নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ব্লগ সিন্ডিকেট আমাদের একটি অতি পরিচিত নাম। আস্তিক-নাস্তিক বিতর্ক, ব্যক্তি-আক্রমণ, নকল লেখা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে ব্লগারদের মধ্যে মতের মিল-অমিলকে কেন্দ্র করে বেশ কিছু বিভাজন দেখা যায়। এই বিভাজনগুলো সূক্ষ্মভাবে লক্ষ করলে আপনি খুব অবাক হবেন। তবে আমি নিজেও জানি না আমি কোন সিন্ডিকেটের সদস্য, বা সিন্ডিকেটে জয়েন করতে হলে কোনো সদস্য-ফর্ম পূর্ণ করতে হয় কিনা, কিংবা আদৌ কেউ আমাকে কোনো সিন্ডিকেটের সদস্য মনে করেন কিনা
যাই হোক, বিভিন্ন বিষয়ে ব্লগারদের মধ্যে বিভাজন বোঝানোর জন্য নীচের উদাহরণগুলো দেয়া হলো। প্লিজ কেউ ভুল বুঝবেন না আমাকে। বিভাজনগুলো পড়ার পর নীচের ধাঁধাগুলোর উত্তর দিয়ে দয়া করে আমাকে বাধিত করুন
১। আমেরিকা-রাশিয়া প্রশ্নে জামাল, কামাল, দামাল গ্রুপ আমেরিকাপন্থী, আবুল, বাবুল ও কাবুল রাশিয়াপন্থী। কলাবতী, রঙ্গিলা ও ঢঙি হলো নিরপেক্ষ।
২। দেশীয় রাজনীতির প্রশ্নে জামাল, আবুল ও কলাবতী হলো ডানপন্থী, কামাল, বাবুল ও রঙ্গিলা বামপন্থী, দামাল, কাবুল ও ঢঙি নিরপেক্ষ।
৩। আস্তিক-নাস্তিক প্রশ্নে জামাল, বাবুল ও ঢঙি হলো নাস্তিক গ্রুপে, কামাল, কাবুল ও কলাবতী আস্তিক গ্রুপে এবং দামাল, আবুল ও রঙ্গিলা সন্দিহান গ্রুপে।
৪। নকলবাজি বা লেখা চুরি বিষয়ে জামাল, কাবুল ও ঢঙি লেখা চোরদের পক্ষে; কামাল, আবুল ও রঙ্গিলা লেখা চুরির ঘোর বিরোধী; দামাল, কাবুল ও কলাবতী উভয় পক্ষের মাঝখানে একটা নিরপেক্ষ ভাব বজায় রাখেন।
৫। ব্যক্তি-আক্রমণের ক্ষেত্রে জামাল, কামাল ও ঢঙি খুবই অ্যাগ্রেসিভ; দামাল, আবুল ও কলাবতী অবিরাম ব্যক্তি-আক্রমণের শিকার; বাবুল, কাবুল ও রঙ্গিলা নিরপেক্ষতা বজায় রাখার নামে গোপনে দুই দলকেই উস্কানি দিয়ে থাকেন।
আরো নানাবিধ বিষয়ে এদের মধ্যে নানান রকম মেরুকরণ ঘটে থাকে। তবে, মাথা হ্যাং করার ইচ্ছে নাই, তাই এখানেই ক্ষান্ত দিলাম। উপরের বিষয়ভিত্তিক মেরুকরণগুলো ভালোমতো পর্যবেক্ষণ করুন, তারপর নীচের প্রশ্ন বা ধাঁধার উত্তর দিন।
ধরুন, আগামী ১লা বোশেখে একটা ব্লগ-সম্মিলনের আয়োজন করা হবে। সেখানে বসার জন্য দুটো জায়গা থাকবে - একটা ভাগের নাম ‘ক’, আরেকটার নাম ‘খ’।
ক। আপনি কোন সিন্ডিকেটের সদস্য?
খ। উপরের ৯জন ব্লগারের কে, কোন ভাগে বসবেন বলে আপনি মনে করেন?
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওমা, কন কী?
২| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৭
ডার্ক ম্যান বলেছেন: আমার দুর্ভাগ্য আমি কোন সিন্ডিকেটের সদস্য হতে পারলাম না।
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও ভাই, কন কী?
৩| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫১
অপু তানভীর বলেছেন: আমি তো বেশ কয়েকটা সিন্ডিকেটেই রয়েছি
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেন। তবে মূল প্রশ্নটার উত্তর দিন, ১লা বোশেখের অনুষ্ঠানে আপনি কোন শাখায় বসবেন, ক, নাকি খ-তে?
৪| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫১
ধূম্র ধূম্রাট বলেছেন: সামরিন ঠিক বৈলিছে আমাদের কী আর বসার জায়গা হবি সব তো রাঘব বোয়ালগির দখলে ।
তয় মনে হয় কে কোন সিটে বৈসবে তা মডুই ঠিক কৈরবে । মডু যদি কয় বসনের সিট নাই পারলি মাটিতে বসেন তবে তাই হবি এর অন্যথা হবিনে !
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা, আমারে আর কান্দাইয়েন না
৫| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫২
ডার্ক ম্যান বলেছেন: একটা ধাঁধা , ব্লগের দুষ্ট কোকিল কে ?
বলতে পারলে দুষ্ট কোকিলের সাথে অডিশন পাশ করা সাপেক্ষে অভিনয়ের সুযোগ মিলতে পারে
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চিনতে পারলাম নাহ
অডিশনে আমি আগেই ফেইল, অভিনয়ে কাঁচা, পারিই না বলতে পারেন
৬| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫২
আরইউ বলেছেন:
সোনাবীজ,
কামাল নামেতো আমাদর একজন ব্লগার আসলেই আছেন। উনি অবশ্য প্যাচঘোচ ছাড়া মানুষ-- কিছু মনে করবেননা বলেই বিশ্বাস করি। কাবুল নামটা ভালো হয়েছে। হা হা হা। কাবুল (আফগানিস্তান) কি আসলেই রাশা পন্থি?
রম্যের ঢং-এ আপনি একটা জটিল বিষয় নিয়ে লিখেছেন। বিষয়টা নিয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে এই ব্লগে যেহেতু "সিন্ডিকেট" নিয়ে অনেক আলোচনা-সমালোচনা-অনুযোগ-অভিযোগ আছে। তবে, ব্লগে আদতে আমি তেমন একটা সিন্ডিকেট দেখিনা। এক্সওয়াইযেড-এর কোন কিছুতে একমত হলেই আমি তার সিন্ডিকেটের সদস্য হয়ে গেলাম এটা ভাবা ভুল -- সিন্ডিকেট শব্দটা না বুঝলে এই ভুলটা করা স্বাভাবিক।
যাহোক, এবার প্রশ্নের জবাবে আসি-
১. যা কিছু ভালো সেই সিন্ডিকেটের।
২. ব্লগারদের দেখা হলে আপনি তাদের কোনভাবেই ক আর খ-এ ভাগ করতে পারবেননা। ব্লগাররা হলেন চিনি আর জল -- মিলেমিশে শরবত হয়ে যাবে!
ভালো থাকুন।
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: র্যান্ডম বেসিসেই প্রচলিত নামগুলো নেয়া হয়েছে। জামাল, কামাল-এর সাথে প্রচলিত আর কোনো নাম খুঁজে পেলাম না, তাই দামালই রাখলুম আবুল, বাবুলের সাথেও ৩য় নামটা শাবুল আসছিল, কিন্তু শাবুল বলে কিছু আছে বলে জানি না, তাই কাবুলই দিলাম নাম নিয়ে আশা করি কেউ মাইন্ড খাবেন না।
রম্যের ঢং-এ আপনি একটা জটিল বিষয় নিয়ে লিখেছেন। আপনি মনে হয় মূল মেসেজটা ধরতে পেরেছেন। আমরা এই যে সর্বক্ষণ যুদ্ধংদেহী ভাব নিয়ে একে-অপরের বিরুদ্ধে তেড়ে আসি, এটা কি একটা শিক্ষিত জনগোষ্ঠীর বৈশিষ্ট্য হতে পারে? আমি কয়েকটা কমেন্টে লিখেছিও বিষয়টা - এই আমরা অহি-নেউলে সম্পর্কযুক্ত মানুষগুলো কোনোদিন যদি কোনো এক ব্লগ-আড্ডায় মিলিত হই, তাহলে আমরা একে-অপরের কাছে মুখ দেখাবো কীভাবে? যে ব্লগার সারাক্ষণ গালি-গালাজ করে বেড়াচ্ছেন, ট্যাগিং করে বেড়াচ্ছেন, ওখানেও কি তিনি এ কাজটা করতে থাকবেন? আমরা কি তাহলে ভদ্রতা শিখতে পারি নি?
আপনি ট্যালেন্টেড ব্লগার। আপনার উত্তরগুলোও বুদ্ধিদীপ্ত ও চিন্তাশীল হয়েছে।
৭| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫২
ধূম্র ধূম্রাট বলেছেন: @ডার্কম্যান, ভাই আপনি তো সোনা-সিন্ডিকেটের সদস্য এইডা আপনি এড়াইবের পারবেন না !
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গালে হাত দিয়া চিন্তা করিতেছি, এমন ইমো হইবেক এখানে
৮| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:০২
পুরানমানব বলেছেন: আশ্চর্য হলাম, ক্লাসি সিন্ডিকেট আর বস্তি সিন্ডিকেট বলিয়া কিছু লিখিতে আপনি ভুলিয়া গিয়াছেন নাকি?
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে, মানে, থাক না ও-দুটো
৯| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন: ১লা বোশেখের অনুষ্ঠানে আমি আসলে কোন ভাগেই বসব না । কারণ এই দিনে আমি বাসা থেকেই বের হব না ।
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও হো হো হো
আপনার কমেন্ট পড়ে মনে মনে অট্টহাসি দিয়ে উঠেছি, কারণ, পার্শ্ববর্তিনী বান্ধবিনী ঘুমাচ্ছেন, হাসির শব্দে ঘুম ভাঙলে খবর ছিল, দ্য নিউজ অ্যাট টেন
আপনি খুব কৌশলী এবং বুদ্ধিমান বটে
১০| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:১১
ডার্ক ম্যান বলেছেন: ধূম্র ধূম্রাট বলেছেন: @ডার্কম্যান, ভাই আপনি তো সোনা-সিন্ডিকেটের সদস্য এইডা আপনি এড়াইবের পারবেন না !
একটা মন্তব্য কারো পক্ষেও যাইতে পারে আবার কারো বিপক্ষেও যাইতে পারে। তার মানে এই না যে, মন্তব্যকারী কোন সিন্ডিকেটের সদস্য হয়ে গেলো।
তবে হ্যাঁ , মুক্তিযুদ্ধের পক্ষে যারা লেখালেখি করেন আমি সবসময় তাদের দুর্দিনে তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ।
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মুক্তিযুদ্ধের পক্ষে যারা লেখালেখি করেন আমি সবসময় তাদের দুর্দিনে তাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ।
কোন দুর্দিনের কথা বললেন, ব্লগে, নাকি বাস্তব জীবনে?
১১| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৩
করুণাধারা বলেছেন: বেশিরভাগ ব্লগার যে দিকে থাকবে আমিও সেদিকে থাকবো। "মেজরিটি সিন্ডিকেটে" যোগ দেবো।
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এটা অবশ্য ভালো বুদ্ধি আপু, মেজরিটি পিপল এটাই করবেন।
১২| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৫
শেরজা তপন বলেছেন: আমার মত ডাবল/ট্রিপল স্টান্ডার্ড মেইনটেইন করা কারো কারো জন্য 'মিউজিক্যাল চেয়ারে'র ব্যবস্থা করতে হবে!
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে এটা কী বললেন প্রিয় শেরজা তপন ভাই? আমার অবজারভেশনে আপনার স্ট্যান্ডার্ডে কখনো কোনো সমস্যা দেখি নাই, খুবই নেচারাল হাই স্ট্যান্ডার্ডই মেইন্টেইন করে আসছেন। প্লিজ গো অন।
১৩| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৭
ডার্ক ম্যান বলেছেন: লেখক বলেছেন: কোন দুর্দিনের কথা বললেন, ব্লগে, নাকি বাস্তব জীবনে? [/sb
সেটা যেখানেই সুযোগ হয়।
০৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুনে খুব ভালো লাগলো সৈকত ভাই।
১৪| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৭
এম ডি মুসা বলেছেন: আমার চরিত্র হচ্ছে। যুক্তিক অন্যায় এর প্রতিবাদ করা বাট সেটার অপশন খুঁজে পাইনি। আমি যুক্তিক ছাড়া । কোনো আসনে বসতে রাজী না
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগ-ডে'র আয়োজন করা হলে এবং সেখানে বসার জন্য দুটো মাত্র ব্লক থাকলে আপনি কোন ব্লকে বসবেন?
১৫| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৩:৫৭
ভুয়া মফিজ বলেছেন: আমি একজন ভুয়াপন্থী ব্লগার, এটাকে ভুয়া সিন্ডিকেটও বলতে পারেন। আমি অবশ্য নিজেই নিজেকে ব্লগার বলি। ব্লগারের সার্টিফিকেট এখনও পাই নাই।
আমার বউ বলেছে, ভিড়ের মধ্যে না যেতে। যেদিকে মানুষজন কম থাকবে, সেইদিকে থাকতে। বউয়ের কথার বিরুদ্ধে গেলেই আমার বিপদ হয়, তাই আমাকে আগে পর্যবেক্ষণ করতে হবে কোনদিকে মানুষ বেশী, তারপরে বসাবসির চিন্তা!!!
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বউয়ের কথার বিরুদ্ধে গেলেই আমার বিপদ হয়। তার আর বলতে সংসার সুখের হয় বউয়ের কথামতো চলতে পারলে। ঠিক এই নীতিবাক্যখানি আমি মাঝেমাঝে ভুলে গিয়ে বিদ্রোহ করে বসি, তখনই বুঝতে পারি ঠ্যালার নাম বাবাজি আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে বউদের সিন্ডিকেটে যোগদান করতে হবে সেটাই সকল সুখের মূল
ইয়ে, ব্লগার সার্টিফিকেট তো আমারও নাই। কে দেবে সনদ, কে দেবে ভরসা? এজন্য কি মডু বরাবর দরখাস্ত করাই উত্তম কাজ হবে?
১৬| ০৭ ই জুলাই, ২০২৪ ভোর ৪:৪৩
কামাল১৮ বলেছেন: ব্লগে সিন্ডিকেট আছে এটাই জানতাম না।এই সিন্ডিকেটের কাজ কি?
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আমারে আর কান্দাইয়েন না প্রিয় কামাল ভাই
কমেন্টের জন্য ধন্যবাদ।
১৭| ০৭ ই জুলাই, ২০২৪ ভোর ৪:৫৩
মিরোরডডল বলেছেন:
কারো মন্তব্যে সহমত হলেই সেই সিন্ডিকেটের অথবা মতের অমিল হলেই অন্য সিন্ডিকেটের এভাবে চিন্তা করাও এক ধরণের ট্যাগিং। শুধু সামুর ব্লগার না, মানুষ মাত্রই কেউ ফ্ললেস হতে পারে না। আজ একজনের মন্তব্য ভালো লাগলো, কাল নাও লাগতে পারে। আবার আজ যার লেখা ভালো লাগেনি, কাল তার একটা লেখাই অনেক ভালো লাগতে পারে। মন্তব্য প্রতিমন্তব্য সেইভাবেই হয়। তার মানেই এই না যে দুই নৌকায় পা দিয়ে চলা, সামুতে এর আগেও দেখেছি এভাবে বলা হয়, যেটা ঠিক না।
নিরপেক্ষতা বজায় রাখার নামে গোপনে দুই দলকেই উস্কানি দিয়ে থাকেন।
যদিও এটা ফান পোষ্ট, তারপরও না বললেই না, এই যে কথাটা বলা হলো এটাও সঠিক না।
কারণ সামুতে গোপন বলে কিছু নেই, যা হয় ওপেনলি হয়। সবাই সব দেখে।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৮| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:২৬
শায়মা বলেছেন: ভাইয়া আমি কলাবতী, রঙ্গিলা না ঢঙ্গী????
কনফিউসড হয়ে গেলাম তো।
মনে হয় ছোটবেলায় যে খেলায় কিছু পারতোনা তারে দুধভাত বলা হত সেটা না না সেটা তো আমি হতে পারি না তবে ঐ যে আরেকটা ছিলো সর্বদল সেটা নাকি?? না না এটাও ঠিক ঠাক হলো না........ পেয়েছি আমি উপরে উপরে সর্বদল ভিতরে ভিতরে আমার দল!!!
এই ব্লগে ফার্স্ট আমি সিন্ডিকেট কথাটাই শুনি জিশানভাইয়া গন্ডগোলে। তখনও জানতাম না একদিন এই সিন্ডিকেট অপবাদ আমার গাঁয়েপ লেগে যাবে। শায়মা সিন্ডিকেট।
এই ব্লগে যে যাকে পছন্দ করে না তার পোস্টে কমেন্ট দিলেই হইসে সেই মনে মনে হয়ে গেলো বিরোধী সিন্ডিকেট। আর তার বিরুদ্ধের কোনো কমেন্ট বা পোস্টে সহমত পোষন করলেই ব্লক এবং ঘোরতর বিশ্বাসী হয়ে গেলো ঐ সিন্ডিকেটই।
ব্যাস মনে মনে মনোমালিন্য হতে হতে দা কুমড়া নিয়ে লড়াই। হা হা হা হা এই সব লড়াই এ কত শত আহত নিহত হতে দেখলাম। আবার ফিনিক্স পাখির মত জেগে উঠলো আহত নিহতরাই। : )
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভাইয়া আমি কলাবতী, রঙ্গিলা না ঢঙ্গী????
কনফিউসড হয়ে গেলাম তো।
কেন, আপনি তো জামাল, কামাল, আবুল, কাবুলও হতে পারেন, তাই না? নামগুলো যা মনে আসছে তাই হিসাবে নেয়া
আমি উপরে উপরে সর্বদল ভিতরে ভিতরে আমার দল!!! এটা একটা মজার কথা। মজার ছলে বললেও কথাটা তাৎপর্যপূর্ণ। সম্পর্ক রক্ষার খাতিরে বা সিন্ডিকেটের প্রতি আনুগত্য বজায় রাখার স্বার্থে আমরা উপরে উপরে সিন্ডিকেট-মেটদের পক্ষেই হয়ত কথা বলে থাকি, কিন্তু ভিতরে ভিতরে আমাদের সমর্থন জেনুইন ব্লগারদের প্রতিই থাকে। অনেক কথাই মনের ভেতরে মোচড় খায়, কিন্তু প্রকাশ্যে বলা যায় না
এই ব্লগে ফার্স্ট আমি সিন্ডিকেট কথাটাই শুনি জিশানভাইয়া গন্ডগোলে। তখনও জানতাম না একদিন এই সিন্ডিকেট অপবাদ আমার গাঁয়েপ লেগে যাবে। শায়মা সিন্ডিকেট। সিন্ডিকেট কথাটা বেশি শুনছি ইদানীং। তবে, ব্লগের শুরু থেকেই সিন্ডিকেটবাজি ছিল। ফিফ-কৌশিক গ্রুপ ও এন্টি-গ্রুপটা ছিল সবচাইতে বেশি অ্যাক্টিভ। আবার, আস্তিক-নাস্তিক গ্রুপও ছিল, যদিও ব্লগারদের নাম এখন তেমন মনে পড়ছে না।
এই ব্লগে যে যাকে পছন্দ করে না তার পোস্টে কমেন্ট দিলেই হইসে সেই মনে মনে হয়ে গেলো বিরোধী সিন্ডিকেট। আর তার বিরুদ্ধের কোনো কমেন্ট বা পোস্টে সহমত পোষন করলেই ব্লক এবং ঘোরতর বিশ্বাসী হয়ে গেলো ঐ সিন্ডিকেটই। এটা একটা বাজে ট্রেন্ড। ঠিক এই কারণেই আমি নিজেই অন্যদের ব্লগে কমেন্ট করা একেবারেই কমিয়ে দিয়েছি। কেউ হুট করে একটা কটু কথা বলে ফেলবেন, সেটা সহ্য করা খুব কষ্টকর হবে।
১৯| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোন সিন্ডিকেটের সাথেই আমার অবস্থান নেই।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি নিজেও কোনো সিন্ডিকেটে আছি কিনা জানি না। তবে ফ্যাক্ট হলো, আপনি না চাইলেও কীভাবে যেন আপনি কোনো-না-কোনো দলে পড়েই যাচ্ছেন, হতে পারে সেটা যুদ্ধংদেহী গ্রুপ, কিংবা নিতান্ত 'দুধভাত' গ্রুপ
২০| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫১
রানার ব্লগ বলেছেন: আমি সিন্ডিকেট মুক্ত।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদানীং ব্লগে সিন্ডিকেট-মুক্ত থাকতে পারাটা বিরাট সাফল্য কিন্তু
২১| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১১
কিশোর মাইনু বলেছেন: আমি চিন্তা করছি নতুন সিন্ডিকেট ই খুলে ফেলব। দেখি ব্লগের কারো সাথে ক্যচালে জড়াতে হবে সিন্ডিকেট খোলার জন্য। কাকে টারগেট করব চিন্তা করছি।
শায়মা আপু অথবা অপু ভাই কে ধরতে হবে। তারা দেখে থাকলে আমার সাথে ক্যাচাল শুরু করার আমন্ত্রণ(বানান ঠিক আছে?) জানানো যাচ্ছে। ভাল ক্যাচাল লাগবে কিন্তু, নাহলে আবার কেউ সিন্ডিকেটে জইন দিবে না।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর দেরি কেন? আজই নতুন সিন্ডিকেটের নাম ঘোষণা করুন নাম হতে পারে ক্যাঁচাল মাইনু সিন্ডিকেট। হাহাহাহাহাহা
২২| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:১৭
শায়মা বলেছেন: কিশোর মাইনু ভাইয়ু আমি আর অপু ভাইয়ু একই সিন্ডিকেট। নতুন সিন্ডিকেট বানানো চলবে না। আমাদের সিন্ডিকেটে যোগ দাও।
০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে, আপনাদের সিন্ডিকেটের মেনিফেস্টো কী? যোগদানের জন্য কি কোনো ফর্ম-টর্ম, ব্যানার আছে?
২৩| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৩
কিশোর মাইনু বলেছেন:
কিন্তু আমারো যে একটা সিন্ডিকেট লাগবে। আপনাদের সিন্ডিকেটে আছি যুগ পার হচ্ছে। অপু ভাই তো literally আমার ব্লগে আসার ই কারণ। বাট সিন্ডিকেট
I want one
০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কিন্তু আমারো যে একটা সিন্ডিকেট লাগবে।
আপনার সিন্ডিকেটের প্রতি আমার আন্তরিক সমর্থন ও প্রাণঢালা অভিনন্দন রহিল
২৪| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৬
ধূম্র ধূম্রাট বলেছেন: আচ্ছা আমার একটা সিন্ডিকেটের নাম দিতি পারি আমার সিন্ডিকেটের নাম হলো "কাউন্টার ট্যাগবীর ও ভেড়াব্লগার সিন্ডিকেট" । আমি এই সিন্ডিকেটের অন্যতম এজেন্ট আর আমাগির এই সিন্ডিকেট আপাগ্রুপ থিকি পরিচালিত হয় !
ইডা কিন্তু টপ সিক্রেট কতা কাউকে আবার কতি যাবেন না কলেম !!
০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকক্ষণ বিরতির পর আবার রিপ্লাই দিতে এলাম।
কাউকে অযথা ট্যাগিং করা, হ্যারাস করা, গালিগালাজ করা কোনো মার্জিত বৈশিষ্ট্য নয়। ব্লগে যারা এসব করছেন, আপনি গুনে দেখুন, হাতেগোনা স্বল্প কয়েকজন ব্লগার ছাড়া কেউ তাদের পছন্দ করছেন না। আর এরা এ কাজগুলো করছেন অ্যাটেনশন পাওয়ার জন্য। দুর্বল ব্যক্তিরাই অ্যাটেনশন সিকার হয়ে থাকেন। আমার এই রম্য ধাঁধা পোস্টের উদ্দেশ্য উপরে এক জায়গায় লিখেছি। আমরা এই যে এত কুৎসিত গালিগালাজ করছি, আমরা যদি কোনোদিন কোনো ব্লগ-আড্ডায় মিলিত হই, কীভাবে একে-অপরকে মুখ দেখাবো, সেটা কি কখনো ভেবে দেখি? আমাদের কি একটুও চক্ষুলজ্জা নাই? আবার এও খেয়াল করবেন, অনেকে অনেকভাবে আক্রমণ করেও বুঝতে পারেন না যে তিনি ব্যক্তি-আক্রমণ করছেন, বা গালি-গালাজ করছেন। হয় তারা ব্যক্তি-আক্রমণ বিষয়টা বোঝেন না, অথবা মিথ্যা বলছেন।
কোনো পোস্ট বা কমেন্টে যদি কাউকে হেয় বা অপমান করার উপাদান থাকে, সেগুলো পরিহার করা উচিত। আমি, আপনার এবং সকলের জন্যই এ কথাটা প্রযোজ্য।
কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।
২৫| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৮
শায়মা বলেছেন: মাইদুলভাইয়া দুধভাত গ্রুপ
রানার ব্লগ ভাইয়া সর্বদল গ্রুপ আই মিন সিন্ডিকেট।
কিছুটা চোরেরে কয় চুরি করো গৃহস্তেরে কয় ধরো ধরো টাইপ
ধূম্রভাইয়াজান এটা কোন সিন্ডিকেট বানাবে?? ট্যাগবীর কি? ভেড়াব্লগার এর সিন্ডিকেট নাকি ভেড়াদেরকে ঘাষ খাওয়ানো সিন্ডিকেট?
আপা গ্রুপ মানে কি জবাব দাও?
০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
২৬| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০২
ধূম্র ধূম্রাট বলেছেন: ধূম্রভাইয়াজান এটা কোন সিন্ডিকেট বানাবে?? ট্যাগবীর কি? ভেড়াব্লগার এর সিন্ডিকেট নাকি ভেড়াদেরকে ঘাষ খাওয়ানো সিন্ডিকেট?
আপা গ্রুপ মানে কি জবাব দাও?
টপ সিক্রিট কতা আমি আর কতি পারবো নানে । এইটুকুন বলতি পারি ভেড়াবোলগার আর ট্যাগবীরদের শায়েস্তা করতি এই সিন্ডিকেট খোলা হয়েছে আর আপাগুরুপের আপা যে কিডা এইডা কওয়া যাবিনে যাবিনে যাবিনেই !
২৭| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: তুমি তো মনে হচ্ছে আমার দেশী ভাই যশোরের মানুষেরাও এইভাবেই কথা বলে। গুড গুড বুদ্ধিমান ভাইয়ু হা হা কওয়া যাবিনে যাবিনেই হা হা হা
২৮| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩০
আলামিন১০৪ বলেছেন: মুই তো দেহি কোনো গ্রুপেই নাই
২৯| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৬
দি এমপেরর বলেছেন: আপনারা সিণ্ডিকেট অনুযায়ী যার যার আসনে বসবেন আর আমি যেকোনো বিচারকের খালি আসনে বসে পড়ব।
৩০| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৮
ভুয়া মফিজ বলেছেন: শায়মা বলেছেন: মাইদুলভাইয়া দুধভাত গ্রুপ
শায়মা............এই গ্রুপটা আমার পছন্দ হয়েছে। তোমার তো জানাশোনা আছে; আমাকে ভর্তি করে দাও।
৩১| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: তোমাকে দুধভাত গ্রুপে নেওয়া যাবে না। তুমি বাঘভাত মানে বাঘের মাংস দিয়ে ভাত খাওয়া গ্রুপ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৪
সামরিন হক বলেছেন: আমার বসার জায়গা নাই!