নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
জীবন যেন ব্যস্ত নদী
বয়েই চলে, নেই ফুরসত
আজকে চলো এসব ফেলে
একটি দিনের কাটাই ছুটি
আজকে চলো অন্য কোথাও
শ্যাম পাহাড়ের নির্জনতায়
নতুন করে আজকে চলো
গল্প লিখি জীবন খাতায়
মনটাকে আজ উড়িয়ে দেব
পাখির ডানায় রোদ্দুরে
আজকে চলো যাই পালিয়ে
শহর থেকে বহুদূরে
জীবনটা আজ বড্ড তেতো
মনটা বেজায় বাউন্ডুলে
আজকে চলো কাটাই ছুটি
সব ভাবনা শিকেয় তুলে
দাও খুলে দাও খাঁচার দুয়ার
বন্দি পাখি যাক উড়ে
আমরা চলো যাই পালিয়ে
শহর থেকে বহু দূরে
আজকে চলো অনেক দূরে
লোক-লোকালয় ছাড়িয়ে
দিন যাপনের নামতা ভুলে
যাই দুজনে হারিয়ে
আজকে না হয় ভুলেই গেলাম
ঘরে ফেরার ঠিকানাটা
আজকে না হয় পথ হারিয়ে
পথ খুঁজেই দিন কেটে যাক
মনে করো – তুমি-আমি
এ দুজনেই পৃথিবীটা
শীঘ্র চলো, বেরিয়ে পড়ো
আমরা যে আজ বাঁধনহারা
০৪ ফেব্রুয়ারি ২০২৩
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - চলো, পালিয়ে যাই
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১৯ শে মে, ২০২৪ রাত ১২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ জলদস্যু ভাই।
২| ১৯ শে মে, ২০২৪ রাত ১২:২৭
ডার্ক ম্যান বলেছেন: স্যার, আপনার চেষ্টা দেখে আমি অমুগ্ধ হলাম না
১৯ শে মে, ২০২৪ রাত ১২:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Not very unhappy oন youর commenট
৩| ১৯ শে মে, ২০২৪ রাত ১২:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে।
১৯ শে মে, ২০২৪ দুপুর ১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ, সাধু। শুভেচ্ছা।
৪| ২০ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:১২
রতন লাল আচার্য্য বলেছেন: মনোমুগ্ধকর।
২০ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ২১ শে মে, ২০২৪ রাত ৮:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
চলো পালিয়ে যাই
মেনে নেয়াটা কষ্টকর ।
সংগ্রাম করে জীবনে জয়ী
হওয়ার মধ্যে রয়েছে মহাসুখ।
গানের সাথে মিশে আছে যে
তাকে নিয়ে পালানোর
প্রয়োজনটাই বা কি আছে
যেখানেই যাবেন সেখানেই
তো সে আছে মিশে ।
পাহারের ঢালে , বনের ধারে
নদীর কুলে , মেঠো পথ ধরে
সুরেলা গানের কলি গেয়ে
হাতে হাত ধরে পথ চললেও
পালানোর পথ হবেনা শেষ
কোন কালে ।
গান শুনে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল
২২ শে মে, ২০২৪ বিকাল ৪:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংসার থেকে মাঝে মাঝে ছুটি নিতে হবে। সংসারের চাপে আমরা এতটাই চ্যাপ্টা হয়ে যাই যে, জীবনের স্বাদটা যে আসলে কীরকম, তা ভুলে যাই। সংসার থেকে ছুটি নিয়ে সংসার-পূর্ব প্রেমিক জীবনে ছুটে যেতে পারলে আরেকবার হয়ত প্রেমের অনির্বচনীয় সুখটা অনুভব করা যেত।
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় আলী ভাই। আপনার একটা অনন্য কমেন্টের উত্তর এখনো দেয়া হয় নি। শীঘ্রই সেখানে যাব। ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- চমৎকার কথা। জীবনের নালিশ গুলি তুলে এনেছেন।