নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যখন তোমার ভাল্লাগে না
তখন তুমি করবে কী?
খামচে ধরে বেজির দু পা
কুস্তি খানিক লড়বে কি?
রাতদুপুরে লাগলে খিদে
লাউ দিয়ে স্যুপ রাঁধবে কি?
লাত্থি মেরে ইটের দেয়াল
গানের সুরে কাঁদবে কি?
অন্ধকারে একলা ঘরে
পোজ দেবে কি সেলফিতে
রক্ত তোমার হয় কি গরম
হুতোম পেঁচার ভেংচিতে
আমায় এসব প্রশ্ন করে
চাও কি হতে বিব্রত?
কথার তোড়ে খই ফোটাতে
সদাই আমার জিভ রত
মোটেও আমি কাজ করি না
ভুল বোঝো না তাই বলে
চাপার জোরেই মূল্য বাড়ে
মূল কথাটা যাই বলে
যখন আমার কাজ থাকে না
তখন বেজায় কাজ করি
কুয়োর জলে বড়শি ফেলে
পোষা ইলিশ মাছ ধরি
সবচে মহান কাজটি হলো
ব্লগের ভেতর গুণ্ডামি
সবার পায়ে ল্যাং মেরে পাই
চরমতম সুখ আমি
১৯ আগস্ট ২০১৮
২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সাইফুলসাইফসাই ভাই। শুভেচ্ছা রইল।
২| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।
২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভ সকাল।
৩| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪
এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন ভাই , সাপোর্ট দিবেন
২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বাগত জানাচ্ছি। শুভ ব্লগিং।
৪| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: বেজির পা কেমনে ধরবে মানুষ ভাইয়া!!!!!!!!!!!!
রাত দুপুরেই বা কে কিচেনে যাবে!!!!!!!!!!!
ফুড পান্ডা আছে না??
২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অকাজের লোকেরা এত ব্যস্ত থাকে যে, মনে হয় দুনিয়াটা উদ্ধার করে ফেলছে কাজ করতে করতে
সবচে মজার কাজটি হলো
ব্লগের ভেতর গুণ্ডামি
সবার পায়ে ল্যাং মেরে পাই
চরমতম সুখ আমি
৫| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
শায়মা বলেছেন: হা হা
এটা তো নাই কাজ খই ভাজদের কাজ!!!!!!!!!
ব্লগে অনেক টাইম দেয় মানেই আসলে তেমন কাজ নাই তাই যারে পাই তারেই ল্যাং ল্যাং ল্যাং! হা হা হা
গুন্ডামীটা ব্লগেই সোজা
বাস্তবে তা বাঁদরামী
বাড়লে বেশি লেজ কেটে দেয়
বউ প্রেমিকা বা স্বামী !!
ল্যাঞ্জা কাটা গ্যাঞ্জা খেয়ে
ব্লগেই থাকা বুদ্ধিমান।
লাগতে যাবো সত্যিকারে
নইকো মোটেও বুদ্ধুমান!
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ভালো শীল পাটায় হরিকতী বাঁটা,
গুলায়ে উচ্ছে জ্যুস
ভালো হয়ে যাবে, কেউ ভোরে উঠে
খায় যদি রোজ রোজ
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৯
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা