নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মন যদি চায়, তবে হাতটি ধরো

১৪ ই মে, ২০২৪ রাত ৯:৪৩

মন যদি চায়, তবে হাতটি ধরো
অজানার পথে আজ হারিয়ে যাব
কতদিন চলে গেছে তুমি আসো নি
হয়ত-বা ভুলে ছিলে, ভালোবাসো নি
কীভাবে এমন করে থাকতে পারো
বলো আমাকে
আমাকে বলো

চলো আজ ফিরে যাই কিশোর বেলায়
আড়িয়াল বিলে তুলি শাপলা শালুক
অথবা ভেসে বেড়াই কলার ভেলায়
আমাদের সাথি হবে সাঁতারু ডাহুক
একদিন উল্লাসে কাটাবো সময়
দুরন্ত বৈঠায় বাইচের নৌকোয়
স্মৃতিমাখা সোনালি সে দিনগুলো হায়
ডাকে ইশারায়
ডাকে ইশারায়

চলো আজ পাখি হয়ে আকাশে হারাই
দৃষ্টির ধু-ধুয়ায় মনকে ভাসাই
পাহাড়ের চূড়া ছুঁয়ে রঙিন আবির
ওখানেই খুঁজে পাব আমাদের নীড়
জীবনের কাছে আছে যত শত ঋণ
চলো আজ শোধ দেব কয়েকটা দিন
প্রাণ শুষে নিতে হবে জীবনের স্বাদ
ভুলে অবসাদ
ভুলে অবসাদ

১৩ মে ২০২৪

কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - মন যদি চায়, তবে হাতটি ধরো

অথবা নীচের লিংকে ক্লিক করুন।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২৪ সকাল ৯:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিশোর বেলা মনে করিয়ে দিলেন।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ প্রিয় সনেট কবি ফরিদ ভাই। শুভেচ্ছা।

২| ১৫ ই মে, ২০২৪ সকাল ৯:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: শৈশব যেনো কাদা মাটির জল
পুকুর ঘাট খাল বিল ছল ছল-

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাটা সুন্দর বলেছেন লিটন ভাই। শুভেচ্ছা।

৩| ১৫ ই মে, ২০২৪ সকাল ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কথাগুলি চমৎকার হয়েছে।

১৫ ই মে, ২০২৪ সকাল ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুদিন পরে আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। আশা করি ভালো আছেন। আপনার গাছ-পাড়া কাঁঠামের পোস্ট দেখেছি :) খেতে যাব সময় করে।


কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় জলদস্যু।

৪| ১৫ ই মে, ২০২৪ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার। খুব ভালো লাগল

১৫ ই মে, ২০২৪ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় মুক্তিযোদ্ধা প্রামানিক ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.