নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও :: দু শ\'রও বেশি পুরোনো ব্লগারের প্রোফাইল পিকচার নিয়ে একটি মিউজিক ভিডিও

৩০ শে মে, ২০২৪ রাত ৯:৫৭

১৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে সামহোয়্যারইন ব্লগের দু শ'রও বেশি ব্লগারের প্রোফাইল পিকচার নিয়ে বানানো একটা মিউজিক ভিডিও শেয়ার করেছিলাম। যে-সব ব্লগার ঐ সময়ে অ্যাক্টিভ ছিলেন, প্রোফাইল পিকচারগুলো তাদের ছিল।



কয়েকদিন আগে বিশেষ কারণে ঐ পোস্টটা খুঁজছিলাম। মিউজিক ভিডিওটা কী কারণে যেন আগেই ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিলাম। পিসি থেকে ওটা খুঁজে বের করে আবার দেখা শুরু করলাম। দেখতে দেখতে আমি খুবই নস্টালজিক হয়ে পড়লাম। পোস্টের কমেন্টগুলো পড়ে আরো বেশি নস্টালজিক হলাম। বিভিন্ন সময়ে ব্লগারদের প্রোফাইল পিকচার দিয়ে ফান মিউজিক ভিডিও বানিয়ে শেয়ার করেছি ব্লগে। তবে, ঐ ভিডিওটাই (তার আগে এর উপরে কয়েকটা বিজ্ঞাপন দেয়া হয়েছিল :) ) ব্লগারদের নিয়ে আমার প্রথম পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও ছিল। আমি ঐ পুরোনো ভিডিওটা দেখে এতই আপ্লুত হয়ে পড়লাম যে, ঐদিন রাতেই ব্লগের ফেইসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার করলাম। ঐ সময়ের অ্যাক্টিভ ব্লগারগণ নানা কারণে সবাই এখন ব্লগে নেই, তবে কেউ কেউ ফেইসবুক গ্রুপে আছেন, তাদের সাথে ওটি শেয়ার করাই ছিল ফেইসবুক গ্রুপে পোস্ট করার মূল উদ্দেশ্য। এবং ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই কয়েকজন ব্লগার তাদের উচ্ছ্বাস প্রকাশ করলেন।

এ ভিডিওর গানটি নেয়া হয়েছে 'ব্যাচেলর' ছবি থেকে। 'ব্যাচেলর' ছবির এ গানটি একটি জনপ্রিয় গান, আমার খুব প্রিয়। আমি অনেক চেষ্টা করেছিলাম ঐ সময়ের সব ব্লগারের ছবি ভিডিওতে যোগ করতে। সবার প্রোফাইল পিকচার পাওয়া গিয়েছিল, ফারাহ দিবা জামান ছাড়া:( এরপরও কারো ছবি বাদ পড়ে গিয়ে থাকলে আমার চোখের পানি যোগে তাঁদের কাছে দুঃখ প্রকাশ করছি:(

এখানেই শেষ নয় :) ঐ সময়ে এনটিভিতে প্রচারিত হওয়া ব্লগফাদার মিস্টার আরিল্ড ও ব্লগমাদার জানা আপা'র সাক্ষাৎকারের কিছু খণ্ডচিত্র এখানে যোগ করা হয়েছে।

ভিডিওটি আজ আবার এ ব্লগে শেয়ার করলাম। ঐ সময়ের ব্লগার, যারা আগের প্রোফাইল পিকচার নিয়ে আগের নিকে, কিংবা পরিবর্তিত নিকনেইম ও অন্য প্রোফাইল পিকচার নিয়ে বর্তমানে ব্লগে আছেন, একঝলক দেখে নিতে পারেন, আগে আপনি কেমন ছিলেন দেখতে :) কারো প্রোফাইল পিকচার বাদ পড়ে থাকলে আন্তরিক ভাবে দুঃখিত। সেই সাথে আরো একটা ফান মিউজিক ভিডিও নীচে শেয়ার করলাম, যাতে সর্বশেষ ব্লগ ডে-তে উপস্থিত ব্লগারদের ছবি আছে।

লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





মিডিয়াফায়ার থেকে ২৫ মেগাবাইট সাইজের পুরো গানটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে


তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি নাই দাঁড়ি তার, নাই কমা

তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি
মনকে ব্যাঁকাত্যাড়া করি
মনের মেঘ তো সরে না

দাঁড় টেনেছি দাঁড়ির সঙ্গে
তীর ভেঙেছি তারই রঙ্গে
কী কী ভঙ্গ নারীর অঙ্গে
যষ্ঠি মধু ধরে না

বর্ষা দেখাও গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরৎ দেখাও
স্বরব্যঞ্জন বর্ণ শেখাও
ওম ছাড়া শীত মরে না
তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি নাই দাঁড়ি তার, নাই কমা

গীতিকার : কামরুজ্জামান কামু
শিল্পী : সঞ্জীব চৌধুরী

পোস্টটি করেছিলাম আমার ৩ প্রিয় ব্লগারকে :

আশরাফুল ইসলাম দূর্জয় - গানের পাগল
গানচিল - গান তাঁর মগজে, সর্ব শরীরে
সিরাজ সাঁই - গানের ভাণ্ডার তিনি


২য় মিউজিক ভিডিও - সর্বশেষ ব্লগ ডে-তে যারা উপস্থিত ছিলেন।


প্লিজ এখানে ক্লিক করুন।


অথবা নীচের লিংকে ক্লিক করুন।





১৫ সেপ্টেম্বর ২০১২-এর পোস্ট : তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও - দুশো'রও বেশি ব্লগারের প্রোফাইল পিকচার নিয়ে একটি ভিডিও গান



মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২৪ রাত ১১:০৬

করুণাধারা বলেছেন: দেখতে দেখতে মনে হচ্ছিল প্রোফাইল পিকচার নিয়ে তৈরি ভিডিও আমি আগেও দেখেছি!!

ভালো হয়েছে।

৩১ শে মে, ২০২৪ সকাল ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনোভাবে হয়ত ভিডিওটি, বিশেষ করে শেষেরটু দেখেছেন। শেষের ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ারও করেছি।

যাই হোক, ভিডিওটি আবার দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা।

২| ৩১ শে মে, ২০২৪ রাত ১২:৩৪

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ, চমৎকার দাদা...

৩১ শে মে, ২০২৪ সকাল ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দাদা। শুভেচ্ছা।

৩| ৩১ শে মে, ২০২৪ রাত ৩:০৩

কাছের-মানুষ বলেছেন: অনেককেই আমি চিনতে পারছি না, আবার করেকজনকে চিনেছি! ভাল লাগল।

৩১ শে মে, ২০২৪ সকাল ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যদিও আমার নিজের বানানো ভিডিও, তবে, দীর্ঘকাল অতিবাহিত হওয়ায় আমি নিজেও অনেকের নাম ভুলে গেছি।

ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

৪| ৩১ শে মে, ২০২৪ দুপুর ১২:৪৮

শেরজা তপন বলেছেন: প্রায় সবাইকে চিনে ফেললাম! জানা আপুর মেয়েকে এই প্রথমবার দেখলাম।
ভাল করেছেন শেয়ার করে -কত পুরনো ব্লগারদের কথা মনে হল এক ঝলকে।

৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার নিকটা সুপরিচিত। আপনার নিকনেইম এবং নিক দুটোই অপরিবর্তিত আছে। আমি অবশ্য মাঝে মাঝে চেঞ্জ করেছি :)

ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই। শুভেচ্ছা রইল।

৫| ৩১ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৯

নীলসাধু বলেছেন: আপনি এই ব্লগের একজন শ্রদ্ধেয় এবং উল্লেখযোগ্য ব্লগার।
আপনার অন্যান্য কার্যক্রম/কাজের অনেক কথা এখানের অনেকেই জানেন না বোধকরি তবে শুধু এই ব্লগেই যে মানের কনটেন্ট আপনি যুক্ত করেছেন তাতেই বাংলাদেশের ব্লগীয় ইতিহাসে আপনার নামটি লেখা থাকবে সোনাবীজ ভাই। সৌভাগ্যবশত আপনার সাথে আমার যুক্ততা তৈরি হয়েছিল অনেক আগে। তখনই আপনার কাজে যে নিষ্ঠা, গভীরতার দেখা পেয়েছি তা ছিল আমার জন্য অত্যন্ত আনন্দের। এমন পরিশীলিত ভাবে গুছিয়ে নিজের কাজ করার মানুষ আমাদের দেশে কম, খুব অল্প। আপনি যে ফাইন টিউন করা একজন মানুষ, আমি আপনাকে প্রথম দিকে ভয় পেতাম, তারপর থেকে ভালোবাসি।

আমি দুটো ভিডিও দেখলাম আবার। আগেও দেখেছি। কত কথা স্মৃতি এক ঝটকায় সামনে আসতে চায়।
সকালের চা খাচ্ছি এই দুপুরে।
আজ তো জুম্মাবার।

ভালো থাকবেন সোনাবীজ ভাই।
নিরন্তর শুভকামনা।

৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীল সাধু ভাই, এত সুন্দর কিছু কথা বলার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আপনিও পুরোনো ও অভিজ্ঞ ব্লগারদের একজন। ব্লগকে সোস্যাল অ্যাক্টিভিটিজের সাথে সম্পৃক্ত করে আপনি ব্লগে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিবাদন।

ভিডিও দুটো দেখেছেন জেনে ভালো লাগলো। ভালো থাকবেন।

৬| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৪:০৩

প্রামানিক বলেছেন: ব্লগের পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেল

৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই। শুভেচ্ছা।

৭| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন: অনেক অনেক পছন্দের একটা ভিডিও ভাইয়া। :)

৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টে বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আপু।

৮| ৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

ভুয়া মফিজ বলেছেন: আপনে আমার আগের মন্তব্যের উত্তর দেন নাই, বলছেন, নিজের মতো করে অনুমান করে নিতে। সেইজন্য এইবার পোষ্ট নিয়া কিছু বললাম না। আপনে নিজের মতো করে অনুমান করে নিয়েন!!! :-B

তবে পোষ্ট দেখার প্রমাণ হিসাবে একটা লাইক দিয়াছি। প্রাপ্তি স্বীকারে বাধিত হবো। :)

৩১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কমেন্টটির উত্তর এখনো না দেয়ার জন্য। আপনিসহ আরো কয়েকজন সম্মানিত ব্লগারের কয়েকটা ভালো লাগা ও উন্নত মানের কমেন্টের উত্তর এখনো পেন্ডিং রয়েছে, যা আমাকে সব সময় তাড়া করে বেড়াচ্ছে।

হ্যাঁ, আগেই মার্কে করেছি, আপনি 'লাইক' দিয়েছেন। আপনার ইন্টেলেক্ট ও হিউমার আমিসহ সমগ্র ব্লগবাসী সম্যক অবহিত। আপনার মার্জিত রুচিবোধও আমার অজানা নয়। এ পোস্ট আপনি যেহেতু 'লাইক' দিয়েছেন, সেজন্য বলতে পারি আপনার ইম্প্রেশন অবশ্যই পজিটিভ হবে। আপনি মনে মনে পোস্ট নিয়ে কী বলেছেন, তা আমি মনে মনে জেনে গিয়েছি :) অসংখ্য ধন্যবাদ সেজন্য।

ভালো থাকবেন সবসময়। অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা।

৯| ৩১ শে মে, ২০২৪ রাত ১১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার অন্যতম প্রিয় একটা গান।

০১ লা জুন, ২০২৪ রাত ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, চমৎকার একটা গান। ধন্যবাদ গানটা শোনার জন্য, প্রিয় সাধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.