নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

জনতাই সকল ক্ষমতার উৎস, আবার প্রমাণিত। আগামীর শাসকগণ যেন শেখ হাসিনার পরিণতির কথা মনে রাখেন

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৩

জনতাই সকল ক্ষমতার উৎস, আবার প্রমাণিত হলো। বাংলাদেশ আবার স্বাধীন হলো।
সাবাস বীর বাঙালি, সাবাস জনতা, তোমাদের জানাই প্রাণঢালা অভিবাদন।

সকল শাসক ও তার তোষামোদকারী দালালদের মনে রাখতে হবে, জনগণের কথা না বললে, জনগণকে গালি দিলে তার পতন হবে শেখ হাসিনার মতোই। শেখ হাসিনার মতো অহঙ্কার ও জেদ দেখিয়ে কথায় কথায় মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। জনগণকে শত্রু মনে করা যাবে না, জনগণকে শত্রু বানিয়ে ফেলা যাবে না। তিনি হয়ত বিপদ আসন্ন জানতে পেরেই বোনকে নিয়ে পালাবার একটা সুযোগ পেয়েছিলেন, নইলে জনগণ যেভাবে গণভবনে ঢুকে গিয়েছিল, রোমানিয়ার চসেস্কুর চাইতেও তার অবস্থা ভয়াবহ হতে পারতো। বাংলার ইতিহাসে সবচাইতে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে, ২৫০এর অধিক মানুষের প্রাণ খেয়ে খুবই ন্যাক্কারজনকভাবে দেশ থেকে পালিয়ে গেলেন তিনি। দেশের জন্যও একটা বড়ো লজ্জার বিষয় নিঃসন্দেহে।

আগামী দিনের শাসকগণ যেন জনগণের শাসক হয়, জনগণের দ্বারা জনগণ থেকেই যোগ্য শাসক নির্বাচিত হয়, আমার সোনার দেশের জন্য সেই শুভ কামনা। এত রক্তপাত, এমন নৃশংস স্বৈরাচার আর দেখতে চাই না।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: আন্দোলনের ক্ষোভের শুরু সাধারণ জনতার মাঝে শুরুই হয়েছিলো আসলে আবু সায়ীদের মৃত্যু দিয়ে। যে কোনো মানুষই চমকে উঠবে অমন ভয়াবহতায়। একের পর এক ছেলেরা মরবে আর ক্ষমতার লোভে আমি নির্বিকার থাকবো?? এটা কখনও হয় নাকি??


এরপর ক্ষমতায় যেই আসুক আসন যে চিরস্থায়ী নহে সেটাই বুঝাই দিলো আজকের এই জেন জি।

২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪১

নতুন নকিব বলেছেন:



এই প্রজন্ম অবিস্মরণীয় সফলতার স্বাক্ষর রেখেছে।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪২

ভুয়া মফিজ বলেছেন: জনতাই সকল ক্ষমতার উৎস এটা প্রমাণ করতে গিয়ে আমাদের প্রচুর আত্মার আত্মীয়কে হারাতে হয়েছে। এই বিজয়ের সময়ে তাদের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। তাদের ত্যাগ ছাড়া এই বিজয় সম্ভব ছিল না। এখন আমাদের এমন একটা সংবিধান তৈরী করতে হবে যেন শেখ হাসিনা জাতীয় কোন বেশ্যা-চরিত্রের ধর্ষক আবার দেশকে ধর্ষণ করার সুযোগ না পায়।

এই সুবিধা আমাদের চিরতরে বন্ধ করতে হবে।

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১

নয়া পাঠক বলেছেন: আমাদের আরও খেয়াল রাখতে হবে, চামড়া পাল্টানো কিছু ব্লগারের দিকে।

৫| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

দি এমপেরর বলেছেন: মানুষ কেন যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না! সীমা অতিক্রম করার ফলাফল তো এটাই হওয়ার কথা।

৬| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১০

রাসেল বলেছেন: শেখ হাসিনা কি দিল্লি হয়ে লন্ডনের পথে ?

০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা খবরে শুনলাম, তার ফাইনাল ডেস্টিনেশন বেলারুশ। এটা পরিষ্কার হতে সময় লাগবে কিছুটা।

৭| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

রাসেল বলেছেন: দাদারা জায়গা দিলো না শেখ হাসিনাকে। অথচ তাদের জন্যই জীবন বিসর্জন দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.