নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কিছু লোক নিজের ভুল বুঝতে পারবে না
কিছু লোক ভুল না করেও পস্তাবে
কিছু লোক কোনোদিনই ভালো হবে না
কিন্তু কিছু ভালো লোক পচে যাবে
কিছু লোক অন্যকে বুঝবে না কোনোদিন
অথচ তারা চাইবে অন্যরা তাদের বুঝুক
কিছু লোক অযথাই অন্যকে খোঁচাবে, ঠ্যাঙাবে
এতেই রয়েছে যেন জন্মের সুখ
কিছু লোক সততই অসৎ অথচ
অন্যদেরকেই ‘অসৎ’ ঠাওরাবে-
যেমন একজন খুনি সাত-সাতটা খুন করে
সাত-বার ফাঁসির কাষ্ঠে ঝুলে প্রাণ হারাবে
তারপর কবরে শুয়ে শুয়ে বলবে – আমি সম্পূর্ণ নির্দোষ
আদালত আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে-
আর তার নিমকখেকো ইতর অনুসারীদের দেখবেন-
ব্যস্ত পথের পাশে ঐ খচ্চর খুনির নামে মাজার গড়েছে
যে চুরি করে সে অন্যকে ‘চোর’ ডাকে
যাতে তার সাধুতা নিয়ে না হয় সন্দেহ
রাজাকারের বাচ্চাদেরকে দেখবেন, যাকে-তাকে ডাকছে ‘রাজাকার’
যাতে ‘তুই রাজাকারের পোলা’ তাকে না বলে কেহ
সেদিন মর্মে মর্মে বুঝবে, তোমারই সব ভুল ছিল-
যেদিন তুমি বুঝবে নিজের ভুলগুলো;
সেদিন নিজেকে নিজেই করবে না ক্ষমা
টেনে-খিঁচড়ে ছিঁড়বে মাথার চুলগুলো।
ভুল তুমি করবেই মনা-
সকলেই কমবেশি করে থাকে ভুল
মহতেরা ভুল করে অচিরেই ক্ষমা চায়
নির্বোধে নাক-খতে শোধ করে ভুলের মাশুল।
১৯ ডিসেম্বর ২০২৩
২৩ শে মে, ২০২৪ দুপুর ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা রইল।
২| ২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
করুণাধারা বলেছেন: আর তার নিমকখেকো ইতর অনুসারীদের দেখবেন,
ব্যস্ত পথের পাশে ওই খচ্চর খুনির নামে মাজার গড়েছে
আমরা সততার কথা ভুলে থাকি, অসৎ হই এবং অসৎ এর বন্দনা করি...
চমৎকার কবিতা। বরাবরের মতই।
২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমরা সততার কথা ভুলে থাকি, অসৎ হই এবং অসৎ এর বন্দনা করি...
ঠিক বলেছেন আপু। আমরা নিজেরা অসৎ; নিজেদের অসততাকে ঢেকে রাখার উদ্দেশ্যে অন্যদেরকে 'অসৎ' লোক আখ্যা দিয়ে থাকি।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩| ২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা
২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২৪ ভোর ৬:১৫
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
"কিছু লোক নিজের ভুল বুঝতে পারবে না
কিছু লোক ভুল না করেও পস্তাবে
কিছু লোক কোনোদিনই ভালো হবে না
কিন্তু কিছু ভালো লোক পচে যাবে।"
এটাই একদম মূল কথা...................