নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ঘাড়ত্যাড়া প্রেমিকা

০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

দিন শুরু হয় এ মিনতি করে-
ওগো, আজ থেকো শান্ত
সেই কথা ভুলে সারাটা দিনই
আমারে করো প্রাণান্ত

আমি যদি বলি, ডানে যাও সোনা
তুমি বেঁকে চলে যাও বায়ে
আমি হেঁটে চলি রাস্তায়, তুমি
এক লাফ দিয়ে ওঠো নায়ে

আমি বলি, এসো খেতে বসি, তুমি
হনহন নেবে পড়ো জলে
আমি খুঁজে নিই নিরিবিলি, তুমি
ভিড়ে ঢুকে পড়ো কোলাহলে

আমি বলি, চলো জিম করে আসি
তুমি গেড়ে বসো দোলনায়
রাতে দিই ঘুম, তুমি ছাদে যেয়ে
খিল মেরে দাও দরজায়

আমি যেতে চাই মার্কেটে, তুমি
সেজেগুজে চলো সিনেমাতে
সিনেমাতে যদি আমি যেতে চাই
তুমি বসে পড়ো বই হাতে

আমি যদি বলি, এসো বই পড়ি,
তুমি বসো লুডু খেলতে
কবিতা লিখলে তুমি মজা পাও
খাতাগুলো ছিঁড়ে ফেলতে

মন যেতে চায় অভিসারে, বলি
চলো ঘুরে আসি বৈকালে
ওমা, দেখি তুমি কুলগাছে চড়ে
বসে আছো উঁচু মগডালে

আমি বলি, পাখি, ওদিকে যেয়ো না
ওখানে বড্ড বাঘের ভয়
দেখি তুমি চড়ে বাঘের পিঠেই
ঘুরিতেছ সারা গ্রামটিময়

নদী দেখলেই সাঁতরাবো ভাবি,
দ্রুত বেড়ে যায় রক্তচাপ-
আমাকে নদীতে সাঁতরানো দেখে
তুমি যদি দাও আগুনে ঝাঁপ

এই যদি হয় - সারাটি জনম
করো এরকম পাগলামি
বলো হে আমার পাগলি প্রেমিকা
কেমন করে তা সই আমি?

উপসংহার

আমারে জ্বালিয়ে বড়ো সুখ পায়
সে কথা জানি এ পাগলিটার
শুধু সে জানে না, আমি ভালোবাসি
উলটা পালটা স্বভাব তার

১৬ জুলাই ২০২১

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার সোনাবীজ আজকে রোমান্টিক হইয়া গেছে!

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

তা আর বলতে :) মনে মনে রোমান্টিক কে নন? :)

২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩১

এসো চিন্তা করি বলেছেন: ভাইয়া রোমান্টিক কবি কবে থেকে হলেন
বাই দা ওয়ে সুন্দর হয়েছে ☺️

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

রোমান্‌সের স্বাদ পাওয়ার পর থেকেই আমি রোমান্টিক কবি, ভাইয়া :)

কবিতা সুন্দর হয়েছে জেনে আমি খুশি, আর আপনি পড়েছেন, সেজন্য ধন্যবাদ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৮

এসো চিন্তা করি বলেছেন: রোমান্সের স্বাদ কে দিলো ভাইয়া

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

কে আর দিবে, যার দেয়ার অধিকার আছে, সেই দিয়েছিল :)

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫১

এসো চিন্তা করি বলেছেন: সেই মানুষটা নিশ্চয়ই ভাবি তাই না ভাইয়া

০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তা কি আর বলার অপেক্ষা রাখে? :)

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: হাহাহা চিন্তা করি ভাইয়ুর চিন্তা লেগে গেলো তো ভাইয়া!!! হা হা

০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

ডঃ এম এ আলী বলেছেন:




খুব সুন্দর লিখেছেন কবিতা ।
উপসংহারে বলি -
পাগলিটা যাবেনা চলে যতই বলুন না কেন উল্টা পাল্টা স্বভাব তার
তাইতো কথায় বলে নারী না বুঝেন দেবতায় ।

শুভেচ্ছা রইল

৭| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



বিষয়টা কি উধাও হলেন কোথায় । ঘাড়ত্যাড়ার পাল্লায় পড়েছেন না কি? :)
এসেছিলাম দেখতে নতুন কিছু আছে কিনা । যাহোক এসেই যখন পড়েছি তখন কিছু চিহ্ন রেখে গেলাম
ঘাড়ত্যরা প্রেমিকাদের বিষয়ে ভিন্নতর কিছু কথামালায় ।

আপনার ঘাড়ত্যারা প্রেমিকা খুব সুন্দর ভাবেই জড়িয়ে আছে আপনার জীবনে, কবিতার কথায় বুঝায় যায় ।

ঘাড়ত্যারা প্রেমিকার দল দুই প্রকার, এক দল জীবন দেয় প্রেমে, আপনার ঘাড়ত্যারা পড়েছে এই দলে ।
অন্য দল কেবলি ঠকায় ঘুরে জনে জনে এই দলের স্বরূপতা নিয়ে বলে গেলাম কিছু কথা এই ক্ষনে ।

প্রথম দলটি সাহসী, প্রেমেতে নিবেদিত প্রাণ তাতো বুঝাই যায় আপনার কথা মালায় । তবে দ্বিতীয় দলের কীর্তি
নিয়ে রচা যায় অনেক গান। ঘাড়ত্যারা এই দলের প্রেমিকারা নাটকীয়তায় ভরা, চায়ের কাপে ঝড় তোলে, মন
ভাঙে চুপি সারে। কথায় কথায় বলে "দম বন্ধ হয় তোমা ছাড়া," এই কথ্ বলে শুরু কথা, সপ্তাহ না যেতেই
অন্য ডালে মেলে তাদের পাখা।

তাদের প্রেম অভিনব, রং বদলায় প্রতি দিন, "মিস করতেছি" ফোনে বলে, ফেসবুকে গড়ে নতুন দিন।
"লাইফ ইজ বিউটিফুল" ক্যাপশনে দেয় ছবি, প্রথম প্রেম ভুলে নতুন প্রেমে খুঁজে নেয় জীবনের ভিন্ন
কোন ছবি ।এদের প্রেমের মূলমন্ত্র বহুমুখীতা, সবাই তার প্রতিদ্বন্দ্বী তাদের সঙ্গ পুরাতনকে টানে হাসির
জগতে। মিথ্যে আর কতইনা উল্পাপাল্টা নাটকে জীবনের মজা লুটে ।

তারপরেও যদি প্রেমে মঝে ঘাড়ত্যারাদের সাথে কোন জনে , মনে রাখতে হবে , সে প্রেম শুধুই মজার অনুক্ষণ।
সিরিয়াস হলে নিজেই হয়ে যাবে ঘাড়ত্যারা, তবে আর কিছু না পেলেও নাটকের রস পাবে জীবনের রঙ্গমঞ্চে।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.