নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
একটা নিহত দিনের সবটুকু মায়া মাটির আধারে গেঁথে রেখে
ক্ষয়িষ্ণু স্মৃতির বুকে লুটিয়ে পড়ে দিশেহারা চোখ
ক্ষুব্ধবাক পিঁপড়ের রাশি চঞ্চলতা ভুলে গিয়ে খুবলে খায়
দুর্বৃত্ত ঘাস। একজোড়া সংশপ্তক কাক আচানক ডানা ভেঙে
মাটিতে ঝরে পড়ে; অদূরে খা-খা অন্ধকার
অনির্বাণ বোধের ভেতর জ্বলছে জীবন
চলো, জীবনকে খুঁড়ে দেখি-
তুমি এক বিশুদ্ধ বাগান; সারে সারে চারাগাছ; ডালে ডালে কিশলয়,
আমৃত্যু অফুরন্ত ঘ্রাণ।
এ জীবন তুচ্ছ, অর্থহীন নয়
ঘা খেয়ে মুষড়ে যাবার নয়
জীবনকে খুঁড়ে দেখি, চলো-
গভীরে অমোঘ রত্ন, এ জীবন হারাবার নয়
খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে এ জীবন নয়
গহিন দহনে বিজয় চমকায়
চলো, জীবনকে খুঁড়ে দেখি-
হেসে ওঠে সুবর্ণ বিকেল পিঠে রেখে দুপুরের সুখ
দূরের আকাশ উড়ে যায়, পালকে একগুচ্ছ হলুদাভ মেঘ
বাতাস বিদীর্ণ করে জরাজীর্ণ ধুলোর শরীর। একঝাঁক মৌমাছি
ঘুম ভুলে উল্লাসে ফেটে পড়ে। ঝিমখাওয়া সময়কে খামচে খেতে খেতে
সতেজ ঘাসের মতো লকলকে চোখে থরে থরে জেগে ওঠে বিশুদ্ধ জিগীষা
চলো, খুঁড়ে দেখি- জীবন এখানেই; এখানেই সব রং, রূপ ও নির্যাস-
এ জীবন তোমারই।
১৩ মার্চ ২০১৪
৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, দারুণ লিখেছেন লিটন ভাই। ধন্যবাদ আপনাকে।
২| ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ! অনেক চমৎকার কবিতা।
৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট বরাবরই অনুপ্রেরণা দেয়। আমার প্রতি এ আপনার ভালোবাসা বলেই বিবেচনা করি। অনেক ধন্যবাদ মশিউর ভাই। শুভেচ্ছা রইল।
৩| ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৬
Ademar বলেছেন: @escape road game কবিতাটা খুব ভালো।
৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ। তবে লিংক ওপেন করি নাই, ভয়ে।
৪| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
জনারণ্যে একজন বলেছেন: অসাধারণ সুন্দর এক কবিতা পড়লাম এই ব্লগে, অনেক অনেক দিন পর।
কিছু শব্দের অর্থই ভুলে গেছিলাম, গুগল করতে হয়েছে। যেমন সংশপ্তক; আবার নতুন করে এই শব্দের অর্থ জেনে মুগ্ধ হলাম।
ধন্যবাদ, সোনাবীজ - চমৎকার এই কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জনারণ্যে ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ কবিতাটি পড়ে কমেন্ট করার জন্য। কমেন্টে অজস্র অনুপ্রেরণা পেলাম। শুভেচ্ছা রইল।
৫| ০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: অপূর্ব!
০১ লা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পাঠ ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
৬| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ২:১৩
আজব লিংকন বলেছেন: চলো, জীবনকে খুঁড়ে দেখি- ভালো লেগেছে।
০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আজব লিংকন ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: এই হলো জীবন যেখানে পুকুর খুরতে হয়
নদীর ঢেউ তরঙ্গে সাঁতার কাঁটতে হয়
তার চৈত্ররোদে পুড়তে হয়
শালা জীবন শান্ত নাই হে--------------------