নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
করিম মিয়া বাজার থেকে
আনলো কিনে একটা জামা
খোকার
সেই জামাটা খোকার গায়ে
অনেক আঁটোসাঁটো
করিম মিয়া খোকার চেয়ে
একটুখানি খাটো
অবশেষে করিম মিয়া
সেই জামাটা নিজেই পরে নিল
আদতে যে আগে থেকেই
এই জামাটা করিম মিয়ার
মনে ধরেছিল
খোকার জামা গায়ে পরে
হাত-পা ছুঁড়ে বিকট স্বরে
করিম মিয়া গান ধরে
ঘর ছেড়ে সে তারপরে
নামলো গিয়ে রাজপথে
রিকশাঅলা, বাদামঅলা
সবার সাথেই মেলায় গলা
রেস্তরাঁতে রুটি বানায়
মেসওয়েটার সরাইখানায়
কাজ করে সে অনেক আরো
নয় অজানা সেইটে কারো
ঘুড্ডি ওড়ায়
লাঠি ঘোরায়
বাস চালায়
পান বেচে সে পানশালায়
ফার্মগেটে সে হঠাৎ থেমে
জোরসে ফোঁকে বাঁশি
এখন সে এক ট্রাফিক পুলিশ
করিম মিয়া এই ভেবে দেয়
দারুণ একটা হাসি
করিম মিয়া গভীর রাতে
বাসায় ফিরে
দরজাতে দেয় টোকা
ঘুম ভেঙে যায় খোকার
দরজা খুলে অবাক খোকা
বাবা যে তার
আজব একটা জোকার
করিম মিয়া বাজার থেকে
কিনেছিল এই জামাটা খোকার
২৫ জানুয়ারি ২০২০
০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়া পড়ার জন্য ধন্যবাদ সৈয়দ কুতুব ভাই।
২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর ছড়া
০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়া পড়ার জন্য ধন্যবাদ সাইফুলসাইফসাই ভাই।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২
সৈয়দ কুতুব বলেছেন: জটিল ছড়া!