নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যে-বেদনা দিয়েছিলে ছলনা করে

০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

আমার কাছে মনে হয়েছে, আমি কিছু কিছু গানের লিরিক বেশ ভালো লিখেছি, সুরও করেছি ভালো, আবার গানের শিল্পী না হয়েও বেশ ভালোই গেয়েছি। এটি সেরকম একটি গান।



যে-বেদনা দিয়েছিলে করে ছলনা
সে-বেদনা এ হৃদয় করেছে সোনা

কিছু কিছু ভুল আমি করে ছিলাম
আমার সে ভুল তুমি করোনি তো ক্ষমা
বার বার ভুল করে
করেছি প্রেমের দাবি
আজকে সকল দাবি ফিরিয়ে নিলাম

আমি তো ভালোই আছি আমার পথে
ভাবনাবিহীন মন ভরে আছে সুখে
অনেক পুড়েছে এ মন
চাই না পোড়াতে আর
চাই না বালুর বুকে ছুঁতে মরীচিকা

৩০ সেপ্টেম্বর ২০২২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব


গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - যে-বেদনা দিয়েছিলে করে ছলনা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৪ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: ভাইয়া নয়ন বড়ুয়া ভাইয়ার মত এআই দিয়ে গান বানাবে না???


আমিও বানাবো ছুটিটা হোক তারপরই! :)

০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ-আই দিয়ে বানানো গান নিজের ক্রিয়েটিভিটি না, অজস্র টিওটোরিয়াল দেখা যায় এ নিয়ে ইউটিউবে। এর পেছনে আপাতত সময় নষ্ট করছি না। ভবিষয়তে কোনো এক সময় দেখবো নে :)

২| ০৮ ই জুন, ২০২৪ ভোর ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিরিক্স।

০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্যার।

৩| ০৮ ই জুন, ২০২৪ সকাল ৮:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগল।

০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ, সাধু।

৪| ০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

এম ডি মুসা বলেছেন: চমৎকার লিখেছেন

০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মুসা ভাই।

৫| ০৮ ই জুন, ২০২৪ রাত ১০:২৮

ডঃ এম এ আলী বলেছেন:



সন্ধা মুখার্জী ঠিকই গেয়েছিল
আমি তার ছলনায় ভুলবনা

তবে তব কন্ঠে শুনে গীত, মনে হল আপনার এই কবি মানস শুধু প্রেম ও
সৌন্দর্য সাধনায় তৃপ্ত থাকেনি, ধাবিত হয়েছে বৃহৎ আদর্শ ও মনুষ্যত্বের পানে।
আপনার কবি মনন, ত্যাগ, সত্য, নিষ্ঠা, প্রেমের শাশ্বত ধারণার ওপর প্রতিষ্ঠিত।
প্রেমের প্রতি সৌন্দর্য কল্পনা আমাদের মত সাধারণ মানুষের মননে স্থাপন
করেছেন সুরের মুর্ছনা দিয়ে । যত ছলনাময়ীই হোক প্রিয়তমকে আবার
কবি গুরুর মতই ভালবাসা দিয়ে বলেছেন -
‘প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি,
... ......
রানীর মতন বসাবো রতন আসনে,
বাঁধিব তোমারে নিবিড় প্রণয় শাসনে;
দেবীর মতন পুরাব তোমার বাসনা।’


ছল’ কবিতায় রহস্যময়ী নারীর ছলনায় কবিগুরু যেমন বলেছেন -
‘তোমারে পাছে সহজে বুঝি তাই কি
এত লীলার ছল
বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে
আঁখির জল।
বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা
যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বল না।’


কিন্তু নিজেকে আড়াল করা নারীর পক্ষে সব সময় সম্ভব হয় না।
তাই তো ‘চেনা’ কবিতায় কবি গুরুর প্রশ্ন -
‘আপনারে তুমি করিবে গোপন কী করি
হৃদয় তোমার আঁখির পাতায় থেকে থেকে পড়ে ঠিকরি!’


আপনার গীতি কবিতাটির কথা গানে গানে শুনে
মনে বেজে থাকা ছলনাময়ীর প্রতি প্রেম নিয়ে
কবি গুরুর বলা কিছু মুল্যবান কবিতার কথা
প্রসঙ্গক্রমে শেয়ার করে গেলাম এখানে ।

তব কন্ঠে আরো মনোমুগ্ধকর গান শুনার
অপেক্ষায় থাকলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৯ ই জুন, ২০২৪ বিকাল ৫:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলা থেকে শুনে আসা সন্ধ্যা মুখার্জির এ গানটা আগে ছেড়ে দিয়ে কিছুক্ষণ শুনে কমেন্টের রিপ্লাই লেখা শুরু করলাম। আসলে এসব গানের কোনো তুলনা হয় না। শোনামাত্র কোথায় যেন চলে যাই, ডুবে যাই এক অন্য জগতে।

যাই হোক, আমার গানের উপর কমেন্টের অছিলায় আপনার কাছ থেকে অনেকগুলো মনোমুগ্ধকর কবিতার লাইন পড়লাম। অনেক ভালো লাগলো কবিতার ছত্রগুলো।

সব সময়ই আপনার কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আজও। অনেক অনেক ধন্যবাদ প্রিয় আলী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.