![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
হয়ত তুমি আদর করে
সোহামণির গাল দিয়েছ চুমি
অমনি দেখো দুর্মুখেরা
রটিয়ে দিল রগ কেটেছ তুমি
আলতো করে হয়ত দিলে
নরম হাতে একটুখানি চড়
অমনি তোমার পদ চলে যায়
হঠাৎ তখন সব হয়ে যায় পর
হয়ত তুমি রগ কেটেছ
একটু কষে চড় দিয়েছ হয়ত
এসব খুবই তুচ্ছ বিষয়
আহামরি বিরাট কিছু নয়ত
রগ কাটো বা লাত্থি মারো
হকিস্টিকে দাও ফাটিয়ে মাথা
তদন্তে ঠিক দেখতে পাবে
তুমি একটা ধোয়া তুলসী পাতা
১৩ এপ্রিল ২০১৮
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পটভূমিকায় ২০১৮ সালের মার্চ-এপ্রিলে ছাত্রলীগের কিছু সহিংসতার ইতিহাস লুকিয়ে আছে। তাৎক্ষণিকভাবে এক নেতার পদ চলে গেলেও তদন্তের আদেশ দেয়া হয়। তদন্তের ফলাফল জানা না গেলেও ফলাও করে প্রচার করা হয়, ছাত্র লীগ তো তেমন কিছু করে নাই, বা এ ধরনের কিছু।
২| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: ইতিহাসের ধারাবাহিকতা.....
২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ জুল ভার্ন ভাই।
৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮
পবন সরকার বলেছেন: বুঝেছি মনের দুঃখ থেকে লেখা
২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা হলো সময়ের সাক্ষী, বা ইতিহাস। পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২০
সৈয়দ কুতুব বলেছেন: শানে নুযুল কি এই কবিতার?