নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এখনো নদীপারে ঝড় বয়ে যায়

১২ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

এ গানটি এর আগে মিউজিক ছাড়া (খালি গলায়) এই পোস্টে এখনো নদীপারে ঝড় বয়ে যায় শেয়ার করা হয়েছিল। এবার মিউজিক যোগ করে শেয়ার দিলাম। আশা করি কারো কারো ভালো লেগে যেতে পারে।



এখনো নদীপারে ঝড় বয়ে যায়
সেই ঝড়ে তুমি আজও দাঁড়িয়ে আছো
কী করে ভুলবো তোমায় ঝড়ে-পড়া দুখিনি মেয়ে
বলো গো আমায়

নদী বয়ে যেতে যেতে
সাগরে মেশে
তোমাকে জীবন যেন
একটি খাঁচায় বেঁধে রেখেছে
আগুনের দেয়াল ঘেরা খাঁচাটি তোমার
আগুনের খোয়ার যেন খাঁচাটি তোমার
নীরবে নিরবধি অন্তরে পুড়ছো তুমি
নীরবে নিরবধি নিঃশেষে পুড়ছো তুমি

আঁধারের বেদনা নিয়ে
রাত্রি আসে
তোমাকে মনে পড়ে
স্মৃতিরা আমায় কেবলই কাঁদায়
এখনো তোমায় ভেবে রাত কেটে যায়
এখনো আশায় আশায় রাত কেটে যায়
একদিন খাঁচা ভেঙে হয়ত-বা ফিরবে তুমি
একদিন ঝড় পেরিয়ে হয়ত-বা ফিরবে তুমি

২৯ এপ্রিল ২০২৪

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - এখনো নদীপারে ঝড় বয়ে যায়

অথবা নীচের কিংকে ক্লিক করুন।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২৪ রাত ৩:০৪

কামাল১৮ বলেছেন: এই গলা বিরহের গানের জন্য না।এমন ভরাট গলায় কাওয়ালী ভালো লাগবে।দমাদম মাস্ত কালান্দার ——।

১৩ ই জুন, ২০২৪ সকাল ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার অ্যাসেসমেন্ট হলো, মানুষ বিরহের গান বেশি পছন্দ করে। বিশেষ কারণে আমিও বিরহের গান অন্যান্য গানের চাইতে বেশিই পছন্দ করি, এবং আমার অ্যাসেসমেন্ট অনুযায়ীই আমি বিরহের গানে গলায় একটু বেশি মেলোডি দিতে পারি। আমার শর্টফল হলো, আমার দম ছোটো। আবার চড়া গলায় গাইতে গেলে স্বর ফাটে বেশি।

কাওয়ালি আমি কখনো গাই নি, কাওয়ালিই বোধ হয় একমাত্র গান, যা আমি খুব কম শুনেছি। কারণ, এটার প্রতি আমার তেমন আকর্ষণ বোধ হয় নাই। কাওয়ালি শুনে বুঝেছি, ঐ গান আমার গলায় উঠবে না, ঐ গানে যে গলা বা শ্রমের দরকার, আমার তা নাই।

তবু আপনার মূল্যায়নে আমি কৃতার্থ বোধ করছি প্রিয় কামাল ভাই। আর, এ গানটা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৫ ই জুন, ২০২৪ রাত ১০:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



এত ঘন ঘন নদীপাড়ে ঝড় বয়ে গেলে
আমরা তো সে ঝড়ে উড়ে যাব । আমরা
তো আপনার ঝড়ের সাথে কুলিয়ে উঠতে
পারছিনা , অনেক পোস্ট রয়ে যাচ্ছে
অদেখায়, অনেক সময় ফিরে এসে দেখি
নতুন নতুন ঝড় বয়ে যাচ্ছে আপন গতিতে।

কাওয়ালী থেকে বিদায়ালী বিরহের গানই
বেশী মানায় আপনার গলায় , কাওয়ালীরাতো
বিরহ ব্যদনাতেই মিলনের সুর বাধে তাদের
গলায় , মিলন বিরহ এই তো জীব বৈচিত্রের
লীলা , আমরা ভেসে যেতে চাই এ লীলায়।
চলূক বিরহের গানের গলার পথচলা ।
সুরেলা কন্ঠের গানটি শুনে মুগ্ধ ।

শুভেচ্ছা রইল

০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও দুঃখিত প্রিয় আলী ভাই, কমেন্টটির উত্তর দিতে দেরি হওয়ায়। আমি ভাবছিলাম, কোথায় যেন আপনার আরো একটা কমেন্ট রয়েছে, কিন্তু মনে করতে পারছিলাম না, অবশেষে আজ পেছনে এসে এ কমেন্ট পেলাম।

অসুস্থ ছিলাম, এখনো আছি, পুরোপুরি সারে নি। নতুন তেমন কিছু করছি না, পুরোনো বস্তুই রি-রাইট, রিপোস্ট করছি। অনেকে তো দেখি কত বেশি পোস্ট দিল তা নিয়ে খুব গর্ব করে, আর আমি এখন কত কম দেয়া যায়, সে চেষ্টায় থাকি :) ব্লগের প্রথম দিকে একটা নিয়ম ছিল, ৩০ মিনিটের আগে পরের পোস্ট দেয়া যেত না। সেই ৩০ মিনিট অপেক্ষা করতে করতে ধৈর্যহারা হয়ে যেতাম :) তখন অবশ্য ব্লগার উপস্থিতি ও ব্লগপাঠকের সংখ্যা অনেক বেশি ছিল। স্বল্প সময়েই পোস্ট ২য় পাতায় চলে যেত।

আপনি বলেছেন, কাওয়ালী থেকে বিদায়ালী বিরহের গানই বেশী মানায় আপনার গলায় , কাওয়ালীরাতো বিরহ ব্যদনাতেই মিলনের সুর বাধে তাদের গলায় , মিলন বিরহ এই তো জীব বৈচিত্রের লীলা , আমরা ভেসে যেতে চাই এ লীলায়। চলূক বিরহের গানের গলার পথচলা । যদিও আমি আমার গলার গুরুত্ব দিই না, বা আমি যে গানের শিল্পী, তা বলতে লজ্জাবোধ করি, (সুরকার, গীতিকার পরিচয়ই আমার কাছে অনেক গর্বের মনে হয়), তবু বলতে দ্বিধা নেই, আমার গলা সম্পর্কে আপনার মতামত আমারই মনের কথা বলে। জীবনে কাওয়ালি খুব কমই শোনা হয়েছে, গেয়েছি কিনা মনে করতে পারছি না (গানের সব ক্যাটাগরি সম্পর্কে আমার ধারণাও তত স্বচ্ছ না, তার মধ্যে কাওয়ালি, মুর্শিদি, ইত্যাদি পড়ে)। তবে, বিরহের গান গাইতে যেমন ভালো লাগে, আমার লেখা ও সুর করা গানের মধ্যেও বিরহের গানই অধিক। এটা ভালো কী মন্দ তা জানি না, তবে, আমাদের সবার কাছে বিরহের গানগুলোই বোধ হয় বেশি ভালো লাগে।

কথা আর না বাড়াই আজ। আমার গানটি শুনেছেন এজন্য আমার ভালো লাগছে। মতামতও অনেক ভালো লাগলো।

আপনি ভালো থাকুন প্রিয় আলী ভাই। সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.