নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আপনারা জানেন, আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না, গলাও ভালো না, কিন্তু গান আমি খুব ভালোবাসি। গান বা সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম। এই সুরের মধ্যে ডুবতে ডুবতে একসময় নিজেই সুর হয়ে বেজে উঠি। প্রেম ছাড়া বাঁচা যায় না পৃথিবীতে, বলতে পারেন, গান ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব।
গানের কোনো ব্যাকরণ বুঝি না, কিন্তু গাইতে খুব ভালোবাসি। শেয়ার করলাম আপনাদের সাথে নিজের অনুভূতি।
১
ডাকবো না, ডাকবো না, বাইরে থেকে অমন করে ডাকবো না
২
শাঙন গগনে ঘোর ঘনঘটা
৩
জগতে আনন্দ-যজ্ঞে আমার নিমন্ত্রণ - কোরাস
৪
জগতে আনন্দ-যজ্ঞে আমার নিমন্ত্রণ
৫
আমার ভাঙা পথের রাঙা ধূলায় পড়েছে কার পায়ের চিহ্ন - ফটোমিক্স-১
৬
আমার ভাঙা পথের রাঙা ধূলায় পড়েছে কার পায়ের চিহ্ন - ফটোমিক্স-২
৭
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
৮
তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার
৯
এটা আমার লেখা
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - একদিন নিবিড় সন্ধ্যায় দুজনে মুখোমুখি
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কীর্তিমানরা বেঁচে থাকবেন তাদের কীর্তির মধ্য দিয়ে। যদ্দিন বাংলা ভাষা ও সাহিত্য টিকে থাকবেন, তদ্দিন বা তার পরও রবীন্দ্রনাথের কীর্তি বেঁচে থাকবে, যেমন এখনো বেঁচে আছে চর্যাপদের মতো প্রাচীন কীর্তিগুলো।
কমেন্টের জন্য ধন্যবাদ কামাল ভাই।
২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: রবীন্দ্র সংগীত অতুলনীয়। তবে আপনার গাওয়া আকর্ষণীয় নয়। বেসুরো মনে হয়। আপনার কবিতা আর গল্প বলা আমার ভালো লাগে। অবশ্য আপনার গানের অনেক ফ্যান ব্লগে থাকতে পারে। রবীন্দ্র নাথের প্রয়াণ দিবসে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। আপনাকেও ধন্যবাদ বিষয়টি মনে করিয়ে দেয়ার জন্য।
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
এ পোস্টের কোন গানটা আপনার কাছে বেসুরো মনে হলো একটু প্লিজ বলবেন। আর সেই গানটার চাইতে বেশি ভালো গেয়েছেন, এমন দু-একটা লিংক দিলে আরো বেশি খুশি হবো।
৩| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৭
শায়মা বলেছেন: অনেক ভালোবাসা ভাইয়া। এতকিছুর মধ্যেও রবিঠাকুরকে স্মরন করার জন্য।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২২
কামাল১৮ বলেছেন: রবীন্দ্রনাথ আরো বহু যোগ আমাদের মানষপটে জীবিত থাকবেন।শীবির জামাতিরা হয়তো পছন্দ করবে না।