নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কিচ্ছু কেন বলছো না || যেই প্রেমে হয় যন্ত্রণা || সহেলিয়া ও আমার কণ্ঠে আমার লেখা গান

১৮ ই জুন, ২০২৪ রাত ১১:৪৪

কিচ্ছু কেন বলছো না
এই
কিচ্ছু কেন বলছো না
আমায় কেন দেখছো না
মুখ ফিরিয়ে অন্যদিকে দেখছো কী?
একটু কাছে আসো না
দুষ্টু দুষ্টু হাসো না
হাতটা ধরতে লজ্জা তুমি পাচ্ছ কি?

এই যদি চলে যাও
তারপর ভুলে যাও
কেউ বসে আছে তোমার পথ চেয়ে
দিন আমার কাটে না যে
রাত আমার কাটে না যে
কী যে কষ্ট লাগে বুঝতে পারছো কি
কিচ্ছু কেন বলছো না
আমায় কেন দেখছো না
মুখ ফিরিয়ে অন্যদিকে দেখছো কী?

আজ তুমি যাচ্ছ না
কালও তুমি যাচ্ছ না
কোনোদিনই তুমি কোথাও যাচ্ছ না
সত্যি করে বলো দেখি
ভুলতে আমায় পারবে কি
তোমায় ছেড়ে একমুহূর্ত বাঁচবো না
এই
কিচ্ছু কেন বলছো না
আমায় কেন দেখছো না
মুখ ফিরিয়ে অন্যদিকে দেখছো কী?
একটু কাছে আসো না
দুষ্টু দুষ্টু হাসো না
হাতটা ধরতে লজ্জা তুমি পাচ্ছ কি?

০৩ জানুয়ারি ২০২২

কথা : খলিল মাহ্‌মুদ
সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : সহেলিয়া

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - কিচ্ছু কেন বলছো না - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



কথা : সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - কিচ্ছু কেন বলছো না - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



আমি বেশ আপ্লুত এই কারণে যে, ১২/১৪টা সুরের মধ্যে সহেলিয়ার এই সুরটিই আমার সন্তুষ্টির কাছাকাছি পৌঁছেছে। ওর কণ্ঠে গানটা কেমন লাগলো জানাবেন প্লিজ।



যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে নাই জ্বালা পোড়া
সেই প্রেম আমি কোথায় পাই

আমি থাকি বন্ধুর আশায়
বন্ধু ঘোরে পাড়ায় পাড়ায় গো
বন্ধুর অবহেলায় আমি
ও আমি জ্বলে পুড়ে হইলাম ছাই
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই

বন্ধুর প্রেমে পড়ে আমি
কেঁদে মরি দিবাযামী গো
ও আমার বন্ধুর পিছে জীবন গেল
ও আমার বন্ধুর কোনো সাড়া নাই
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই

বন্ধুর কথা যায় না ভোলা
প্রাণে সয় না বন্ধুর জ্বালা গো
ও আমার ইচ্ছা করে কলসি গলায়
ও আমি নদীর জলে ডুবে যাই
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে নাই জ্বালা পোড়া
সেই প্রেম আমি কোথায় পাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই

১৫ ফেব্রুয়ারি ২০২২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ গানের কণ্ঠ : সহেলিয়া
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন যেই প্রেমে হয় যন্ত্রণা - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



কথা : সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - যেই প্রেমে হয় যন্ত্রণা - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




সহেলিয়াকে আপনারা চেনেন তো? সে আর কেউ নয়, আপনাদের প্রিয় বান্ধবী সে, যার পরিচয় ভিডিওর ভেতরে দেয়া আছে।

ইদ মোবারক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৪ দুপুর ১:২২

শায়মা বলেছেন: হা হা তোমার বান্ধবী সহেলিয়া ভালোই তো গান গায়......

১৯ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সে খুবই ট্যালেন্টেড এবং প্রমিজিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.