নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি কি তোমার ভুল আজও বোঝো নি || উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির ভেতর একটা প্রেমের গান

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৩

তুমি কি তোমার ভুল আজও বোঝো নি?
আমি তো অভিশাপে পুড়ে পুড়ে
এতোটা জীবন ধরে ক্ষয় হয়েছি



হায়
আর কতকাল বলো
আসামি করে তুমি রাখবে আমায়
আসামি করে তুমি রাখবে আমায়
হায়
এ কী তোমার ছলনা
তবে কি তোমার ভুল কখনো ভাঙবে না?

হায়
সে-কথা তোমার মনে কি পড়ে?
হঠাৎ পেছন হতে নামটি ধরে
আমাকে ডেকেছিলে
তারপর কত যুগ কাটিয়ে দিলে
কী ছিল তোমার মনে জানা হলো না

একটি কথা আজও আমাকে কাঁদায়
তোমার মনের কাছে মনটি রেখে
ঘরের ঠিকানা ভুলে
কত পথ জনপদ দিয়েছি পাড়ি
আজও তুমি ডাকলে না তোমার আঙিনায়
তবু তুমি কী কারণে
আমাকে দোষী করে রেখেছ
হয় কি সে অপরাধী
যে প্রেমিক প্রেম চেয়ে
ছলনাই পায়?

১১ অক্টোবর ২০২৪/২৭ নভেম্বর ২০২৪

কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তুমি কি তোমার ভুল আজও বোঝো নি

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



একটি অসম্পূর্ণ গান হিসাবে এটি আগে শেয়ার করা হয়েছিল। একটি অসম্পূর্ণ গান - তুমি কি আমায় আজও ক্ষমা করো নি? গানের লিরিক নিয়ে বেশ বেগ পেতে হয়েছে আমাকে। আমার প্রিয় লাইন হলো - তুমি কি আমায় আজও ক্ষমা করো নি? কিন্তু এ থিমের সাথে সামঞ্জস্য রেখে লিরিক সম্পূর্ণ করতে পারছিলাম না। পরে লাইনটি বদলে ফেলা হয়। তবে, আমার প্রিয় লাইনটি নিয়ে একই সুরে বা কাছাকাছি সুরে (এ গানটির ভেরিয়েশন করে) আরেকটি গান লেখার ইচ্ছে আছে, যেটি হবে এ গানের প্রেক্ষিতে অপোজিট জেন্ডারের পক্ষ থেকে একটা রেস্পন্সের স্টাইলে।

এ গানটির সুর নিয়ে আমি খুব সন্তুষ্ট। সুরেও অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। যারা শুধু গান শোনেন না, সুর-বৈচিত্রও যাদের কাছে আগ্রহের বিষয়, তারা এ গানটির সুরে কিছু ভিন্ন বৈশিষ্ট্য পেলেও পেতে পারেন।

পুরো দেশ অস্থির। দেশের শান্তি চাই, স্থিতিশীলতা চাই। যারা এ প্রিয় মাতৃভূমিকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত, তাদের সুমতি হোক, এই কামনা করি।

শুভেচ্ছা সবার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১১

সৈয়দ কুতুব বলেছেন: দেশের শান্তি চাই;স্থিতিশীলতা চাই।

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চক্রান্তকারীদের সুমতি হোক, এই কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.