নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সেই তুমি চলে গেছো || সহেলিয়া ও মেহেদীর কণ্ঠে আমার লেখা ও সুর করা এ গানটি

১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১৮

ইউটিউব, ফেইসবুক ও ব্লগে আমার এ গানটি সম্ভবত সবচাইতে বেশি শেয়ার করা হয়েছে। নিজের লেখা ও সুর করা গানে এটি আমার সবচাইতে প্রিয় গানের একটি।





আমি কণ্ঠশিল্পী না হলেও শিল্পীর অভাবে এতকাল আমার সবগুলো গান আমার কণ্ঠেই ধারণ করেছি, এমনকি যে-গানগুলো মেয়েকণ্ঠের জন্য লেখা, সেগুলোও। এ আই আমার জন্য একটা সুবিধা করে দিয়েছে, নারীকণ্ঠের গানগুলো এখন আমি সহজেই নারীকণ্ঠে রূপান্তরিত করে নিতে পারি। এ গানটায় ব্যবহৃত নারীকণ্ঠটি একটি রূপান্তরিত কণ্ঠ, মূল কণ্ঠটি আমারই। শিল্পীর নাম সহেলিয়া। সহেলিয়া নামে কোনো শিল্পীর অস্তিত্ব নেই, বাই চান্স থাকলেও তা আমার জানা নেই, এটি আমার বিভিন্ন কবিতায় ব্যবহৃত একটি প্রমীলা-নাম, যা সুন্দর মনে হওয়ায় গানের শিল্পী হিসাবে বেছে নিয়েছি।

আমার আগে ব্যবহৃত রূপান্তরিত নারীকণ্ঠগুলো তেমন আবেদনময়ী মনে হয় নি, তবে এ গানটিতে আগের চাইতে বেশ আবেদনময়ী কণ্ঠ মনে হয়েছে।

সেই তুমি চলে গেছ
আবার ফিরবে কিনা
সে কথা আমায় তুমি বলে যাও নি
বলে যাও নি তুমি
সে কথা আমায় তুমি বলে যাও নি

সেই পথ ধরে হাঁটি ফুলবীথিকায়
যেদিকে তাকাই হায় স্মৃতিরা আমাকে কাঁদায়
সারা রাত জেগে থাকি
রাতের আঁধার যেন
করুণ বিষের মতো আমার হৃদয় জুড়ে
সারা রাত বেদনা ছড়ায়

কোথাও রাখি নি লিখে ঠিকানা তোমার
তুমিও যাও নি ফেলে পথের চিহ্ন কোনো
আজো পথে চেয়ে আছি
ভোরের কুয়াশা কেটে
হয়ত হঠাৎ তুমি আবছা ছায়ার মতো
ধীর পায়ে আসছো হেঁটে

০৬ ডিসেম্বর ২০২১

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
নারীকণ্ঠ : সহেলিয়া
(এ আই দ্বারা মূল কণ্ঠকে নারীকণ্ঠে রূপান্তরিত করা হয়েছে)
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব


সহেলিয়া কণ্ঠে গানটি শুনুন। প্লিজ এখানে ক্লিক করুন - সেই তুমি চলে গেছো - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




মূল কণ্ঠে (আমার কণ্ঠে) এ গানটি শুনুন। প্লিজ এখানে ক্লিক করুন - সেই তুমি চলে গেছো - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




জনৈক ছোটোভাই মেহেদীর কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - সেই তুমি চলে গেছো - মেহেদী

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: ভাইয়া সহেলিয়া তো ভালোই গান গায়!!! :)

১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আমি তো মুগ্ধ :)

২| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লেগেছে, আসলে বিরহি টাইপ গানগুলো কেন জানি আমার সব সময়ই ভালো লাগে........শুভ রাত্রি

১২ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার তো মনে হয়, বেশিরভাগ মানুষই বিরহের গান পছন্দ করেন। আমি নিজে একজন বিরহের কবি, আমার লেখালেখিতেও তাই বিরহের সুরটাই প্রাধান্য পায়।

গান ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সামমা ভাই। শুভেচ্ছা।

৩| ১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৭

শেরজা তপন বলেছেন: তিনটে গান শুনলাম তবে কোনটা কার এটা বুঝতে খুব কষ্ট হৈল ভাই। লাস্টের ফিউশন তো মাথা আউলায় দিল :)

১২ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরে আল্লাহ, আই মিন, ও এম জি, বা ও মাই গড - তিনটাই শুনে ফেলেছেন। সাব্বাস আপনি শেরজা তপন ভাই।

গানের কোনো ফিউশন নাই এখানে, তবে, প্রথমটা আমার ভয়েসকে কনভার্ট করে সহেলিয়ার কণ্ঠে নেয়া হয়েছে। ২ নাম্বারটা স্বয়ং আমার গলা :) ৩ নাম্বারটা আমার পরিচিত এক অর্কেস্ট্রা দলের ছোটো ভাইয়ের কণ্ঠ। গলা শুনে কণ্ঠ চেনা তো মুশকিল হবেই, কারণ, আমার সাথে তো আপনার কোনোদিন সামনাসামনি কথাই হয় নাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.