নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এর আগে আমার কণ্ঠে গাওয়া 'আমার মনপাখিটা যায় রে উড়ে যায়' এবং একটা হিন্দি ছায়াছবির গান 'চুরা লিয়া' পোস্ট করেছিলাম।
আজ একটা ইংলিশ গান শুনবেন, যেটি হলো কালজয়ী সিনেমা 'টাইটানিক'-এর কালজয়ী গান 'মাই হার্ট উইল গো অন', গেয়েছিলেন কানাডিয়ান গায়িকা সেলিন ডিওন।
তবে, আজকের গানটি খালি গলায়, সেলিন ডিওন ও আমার যুগল কণ্ঠে।
সবই এ আই'র দয়া, মামা
My heart will go on
(Love theme from the movie ‘Titanic’)
Lyricist : Will Jennings
Composer : James Horner
Producers : Walter Afanasieff , James Horner and Simon Franglen
Original Singer : Celine Dion
Song’s Date of Release : 24 November 1997
Albums : Let’s Talk About Love (1997) and Titanic Soundtrack
Movie : Titanic (1997)
Movie Director and Writer : James Cameron
Movie Producers : James Cameron and Jon Landau
Starring : Leonardo DiCaprio, Kate Winslet, Billy Zane, Kathy Bates,
Frances Fisher, Bernard Hill, Jonathan Hyde, Danny Nucci,
David Warner, Bill Paxton, etc
Converted Voice in this Video : Khalil Mahmud (AI)
(Khalil Mahmud's Cloned voice has been used by AI.
This is done as a matter of fun and hobby,
nothing commercial is intended)
AI : kits.ai
Audio Mixing and Video Making Software : FL Studio and Filmora Wondershare
Audio Converted and Mixed by : Khalil Mahmud
ভিডিও গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - My Heart Will Go On - Celine Dion and Khalil Mahmud
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২৯ শে জুন, ২০২৪ রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, আপনি এতটা খুশি হয়েছেন জেনে আমি খুবই আনন্দিত। তবে, ব্যাপারটা আগের পোস্টগুলোতে উল্লেখ করেছি বলে এখানে আর লিখিনি। এ পোস্টে ছিল আমার মনপাখিটা যায় রে উড়ে যায় আর আর এ পোস্টে ছিল চুরা লিয়া। এ হলো এ আই-এর ক্যারিশমা বিষয়টা পরিষ্কার করে বলে নিই, যারা বুঝবার তারা বুঝবেন, আমি নিজে কিন্তু এ গানটি গাই নি। প্রথমে একটা সফটওয়্যারের মাধ্যমে আমার কণ্ঠের একটা ক্লোন ভয়েস করা হয়েছে। এ পদ্ধতিটা বেশ জটিল। পরে একই সফটওয়্যারের মাধ্যমে মূল গানটার ভয়েসে আমার ভয়েস ঢুকিয়ে দেয়া হয়েছে। এখানেই শেষ নয়, আরো বেশ কিছু কাজ আছে যেগুলো ব্যাখ্যা করতে গেলে আমার মাথাই এখন হ্যাং হয়ে যাবে আর এ কাজগুলো আমি করছি নিতান্ত শখের বশে, এখানে আমার ক্রিয়েটিভিটি কিছু নেই, তবে শ্রম আছে এবং এগুলো বোঝার জন্য মাথা ও সময়ের অপচয় করতে হয়েছে।
সবই আপু এ আই'র দয়া, এ আই'র দোয়া
ভালো থাকবেন আপু।
২| ২৯ শে জুন, ২০২৪ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: এই গানটা এতো এতো বার শুনেছি যে তার কোন ঠিক নেই । অনেক দিন এই গানটা শোনা হয় না । আজকে অনেক দিন পরে শুনলাম । সত্যিই আমি নিজেও আশা করি নি যে গানটা এতো চমৎকার হবে । এই গানের সাথে মিউজিক আর হালকা একটু অটো টিউন যদি যুক্ত করা হয় একেবারে ফাটাফাটি হয়ে যাবে !
২৯ শে জুন, ২০২৪ রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ইয়ে, আমি নিজেও তো আশা করি নাই যে আপনাদের কাছে এত ভালো লেগে যাবে শ্রোতা-দর্শকদের উপর্যুপরি অনুরোধে তাইলে দেখি এর বাংলা ভার্সনটা বের করেই ফেলি। তখন আবার দাবড়ানি খাই কিনা, সেটাও অবশ্য মাথায় রাখবো
গানটা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অপু তানভীর ভাই।
৩| ২৯ শে জুন, ২০২৪ রাত ১১:৩৮
শেরজা তপন বলেছেন: ইটা তো চমেৎকার হৈসে
২৯ শে জুন, ২০২৪ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেহেতু আপনারা সবাই বলছেন এটা ভালো হয়েছে, তাইলে তো আমার অস্বীকার করার আর কোনো জো নাই আমি আনন্দে গদগদ।
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।
উত্তেজনায় ঠাসা একটা টি২০ ফাইনাল হচ্ছে - সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া। সাউথ আফ্রিকা যে একটা চোকার দল, মনে হয় এবারও তারা সেটা প্রমাণ করবে
৪| ২৯ শে জুন, ২০২৪ রাত ১১:৫৬
শেরজা তপন বলেছেন: এইজন্যই তো এত রাত জেগে বসে আছি রে ভাই আজকেও মনে হয় চোকার অপবাদ ঘুচবে না
* আগেরটা মুছে দিয়েন
৩০ শে জুন, ২০২৪ রাত ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
What a Final !!!
অসাধারণ
অনেক উপভোগ করেছি
ইন্ডিয়া ৭ রানে জয়ী
অভিনন্দন ইন্ডিয়ান টাইগার্স
সাউথ আফ্রিকা, নেক্সট টাইম
সাউথ আফ্রিকা জিতে যাচ্ছিল। লাস্ট ৪ ওভারে ইন্ডিয়া গেইমে ফিরে আসে। ইন্ডিয়া আসলে অপ্রতিরোধ্য একটা ব্যালেন্সড টিমে পরিণত হয়েছে এখন।
৫| ৩০ শে জুন, ২০২৪ ভোর ৫:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর হয়েছে।
এই গানটা শুনলে অনেক নস্টালজিক যে হয়ে যাই।
আজকে খেলা দেখেছেন। খুব জটিল ছিল খেলাটা।
যাক ভারতকে অভিনন্দন জানাতে হয়। ভালো খেলেছে তাই।
৩০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ গানটা শোনার জন্য অনেক ধন্যবাদ প্রিয় হাসান ভাই।
হ্যাঁ, খেলাটা দেখেছি। অনেক জমজমাট খেলা ছিল, সত্যিকার ফাইনালের ফ্লেভার ছিল, অনেক দোদুল্যমানতা ছিল - জয়-পরাজয় নিশ্চিত করার জন্য লাস্ট ২ বল পর্যন্ত উত্তেজনা বজায় ছিল।
ইয়ে, সাউথ আফ্রিকা তাদের 'চোকার' উপাধিটা নিশ্চিত করেছে
ইন্ডিয়া টিমটা তাদের সর্বকালের সেরা ফর্মে আছে গত কয়েক বছর ধরে। গতকালের ম্যাচে আবার ওডিআই ফাইনালের পুনরাবৃত্তি ঘটে কিনা, এ নিয়েও একটা সংশয় ছিল অবশ্য। যাক, শেষ পর্যন্ত ইন্ডিয়া টিম তাদের নার্ভ যে কত স্ট্রং সেই প্রমাণও দিয়েছে। অভিনন্দন তাদের প্রাপ্য।
ভালো থাকবেন হাসান ভাই। শুভেচ্ছা।
৬| ৩০ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩১
ইমরান৯২ বলেছেন: ভালই হইছে
৩০ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইমরান ভাই। শুভেচ্ছা।
৭| ০৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫১
মলছলএ বলেছেন: দুঃখজনক কবিতায় প্রায়ই জীবন, প্রেম এবং ক্ষতি সম্পর্কে আন্তরিক আবেগ এবং গভীর চিন্তা থাকে। https://wordleweb.io
০৯ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২৪ রাত ৯:৩৫
সামরিন হক বলেছেন: খালি গলায় গেয়েছেন বলে শুনলাম।চমৎকার।
এতটা ভালো হবে আশা করিনি।
শুভেচ্ছা রইলো।