নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি চলে গেছ, ফিরে আসো নি || সহেলিয়া ও আমার যুগল কণ্ঠের গান

২১ শে জুন, ২০২৪ রাত ১০:১৩

তুমি চলে গেছ, ফিরে আসো নি
তুমি মন নিয়ে খেলা করেছ
আসলে তো ভালো বাসো নি

কত কথা মরে গেল মনে মনে
কিছু কথা বলার ছিল সঙ্গোপনে
তুমি কোনোদিনই ইশারাতে
কোনো কথার মানে বোঝো নি

কেন তুমি মনে এত প্রেম জ্বেলে
‘আসি বলে’ কী কারণে চলে গেলে
তুমি কথা দিয়ে কথা কেন রাখো নি
ফিরে আসো নি

৩১ জানুয়ারি ২০২৩


কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও পুরুষ কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
নারীকণ্ঠ : সহেলিয়া

যুগল কণ্ঠের গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি চলে গেছ, ফিরে আসো নি - সহেলিয়া ও খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



আমার কণ্ঠে মূল গান : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি চলে গেছ, ফিরে আসো নি - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




আজকাল এ আই দিয়ে মুহূর্তেই গল্প, কবিতা ও গান লিখে ফেলা যায়, আবার মেলোডিয়াস গানও তৈরি করা যায়, ইনপুট হিসাবে শুধু থিম দিলেই হয়। যাদের এ আই দিয়ে গান তৈরির প্রাইমারি নলেজ আছে, কিন্তু আমার গানের মতো গান তৈরি করতে পারছেন না, অর্থাৎ নিজের সুর ও নিজের কণ্ঠের অবিকল নকল তৈরি করতে যেয়ে হিমশিম খাচ্ছেন, মাথার চুল ছিঁড়ছেন, তাদের জ্ঞাতার্থে বলছি - আমার কাজগুলোর মাত্র একটা ক্ষুদ্র অংশ এ আই দিয়ে করা। বাকিগুলোর জন্য আমাকে ভিডিও মেকিং, এডিটিং, মিউজিক কম্পোজ, ইত্যাদি কাজগুলোও করতে হয়, যেগুলোর জন্য আমি বিগত আড়াই দশক ধরে প্রচুর কাজ করছি। ভিডিও মেকিং-এর উপর যাদের অনেক ভালো জ্ঞান ও অভিজ্ঞতা আছে, তারা এর চাইতে অনেক ভালো প্রডাক্ট বের করতে পারবেন।

সবার জন্য শুভেচ্ছা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৪ সকাল ৯:২০

সোহানী বলেছেন: বাহ্ গানগুলোতে ভালোলাগা।।

২৩ শে জুন, ২০২৪ রাত ৮:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.