নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

সুবোধ বালক

২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

এক যে ছিল সুবোধ বালক
জমিদারের নাতি
শ্বশুর বাড়ি আসতে-যেতে
তার ছিল এক হাতি

হাতির পিঠে চড়তো নাতি
দাদুর কোলে বসে
দুলকি তালে যেতে যেতে
ঘুম দিত খুব কষে

শ্বশুর বাড়ি গিয়ে নাতি
কী খেতো তা জানো?
ঝালমুড়ি আর মাঠা খেতো
আর সে খেতো পানও।

যখন হতো ফেরার পালা
ফিরতো চড়ে হাতি
দাদুর কোলে নাতবউ, আর
নাতবউ'র কোলে নাতি।

৯ আগস্ট ২০১৩

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৪

জুল ভার্ন বলেছেন: অর্ধশতক আগে ছড়া কবিতা ছিলো সব চাইতে উপজীব্য। বর্তমানে আমাদের সাহিত্য থেকে ছড়া কবিতা হারিয়ে গেছে বললেও ভুল বলা হবে না। আপনার ছড়া কবিতায় মুগ্ধতা ছড়ায়।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পয়ার ছন্দের কবিতাসহ অন্ত্যমিল সম্পন্ন কবিতা লেখার প্রবণতা কবিদের মধ্যে যেদিন থেকে কমতে শুরু করলো, সেদিন থেকেই ছড়া লেখার প্রবণতাও কবিদের মধ্যে কমতে থাকলো বলে আমার মনে হয়। এখন আধুনিক কবিতা, বা গদ্যকবিতার যুগ, অন্ত্যমিল মেলানোর তেমন প্রয়োজন বা তাগিদ থাকে না কবিদের মধ্যে, বোধ করি সেজন্যই ছড়া লেখার ইচ্ছে বা আগ্রহও কবিদের মধ্যে কম দেখা যায়।

২০০৮ সালে যখন ব্লগে আসি, সেই সময়ও কয়েকজন তুখোড় ছড়াকারকে দেখেছি ছড়া লিখতে। তারা কোথায় চলে গেলেন কে জানে!

আপনার কমেন্টে বরাবরই অনুপ্রেরণা পেয়ে থাকি, আজও পেলাম। অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই।

২| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৮

শেরজা তপন বলেছেন: দাদুর কোলে নাতবউ,
আর নাতবউ'র কোলে নাতি।

যা তা অবস্থা!!! :) বাচ্চাদের জন্য চমৎকার ছড়া।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবচাইতে মজার লাইন দুটোই আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন দেখে খুব ভালো লাগলো প্রিয় শেরজা তপন ভাই। অনেক অনেক ধন্যবাদ এটি পড়ার জন্য।

৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৩২

শায়মা বলেছেন: অনেক মজার ছড়া ভাইয়া!! :)

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা আগে পাল্লাপাল্লি করে অনেক ছড়া লিখতাম। সেইসব দিন এখন শুধুই স্মৃতি।

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপু।

৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১৫

সাইফুলসাইফসাই বলেছেন: দারুণ লাগলো

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়া পাঠ ও কমেন্টের জন্য অনেক ধন্যবাদ সাইফুলসাইফসাই ভাই। শুভেচ্ছা।

৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: এখনও লিখবো নাকি ভাবছিলাম!!! :)

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিভিন্ন দিকে মন ব্যস্ত থাকায় পুরোটা সময় সাহিত্যে দেয়া সম্ভব হচ্ছে না। দেশের অবস্থা ভালো না থাকায় মনও বসে না ঠিকমতো। পুরোনো লেখাগুলোই শেয়ার করছি বেশিরভাগ ক্ষেত্রে, নতুন লেখা কদাচিৎ আসে :(

আপনি মাঝে মাঝে ছড়ার আঙ্গিকে কবিতা লিখছেন, ভালো হচ্ছে। চালিয়ে যান।

৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৯

জুল ভার্ন বলেছেন: @শেরজা তপন ভাই, আপনার মন্তব্যে একটা হাসির ইমোজি দিতে পারলাম না, তাই এখানে দিলাম

৭| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ১৮+ ছড়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.