নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
অহনা বলেছিল, তুমি হারাবে না
অহনা বলেছিল, আমি জানি আমি তোমাকে পেয়েছি সবখানি
আমি তাই নিশ্চিন্তে হারিয়ে যাই যখন যেখানে খুশি
অহনা বলেছিল, যতটা উদাসীন আমাকে দেখো, তার চেয়ে
বহুগুণ উদাসীন আমি
তোমাকে পাওয়ার জন্য ভেঙেছি কত ঝড়
কত নির্ঘুম রাত, অনন্ত প্রহর কেটে গেছে ভয় ও বিষাদে-
হয়ত পাব না তোমাকে
কাউকে পাওয়া হয়ে গেলে, সত্যিকারে পাওয়া হয়ে গেলে
তাকে হারাবার কোনো ভয় থাকে না
কাউকে পাওয়া হয়ে গেলে তাকে আনমনে ভুলে থাকা যায়
কাউকে পাওয়া হয়ে গেলে নির্ভারে মন উদ্বেলিত হয়
আজ আমার ভয় নেই, আতঙ্ক নেই কোনো
কারণ, আমি জানি আমি তোমাকে পেয়েছি
তুমি হারাবে না
অহনা খুব করে বলেছিল, হয়ত আমি পাখিদের সাথে খেলছি
হয়ত আমি হাওয়ায় হাওয়ায় উড়ছি
হয়ত আমি ডুবে আছি অনেক ভিড়ের কোলাহলে
তবু আমি জানি, তুমি ঠিকঠাক চুপচাপ বসে আছো
নিভৃত গভীর গহনে
আর আমি জানি, তুমি হারাবে না
অহনা আমায় বলেছিল, তুমি জানো, কতটা সংগ্রাম শেষে তুমি এসেছ
তুমি জানো, কতটা মিশে আছো তুমি আমার রক্তে
আর আমি জানি, আমার আত্মা মিশে আছে তোমার আত্মায়
তোমার আত্মা আমাতে
এ হৃদয় ফালি ফালি করে পারো না তুমি হারাতে
অযুত বিশ্বাসে অহনা বলেছিল, হয়ত তুমি নদীর ঢেউয়ে খেলছো
হয়ত তুমি পাহাড়ে গড়েছ বাসা
হয়ত তোমার চোখে অজস্র প্রজাপতি ঝাঁপটায় ডানা
তুমি জানো, গোপনে তোমার নাড়ি গেঁথেছ আমাতেই
হারাবে না
হারাবে না তুমি কোথাও, কোনোকালেই
অহনা বলেছিল,
আমার নেই কোনো ভয় তোমাকে হারাবার
তোমাকে দিলাম ছেড়ে পৃথিবীর পথে
আমি জানি, যেখানেই হারাও তুমি, হারিয়ে গিয়েও
তুমি শুধুই আমার
১১ মে ২০২৪
১১ ই মে, ২০২৪ দুপুর ১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিক করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে।
২| ১১ ই মে, ২০২৪ দুপুর ২:২০
নজসু বলেছেন:
অহনা শব্দটির অর্থ কি ভোরের প্রথম আলো?
যদি তাই হয়, তাহলে দিন শেষে অহনাই হারিয়ে যায়?
নিঃস্ব করে দিয়ে যায় রক্তিম আকাশটাকে।
ধন্যবাদ প্রিয় ভাই। আপনার লেখায় সেই শুরু থেকেই অন্য রকম ভালো লাগা থাকে।
১১ ই মে, ২০২৪ দুপুর ২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যদি তাই হয়, তাহলে দিন শেষে অহনাই হারিয়ে যায়?
নিঃস্ব করে দিয়ে যায় রক্তিম আকাশটাকে।
অল্প এ দুটি কথায় আমাকে নস্টালজিক করে দিলেন।
হ্যাঁ, অহনা অর্থ ভোর বা ভোরের প্রথম আলো,
কমেন্টে অনেক অনেক অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ সুজন ভাই।
৩| ১১ ই মে, ২০২৪ দুপুর ২:৪৪
বাকপ্রবাস বলেছেন: শুরুটা করে দিয়ে কেন তুমি থাকনা
অহনা
কেন তুমি চলে যাও কী এমন তাড়না
অহনা
ফিরেতো আসো আবার কেন আস বলনা
অহনা
এসেএসে চলে যাও কী তোমার বাসনা
অহনা
১১ ই মে, ২০২৪ বিকাল ৫:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, দারুণ লিখেছেন কবি। ধন্যবাদ আপনাকে।
৪| ১১ ই মে, ২০২৪ রাত ৮:৫৮
ডঃ এম এ আলী বলেছেন:
অহনার হৃদয় নিংরানো দারুন কথামালা
অহনা আমায় বলেছিল, তুমি জানো, কতটা সংগ্রাম শেষে তুমি এসেছ
তুমি জানো, কতটা মিশে আছো তুমি আমার রক্তে
আর আমি জানি, আমার আত্মা মিশে আছে তোমার আত্মায়
তোমার আত্মা আমাতে
এ হৃদয় ফালি ফালি করে পারো না তুমি হারাতে
বেশ আর কি চাই
এবার শুধুই হোক রুমান্টিক কাব্যগাথা
কথায় আর সুর ভেসে যাক দিক হতে দিগন্তে ।
আপনার ঠিক পুর্বে পোষ্টে একটা কমেন্ট রেখে এসেছি ।
শুভেচ্ছা রইল
১১ ই মে, ২০২৪ রাত ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আলী ভাই, উল্লেখযোগ্য একটা অংশ উদ্ধৃত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
তবে, এবার শুধু রোমান্টিক কাব্যগাথা চললে কতই না ভালো হতো।
অহনা বলেছিল,
আমার নেই কোনো ভয় তোমাকে হারাবার
তোমাকে দিলাম ছেড়ে পৃথিবীর পথে
আমি জানি, যেখানেই হারাও তুমি, হারিয়ে গিয়েও
তুমি শুধুই আমার
ভালো থাকবেন প্রিয় আলী ভাই।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২৪ দুপুর ১:১১
মিরোরডডল বলেছেন:
ধুলো, লেখাটা দুইবার এসেছে।