নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি তো হেরেই গেলাম || সহেলিয়ার কণ্ঠে খালি গলায় গাওয়া একটা গান, আমার লেখা ও সুর করা

০৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৮

এর আগে আমার খালি গলায় গাওয়া এ গানটা শেয়ার করেছিলাম। এবার সহেলিয়ার কণ্ঠে খালি গলায় শোনা যাবে গানটি।



সহেলিয়া আর কেউ নয়, আপনাদের পরিচিতই সে। এ গানের মূল কণ্ঠটি আমার। এ আই দ্বারা মূল কণ্ঠকে সহেলিয়ার কণ্ঠে রূপান্তরিত করা হয়েছে। সহেলিয়া এক অনামিকা প্রমীলার নাম, যে নামটি আমার দেয়া। বুঝেছেন তো? :)

আমি তো হেরেই গেলাম
মনের কাছে মন না পেয়ে
তোমাকে এই জীবনে পাওয়া হলো না

তোমাকে পাব বলে গোলাপ বনের
অযুত কাঁটার
সয়েছি আঘাত
হৃদয়ে কাঁটার আঘাত
তবু এই মনের কাছে মন রাখো নি
আমি তো হেরেই গেলাম
মনের কাছে মন না পেয়ে
তোমাকে এই জীবনে পাওয়া হলো না

তোমাকে পাব বলে সাত সাগর আর
তেরটি নদী
পেরিয়ে যাব
পেরিয়ে অনেক দূরে
তোমাকে হারিয়ে আমি তোমাকেই চাই
তোমাকে হারিয়েও তোমাকেই চাই
হারানোর বেদনাতে
হারানোর বেদনাতেই
তোমায় পাওয়ার সুখ পেতে চাই
তবু তো থাকবে তুমি আমারই হয়ে

০৫ মে ২০২৪

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
নারীকণ্ঠ : সহেলিয়া
(এ আই দ্বারা মূল কণ্ঠকে নারীকণ্ঠে রূপান্তরিত করা হয়েছে)
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

AI : Kits.ai and Suno.com
Audio Editing and Video Making Software : FL Studio and Filmora Wondershare
Male to Female Voice conversion and Audio/Video Making : Khalil Mahmud
The name 'Sohelia' of the female vocalist is chosen at random


সহেলিয়ার কণ্ঠে গান : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো হেরেই গেলাম - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



মূল গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো হেরেই গেলাম - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩২

শায়মা বলেছেন: ভাইয়া সহেলীয়ার গান শুনে শুনে তো মুগ্ধ হয়ে গেলাম!!! :)

০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহেলিয়ার গান শুনে আমিও মুগ্ধ :)

২| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১১

মুনসী১৬১২ বলেছেন: কেমন আছেন?

০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরে আল্লাহ, হোয়াট এ প্লিজ্যান্ট প্রেজেন্স!!!! এতদিন কোথায় ছিলেন প্রিয় মুনসী ভাই? অনেক ভালো লাগলো আপনার উপস্থিতি। হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি ব্লগেই থাকবেন।

৩| ০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি সোহেলির চেয়ে বেশী নাম্বার পাবেন।

০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে, আমার তো লজ্জায় মরে যাবার দশা হলো দস্যু ভাই :)

৪| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২২

নয়া পাঠক বলেছেন: সোহেলিয়া মানে এআই দিয়ে আপনার কণ্ঠকে নারী কণ্ঠ ওএমজি, আমি তো ভেবেছিলাম তিনি আপনার অতি আপন কেউ একজন। সুন্দর হয়েছে আপনার গান।

০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সোহেলিয়া মানে এআই দিয়ে আপনার কণ্ঠকে নারী কণ্ঠ ওএমজি
:)

শুধু কি তাই, আমার কণ্ঠ বসিয়ে দিয়েছি, মানে প্রতিস্থাপন করেছি অন্যের কণ্ঠে, দেখুন এবং শুনুন নীচের গুলো, সময় পেলে :) আমার গান সুন্দর হয়েছে জেনে অতি আনন্দিত। আপনি গানটি শুনেছেন, সেজন্য অনেক ধন্যবাদ, নয়া পাঠক। শুভেচ্ছা।








আবার নীচেরটায় লিরিক শুধু আমার, বাকি কাজ এ আই'র :)

৫| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩২

নয়া পাঠক বলেছেন: হুম, শুনলাম! আর অবাক হয়ে গেলাম, আপনি তো ভাই মাল্টিট্যালেন্টের একজন মানুষ।

সে যাই বলুন এ আই কে সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু আমরা অনেক উন্নতি করতে পারব বলে মনে করি। গো অন ভাইয়া।

০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাই, আর লজ্জা দিয়েন না। এ আই দিয়ে কাজ করা অনেকটা খেলার মতোই, ওখানে আমার নিজের ক্রিয়েটিভিটির কিছুই দেখি না। তবে, আমার যে-সব গান ফিমেইল ভয়েসের জন্য প্রযোজ্য, সেগুলো এ আই দিয়ে ফিমেইল ভোকালে কনভার্ট করে শেয়ার করা আমার জন্য সহজ হয়। বিনে পয়সায় কোনো ফিমেইল ভোকালিস্টকে দিয়ে তো গান গাওয়ানো সম্ভব না।

যাই হোক, প্রশংসা সবার কাছেই ভালো লাগে, যদিও সবাই প্রশংসা করেন না এবং করতেও পারেন না হিংসা বা পরশ্রীকাতরতার কারণে। আপনার নির্মোহ প্রশংসা আমাকে অনুপ্রাণিত করলো। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.