আর ছোটো।

সোনালী ডানার চিল : A successful marriage requires falling in love many times, always with the same person.

Shovo Rahman : জীবনটা যদি ফরম্যট করতে পারতাম!

আরমান ভাই : বিবাহ করিতে মজা, খাইতে সেইরাম কিন্তু সবাই হজম করতে পারে না। বানিয়ে আরমান ভাই (তিসা জানি এই খবর না জানে) ;) ;)

৬ষ্ঠ পর্ব


এই পোস্ট থেকে কিছু মূল্যবান কমেন্ট :) :)

মিরোরডডল : একজন নববিবাহিত পুরুষের চেহারায় সুখী-সুখী ভাব দেখলে সহজেই আমরা তার কারণটা বুঝতে পারি। কিন্তু যখন দেখি, বিয়ের ১০ বছর পরও একজন পুরুষ মানুষের মধ্যে সুখ বিরাজমান, আমাদের আশ্চর্যের সীমা থাকে না। এতোদিন পরও একজন পুরুষ মানুষ কীভাবে সুখী থাকতে পারে? ;););)

বিয়ে হলো বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবার মতো- আপনি নিজের পছন্দ মতো মেনু বেছে নিয়ে খাবার খেতে শুরু করলেন; বিপত্তিটা হলো, অন্যের পাতের খাবার দেখে আপনার আফসোস হবে, ইশ, আমি কেন ঐ খাবারটা নিলাম না!! ;););)

আরও আছে কিন্তু আলসেমি :)

জ্যাক স্মিথ
: এই পোস্টটি প্রিয়তে রেখে দিলাম সময়ে অসময়ে গবেষণার কাজে লাগবে। প্রতিটি কমেন্টেও লুকিয়ে রয়েছে দরুণ সব বিনোদোন, বিশেষ করে "Marriage is like a public toilet......" এটা =p~ এত বড় বিনোদোন লাস্ট কবে পেয়েছি ঠিক মনে নেই। ব্লগে একাউন্ট করা আমার স্বার্থক হয়েছে। :D
খুবই সময় উপোযোগী পোস্ট, খুবই সময় উপোযোগী পোস্ট...... একশটা লাইক (Y) (Y) (Y) (Y) (Y)

সাড়ে চুয়াত্তর : আপনার বাণী চিরন্তনী প্রিয়তে নিয়ে রাখলাম। কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না। বউয়ের মুড ভালো থাকলে শুনাতে হবে। আর মুড খারাপ থাকলে এই ব্যাপারে মেয়েদের তৈরি করা কৌতুক শোনাতে হবে। এই ব্যাপারে আমার একটা পোস্ট ছিল।
প্রেম-বিয়ে নিয়ে কৌতুক

আমার এই পোস্ট থেকে কিছু দিলাম। কয়েকটা আপনার সাথে কমন আছে;

১।একজন স্বামীর ভালবাসার সরল স্বীকারোক্তিঃ
আমি আমার স্ত্রীকে খুব ভালবাসি। আমি বাইরে গেলে আমার স্ত্রীর হাত সব সময় ধরে রাখি। কিন্তু যখনই ছাড়ি তখনই সে শপিং মলের দিকে ছুটে যায়।
২। একজন সফল স্বামী হোল যে স্ত্রীর চেয়ে বেশী আয় করে এবং স্ত্রীর জন্য খরচ করে। আর একজন সফল স্ত্রী হোল যে এই রকম একজন স্বামী খুঁজে বার করতে পারে।
৩। একটা মেয়ে একটা স্বামী না পাওয়া পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে
আর একটা ছেলে বিয়ের আগে পর্যন্ত কখনও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না।
৪। স্বামী আর স্ত্রীর ঝগড়ার সময় স্ত্রী সব সময় শেষ কথাটা বলে। যদি স্বামী সেই কথার পরে আর কোন কথা বলে তাহলে সেটা একটা নতুন ঝগড়া হিসাবে গণ্য হয়।
৫। মেয়েদের ক্ষেত্রে সুখী হওয়ার জন্য স্বামীকে ভালোভাবে বুঝতে হবে এবং কম ভালবাসতে হবে। আর পুরুষদের ক্ষেত্রে সুখী হতে হলে তাকে বেশী ভালবাসতে হবে আর তাকে বোঝার কোন চেষ্টা থেকে বিরত থাকতে হবে।
৬। স্ত্রী গারবেজের ট্রাকের পিছনে দৌড়াচ্ছে আর চিৎকার করছে আমি কি দেরী করে ফেলেছি? স্ত্রীর পিছে পিছে স্বামী আসছে আর সেও চিৎকার করে বলছে না না দেরী করনি ঝাপ দিয়ে ঢুকে যাও।
৭। স্বামী স্ত্রীকে বলছে যে আমি তোমার আত্মীয়দের অপছন্দ করি না। বরং আমার শাশুড়ির চেয়ে আমি তোমার শাশুড়িকে বেশী ভালবাসি।
৮। ছেলে বাবাকে প্রশ্ন করছে “ বাবা বিয়ে করতে কত টাকা লাগে?” বাবা বলছে “ বাবা আসলে আমিও ভালো করে জানি না। আমি এখনও টাকা পরিশোধ করে যাচ্ছি।“
৯। এক ব্যক্তির ক্রেডিট কার্ড হারিয়ে গেছে। কিন্তু সে রিপোর্ট করছে না। কারণ চোর তার বউয়ের চেয়ে কম খরচ করছে।
১০। একজন পুরুষ তার হবু স্ত্রীকে নিয়ে চার্চে গিয়ে ফাদারের সামনে কিছু প্রেমময় কথা স্ত্রীর উদ্দেশ্যে বলে আর তাদের বিয়ে হয়ে যায়। একদিন সে ঘুমের মধ্যে কিছু কথা বলে। সকালে উঠে শোনে যে তার ডিভোর্স হয়ে গেছে।
১১। মনচিকিৎসক হোল এমন একজন ব্যক্তি যে আপনার কিছু প্রশ্নের উত্তর দেয়ার জন্য মোটা অংকের টাকা নেয় যা আপনার স্ত্রী আপনাকে বিনামূল্যে দিয়ে থাকেন।
১২। প্রেম- বিয়ে সংক্রান্ত একটা মূল্যবান বাণী –
প্রেম হোল অন্ধ আর বিয়ে হোল আই ওপেনার।
১৩। একজন পুরুষ দুই সময় মেয়েদেরকে বুঝতে পারে না
এক হোল বিয়ের আগে আর দুই হোল বিয়ের পরে। :)
১৪। স্ত্রী – পাশের বাড়ির আসলাম ভাই প্রতিদিন অফিসে যাওয়ার সময় ভাবিকে কিস করে। তুমি করতে পার না।
স্বামী – এটা কিভাবে সম্ভব! ভাবিকে তো আমি ভালো করে চিনিই না। :)


এই পোস্টের কমেন্টের উত্তর থেকে আরো সংযোজনী :

স্ত্রী: এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছ তুমি?
স্বামী: কই, কিছু না তো!
স্ত্রী: আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছ। তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি?
স্বামী: না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।

***

স্ত্রী: আচ্ছা, তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন?
স্বামী: অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
স্ত্রী: তাই নাকি! তাহলে দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
স্বামী: হুম, আমার যখন সমস্যা আসে, তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি, তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।

***

মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন—
স্বামী: আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি সাজ্জাদ সাহেবকে বিয়ে কর।
স্ত্রী: সাজ্জাদ সাহেব! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি!
স্বামী: আমি জানি সে আমার শত্রু। সাজ্জাদকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে

***

স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরে মুখ দেখাদেখি বন্ধ। কেউ কারও সঙ্গে কথা বলেন না। আর যতটুকু বলা প্রয়োজন, তা ইশারায় জানিয়ে দেন। স্বামী দেখলেন, পরের দিন ভোরে তাঁর ফ্লাইট। তাঁকে উঠতে হবে ভোর পাঁচটায়। কিন্তু স্ত্রী যদি জাগিয়ে না দেন, তবে কিছুতেই ভোরবেলায় তাঁর ঘুম ভাঙবে না। কিন্তু তাঁরা কথাও তো বলেন না। কী আর করা! স্বামী একটা কাগজে লিখে দিলেন, ‘দয়া করে ভোর পাঁচটায় আমাকে জাগিয়ে দেবে।’ কাগজটি টেবিলের ওপর রেখে দিলেন, যাতে স্ত্রী দেখতে পান। কিন্তু পরের দিন যখন তাঁর ঘুম ভাঙল, তখন সকাল নয়টা বেজে গেছে এবং বিমানও তাঁকে ছেড়ে চলে গেছে। তিনি রেগে টং হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কেন তাঁকে জাগানো হলো না। এদিকে স্ত্রীও সমান তেড়িয়া, ‘এত রাগছ কেন? আমি তো তোমার ওই কাগজটিতে লিখে রেখেছি যে এখন ভোর পাঁচটা বাজে, ঘুম থেকে ওঠো। কিন্তু তুমি তো টেরই পেলে না। আমার কী দোষ?’

***

পতি-পত্নী এক সিনেমা হলে সিনেমা দেখছে, সিনেমার পর্দায় এক দৃশ্য দেখে পতি বলল- “ইসস তুমিও যদি আমাকে এতটা ভালবাসতে!” এটি শুনে পত্নী বলল- “উঃ বললেই হল, ওরা এই সব ন্যাকামি করার জন্য, টাঁকা পায় তা তুমি আমাকে কত টাঁকা দাও বল শুনি?

***

অফিস থেকে বাড়ি ফিরে স্বামী বলল, ‘শুরু করার আগে ভাতটা দাও, খেয়ে নিই।’ স্ত্রী ভাত বেড়ে দিল। ভাত খেয়ে স্বামী ড্রয়িংরুমের সোফায় বসতে বসতে বলল, ‘শুরু করার আগে এক গ্লাস পানি দাও…বড্ড তেষ্টা পেয়েছে।’ স্ত্রী পানি দিয়ে গেল। পানি খেতে খেতে স্বামী বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর বলল, ‘শুরু করার আগে এক কাপ চা দাও না আমাকে।’ এইবার স্ত্রী গেল খেপে, ‘অ্যাই, পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? অফিস থেকে ফিরে একটার পর একটা খালি অর্ডার মেরেই যাচ্ছ…নির্লজ্জ, অসভ্য, ছোটলোক, স্বার্থপর…’ স্বামী কানে তুলা গুঁজতে গুঁজতে বলে, ‘এই যে…শুরু হয়ে গেল।’

***

স্বামী তাঁর স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন—
স্বামী: আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।
আইনজীবী: কেন, সমস্যা কী আপনাদের?
স্বামী: আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।
আইনজীবী: আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।

***

নববিবাহিতা দম্পতির মাঝে কথা হচ্ছে।
স্ত্রী : যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো বাঁধানো, তবে কি তুমি রাগ করবে?
স্বামী : মোটেই না, আমি তবে নিশ্চিন্তে আমার পরচুলা আর কাঠের পা-টা খুলে রাখতে পারব।

***

স্বামী : কতবার বলেছি রান্না করতে করতে মোবাইল দেখো না। এটা ডাল হয়েছে? না লবণ, না কোনও মশলা!
স্ত্রী : আমিও তোমাকে কতবার বলেছি যে মোবাইর দেখতে দেখতে খাবার খেয়ো না! ভাতে তুমি ডাল দাওনি, পানি ঢেলেছো!

***

স্ত্রী : আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কী করবে ?
স্বামী : কাগজে বিজ্ঞাপন দেবো!
স্ত্রী : কি লিখবে?
স্বামী : যে পাবে তার!

***
“When a man opens a car door for his wife, it’s either a new car or a new wife.” – Prince Philip

“By all means marry; if you get a good wife, you’ll become happy; if you get a bad one, you’ll become a philosopher.” – Socrates

“An archaeologist is the best husband a woman can have. The older she gets, the more interested he is in her.” – Agatha Christie

“Marriage lets you annoy one special person for the rest of your life.” – Unknown

“Marriage is not just spiritual communion, it is also remembering to take out the trash.” – Joyce Brothers

***

“Marriage is a wonderful institution, but who wants to live in an institution?”—Groucho Marx

“Marriage is the bond between a person who never remembers anniversaries and another who never forgets them.”—Ogden Nash

“Never get married in college; it’s hard to get a start if a prospective employer finds you’ve already made one mistake.”—Elbert Hubbard

"Before we got married I caught her in my arms. Now I catch her in my pockets." - Joginder Singh

“When a man brings his wife flowers for no reason, there’s a reason.” - Molly McGee

***

আমাদের সাচ্চু ভাইয়া আজ তার চাকরি জীবনের প্রথম স্যালারি পেয়েছে। আরো আনন্দের বিষয় হলো, আগামীকল্য ভাবীর জন্মদিন। আনন্দের উপর আনন্দ, আগামীকাল তাদের ম্যারিজ অ্যানিভার্সারিও। সে গালে হাত দিয়া ভাবতে লাগলো, এত আনন্দ কীভাবে উদ্‌যাপন করবে। প্রথমত, রাত ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়বে এবং রাত ১১ঃ৫৯ মিনিটে ঘুম থেকে লাফিয়ে উঠে ভাবীকে উইশ করবে। সে বাসায় ফেরার পথে ভাবীর জন্য একটা আচ্ছা রঙের শাড়ি নিয়া যাবে।

অফিস শেষে সে ভরা বৃষ্টি মাথায় নিয়া 'আহা আজি এ বসন্তে' গাইতে গাইতে শপিং মলে ঢুকলো। শাড়ির দোকানে যাওয়ার আগে কিছু অর্নামেন্টও কিনলো। লাল রঙের দুল আর ম্যাচিং করা সিটিগোল্ড ভাবীর খুব প্রিয়। কিনলো খুব বেশি করে।

শাড়ির দোকানে যেতেই দোকানওয়ালা একগাঁদা শাড়ি বিছাইয়া দিল। প্রতিটা শাড়ি নিজের শরীরে জড়াইয়া গদগদ হয়ে বলতে লাগলো, স্যার, ভাবীর গায়ের রঙ নিশ্চয়ই দুধে-আলতা? এই শাড়িটা পরলে তাকে পরীর মতো লাগবে। ধইরা রাখবেন, যাতে উইড়া না যায়। সাচ্চু ভাই লজ্জা পায়। আসলেই ভাবী অসম্ভব সুন্দরী। ১০টা পরীমনিও তার সামনে কিছু না। কিন্তু শাড়িটার দাম ভয়াবহ। তার পুরো বেতনের সমান। যাই হোক, স্ত্রীর ভালোবাসার কাছে এই টাকা খুবই তুচ্ছ। সে বড়ো অঙ্কের টাকা দিয়াই শাড়ি কিনতে মনস্থ করলো।

'দিন। প্যাকেট কইরা দিন।' বলে সাচ্চু ভাই পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিতে বের করতে যেয়েই দেখে, মানিব্যাগে মাত্র ৫০ টাকার ১টা নোট, আর খুচরা কিছু পুটিপাটি মাছের নোট শুধু। সে অবাক হয়। কীভাবে এরকম হলো?

বেশ কিছুক্ষণ চিন্তা করার পর তার মনে পড়ে, ওহ, আজ তো সে বেতনই পায় নাই।

সে অগত্যা স্যরি বলে মুখটা কালো করে শাড়ি রেখে বেরিয়ে যায়। বাসায় ফিরতে একটু লেট হচ্ছে। বাসায় ফোন করে ভাবীকে বলার জন্য পকেট থেকে মোবাইল বের করতে যেয়েই দেখে পকেটে মোবাইল নাই। একি!! মোবাইল কই!! ওহহো, সে যে অফিসে মোবাইলটা ফেলে এসেছে!!

সে আবার রিকশা করে অফিসে রওনা দেয় মোবাইল আনার জন্য। কিন্তু সে অফিস আর খুঁজে পাচ্ছে না। পাচ্ছে না তো পাচ্ছে না। ঢাকা শহর তন্ন তন্ন করে খোঁজার পর তার মনে হলো, শালার অফিস পাবে কোথায়, সে তো চাকরিই করে না।

ক্লান্ত অবসন্ন হয়ে সে বাসায় ফিরে। মেজাজটা তার তিরিক্ষি। জুতা না খুলেই খাটের উপর শুইয়া পড়লো। ভাবী এসে তার জুতা খুলবে, শার্টটাও খুলে দিবে, তার মনের একান্ত ইচ্ছা। তারপর খেতে বসবে। খাওয়া দাওয়া সেরে একটু ঘুরতে যাবে। আজ জোসনা রাত। সারা শহর ভাবীকে নিয়ে ঘুরবে।

কিন্তু ভাবী আসছে না। অভিমান তীব্র হচ্ছে। একসময় অভিমান রাগে রূপান্তরিত হলো। সে হঠাৎ বিস্ফোরিত হলো - আরে ঐ ফলনার মা, আমি যে বাসায় আসছি তা দেখো নাই? নাকি আন্ধা হইয়া গেছো।

কিন্তু ভাবীর কোনো সাড়াশব্দ নাই। সে এবার আরো জোরে গলা ফাডাইয়া চিল্লাইতে চিল্লাইতে যখন ড্যাম টায়ার্ড হইয়া গেলো, তখন তার মনে পড়লো - আব্বে হালা, আমি তো বিয়াই করি নাইক্যা, বউ আইব্বো কই থনে?

৭ম পর্ব - একটি রম্য কবিতা। প্রডিউসার - স্বয়ং সোনাবীজ ;)

বউ ও প্রেমিকা

বউয়েরা প্রেমস্বিনী নহে প্রেমিকার মতো
বউয়েরা পানসে হয়ে যায় বছর খানেকেই
বউদের বয়স বোধ হয় বেড়ে যায় খুব দ্রুত
বউয়েরা ষোলখানি প্রেমকলা ভুলে যায় সহজেই

বউয়েরা প্রেমিকা হতো যদি, কিংবা পরকীয়া নারী
বউদের বক্ষ যদি হতো প্রেমিকার ঘরবাড়ি
স্বামীরাই পৃথিবীর প্রেমিকশ্রেষ্ঠ হতো
বউদের বড্ড অঞ্চলগত।

:) :) :)



শেষ হইয়াও হইল না শেষ পর্ব :) :)

ব্লগ থেকে সংগৃহীত কয়েকটা ছবি দিলুম ;)











রিপোস্ট : এখন পুরোনো পোস্টে যাইয়া কমেন্টগুলো পড়েন :) এইটার কমেন্টগুলোও পড়েন ;)



One more please :)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

জ্যাক স্মিথ বলেছেন: বাপফোসরে!! এই পোস্ট তো আজ সারা রাতেও পড়ে শেষ করতে পারবো না তাই আপাদত প্রিয়তে নিলাম, শুয়ে শুয়ে পড়তে হবে।

এমন একটা পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে নোবেল পুরুষ্কার দেওয়ার তীব্র দাবী জানাচ্ছি।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খবর কী? পড়ে শেষ করতে পারছিলেন, নাকি ঘুমঘরে চলে গিয়েছিলেন? :)

আপনার কাছ থেকে একটা নোবেলের আশায় রইলুম :)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

শায়মা বলেছেন: হা হা জ্যাকস্মিথ ভাইয়া বলেছে বাপফোসরে!!!

আমারও মনে এমন কিছুই এসেছিলো!!!!!!!!!!!!! ভাইয়া এই পোস্টের দৈর্ঘ তো আলীভাইয়ার পোস্টকেও হার মানিয়ে দিলো।
বিয়ে নিয়ে এমন গবেষনা মনে হয় আর কেউ কখনও করেনি। :)

তো ভাইয়া তুমি তো ভাবীর রান্না খেয়ে মুগ্ধ সেই কবে থেকেই। ভাবীর প্রেমেও কম মুগ্ধ নও। এই লেখার প্রায় সবটা জুড়ে বিয়ে নিয়ে ভালোই আফসোস আর আফসোস। বিয়ে করে তোমার কিন্তু কোনোই আফসোস নেই কাজেই বুঝা যাচ্ছে যারা এমন বিয়ে বিষয়ক রচনা করেছেন সবাই একটু বাড়িয়েই আফসোস করেছেন আর কি তাই না? :)

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই পোস্ট লেখার ব্যাকগ্রাউন্ড পরিষ্কার মনে নাই। তবে, মারফি'স ল'জ-এর উপর অনলাইন কালেকশন করছিলাম একবার। সেখানেই বোধ হয় স্ত্রীগণের উপরও মারফি মামুর অনেক ল' ছিল :) অথবা বিভিন্ন জায়গায় স্ত্রীগণের উপর নানান কোটেশন দেখে তা একত্র করার একটা ইচ্ছা হয় :)

তো ভাইয়া তুমি তো ভাবীর রান্না খেয়ে মুগ্ধ সেই কবে থেকেই। ভাবীর প্রেমেও কম মুগ্ধ নও। এই লেখার প্রায় সবটা জুড়ে বিয়ে নিয়ে ভালোই আফসোস আর আফসোস। বিয়ে করে তোমার কিন্তু কোনোই আফসোস নেই কাজেই বুঝা যাচ্ছে যারা এমন বিয়ে বিষয়ক রচনা করেছেন সবাই একটু বাড়িয়েই আফসোস করেছেন আর কি তাই না? :)

ইয়ে, হ্যাঁ, মানে, তাই তো, ব্যাপারটা নিশ্চয়ই অমন না :(

আই মিন, কোটেশনগুলো আমার জ্ঞাতি ভাইবেরাদরগণও রচনা করিয়াছেন কিনা, তাই স্ত্রীগণের প্রতি তাদের প্রগাঢ় ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আবেগের অতিশয্যে কখনো বা উলটাপাল্টা কিছুও বকে দিয়েছে আর কী :)

যাই হোক, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, নারীর জন্য সব করিয়াছে পুরুষ প্রেমিক-বর।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: বিশাল পোস্ট। আমার কমেন্ট ও আছে। দীর্ঘ তম পোষ্ট। কমেন্ট গুলো চমৎকার। তবে মেয়েরা এতে মাইনাস দিলে অবাক হবো। তবে আশা করি আল্লাহ তায়ালা আপনার হেফাজত করবেন।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

মেয়েরা মনে মনে মাইনাস দিতে পারিবেন। মাইনাস বাটনটা কেন যে রাখা হলো না :(

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০১

নিবারণ বলেছেন: হইছে কাম এত বড় পোস্ট সকাল হইয়া যাবে পড়তে পড়তে। য্যামনে ক্ষেপাইয়া দিলেন, সকালে উইঠা নিজেরে বিদ্রোহি মনে কইরা বউরে হুমকি ধামকি না দিয়া বসি। তরে আমি আর ডরাই না।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
য্যামনে ক্ষেপাইয়া দিলেন, সকালে উইঠা নিজেরে বিদ্রোহি মনে কইরা বউরে হুমকি ধামকি না দিয়া বসি।


সবার আগে ঘরের পরিস্থিতি জানিতে মুঞ্চাইতেছে। বলুন, বিপ্লব কি ঘটাইতে পারিয়াছিলেন?

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লাগেনি। স্যরি।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫

মিরোরডডল বলেছেন:





আবারও আমাকে সেই আগের জোকসটাই দিতে হয়, যেটা জ্যাক খুব লাইক করেছিলো :)






০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দয়া করে সবাই শান্তিতে ও স্বস্তিতে ঘুমু দিন। আমি সময়মতো আপনাদের কমেন্টের উত্তর দিব। দুঃখিত।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পুরোটা পড়লাম, কাল পড়ে অর্ধেক আজ বাকিটা। বড় পোস্ট আমার ভালো লাগে। ৩য় পর্বের ব্যাপারগুলো মজা লাগছে। স্ত্রীর মন বুঝতে পারা বেশ জটিল।

৬ষ্ঠ পর্বের জোকসগুলো আমার স্ত্রীকেও শুনালাম। মজা পেয়েছে।

বিয়ে করার পর আমার অভিজ্ঞতা বেশ ভালো যদিও। বিয়ের আগে বন্ধু বান্ধব নানা-রকম ভয় দেখালেও, আমার স্ত্রী বেশ সাপোর্টিভ।
আমাদের প্রেমের বিয়ে, ছয় বছর প্রেমের পর, চার বছর বিয়ের বয়স। মোট ১০ বছরে কেনো জানি, কখনও ঝগড়াঝাটি হয় নাই। আমি চাই মাঝে মাঝে ঝগড়াঝাটি হোক, কিন্তু হয় টয় না। তবে টুকটাক অভিমান যদিও চলে।

আবার মাঝে মধ্যে তাকে আমার বুঝতে পারতে হবে, যদি না বুঝি, তবে মন খারাপ পর্ব চলবে।

মাঝে মাঝেই সে পার্লারে গিয়ে চুল কেটে এসে, আমাকে বলে, কেমন লাগছে?
আমি বলি, তোমাকে তো সবসময়ই সুন্দর লাগে।
নতুন কিছু দেখতে পাচ্ছ?
আমি নতুন কিছু খুঁজে না পেয়ে ভাবি, জামা মনে হয় নতুন। বলি, হ্যাঁ জামা নতুন।
সে বলে, তোমার মাথা। চুল কেটেছি, তুমি আমার দিকে একদমই খেয়াল রাখো না।

অন্য একদিন আবার এসে বলে, কেমন লাগছে দেখো তো?
আমি বলি, চুল কেটেছ? সুন্দর হয়েছে চুল কাটা।
সে অভিমান ফুটিয়ে বলে, চুল কাটি না। ড্রেসটা দেখো।

স্ত্রীর দেয়া নৈর্ব্যক্তিক প্রশ্ন কিংবা এক কথায় উত্তরে আমি বরাবরই ফেল মারি।

আরও অনেক গল্প আছে, করতে গেলে হয়ত, আপনার পোস্টের সমান হয়ে যাবে। পোস্ট প্রিয়তে রাখলাম, মাঝে মাঝে দেখে যাব।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রিয়াদ ভাই, আপনাদের রোমান্টিসিজম দেখে আমি মুগ্ধ ও অভিভূত। এমন রোমান্টিক সংলাপ শুধু নাটকেই মাঝে মাঝে দেখেছি, আজ শুনলাম আপনাদের কথা। আমার অনেক ভালো লেগেছে। একদিন বিস্তারিত লিখবেন, এই আশায় থাকলাম। অনেক অনেক শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.