নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যমজ কবিতা

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

বেলা শেষের চিহ্ন

যা কিছু পড়েছি সব ভুলে গেছি, স্মৃতির পাতারা শাদা
সোজা কথাটাও আজ মনে হয় যেন দুর্জ্ঞেয় ধাঁধা।
এইতো দুপুরে পথে দেখা হলো- দেখুন কী মুশকিল,
নামধাম তার চেহারা-সুরত মনে নেই একতিল।
সকালের দিকে বাজারে গিয়েছি, সওদাভর্তি থলে
‘একি! এত রাতে কই গিয়েছিলে?’ গৃহিণী চমকে বলে।
কেন যে এমন গোল বেঁধে যায়, এ কি বয়সের খেলা?
পশ্চিমে দেখি হলুদ আকাশ, শেষ হলো বুঝি বেলা।

২৪ আগস্ট ২০১৮


মমতাময়ী

প্রতিদিন শুনি কারা যেন ডাকে, চলো আড়িয়াল বিল
দেখবে ওখানে ডাহুকের ডুব, বালুহাঁস বক চিল
হয়ত-বা আমি সবই ভুলে গেছি, তবু নিশ্চিত জানি
আজো ভুলি নাই আড়িয়াল বিল, কত মিঠা তার পানি
আমার সঙ্গে কারা যাবে চলো, ওখানেই যত সুখ
ওখানে আমার মায়ের বিছানা, মমতায় ভরা বুক
এই ভ্রমণের শেষের প্রান্তে শুয়ে পড়ি যদি, প্রিয়
ওখানে আমার চিরনিদ্রার শয্যাটি করে দিও

২৪ আগস্ট ২০১৮

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৫

জুল ভার্ন বলেছেন: আড়িয়াল বিল শেখ হাসিনার করালগ্রাস থেকে রক্ষা পেয়েছে বলেই আড়িয়াল বিল নিয়ে এই কবিতা লিখতে পেরেছেন। অন্যথায় বংগবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে লিখতে হতো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কাছে বরাবরই মনে হতো, আড়িয়াল বিলে বিমান বন্দর প্রায় হইয়াই গেছিল, কিন্তু শেখ হাসিনার একটা ভুলের কারণে ওটা হইয়া ওঠে নাই। বিমানবন্দরের নাম 'আড়িয়াল বিমান বন্দর' রাখলেই হইয়া যাইত মনে হয়, কিন্তু নাম রাখা হয় 'বঙ্গবন্ধু বিমানবন্দর'। আড়িয়াল বিলে ছিল আমার অবাধ যাতায়াত, নানা কারণে। চাষাবাদ ছাড়াও জীবিকা নির্বাহের প্রচুর উপকরণ রয়েছে আড়িয়াল বিলে, যার সাথে আড়িয়াল বিলের দুই পাড়ের অনেক মানুষের জীবনযাত্রা সম্পৃক্ত। ওখানে বিমান বন্দর হলে ধনীক শ্রেণির কিছু মানুষ লাভবান হলেও যাদের জীবন যাত্রা আড়িয়াল বিলের সাথে সম্পৃক্ত তারা ক্ষতিগ্রস্ত হতেন। দালালির কারণ জমির মালিকগণ ন্যায্য মূল্য পেতেন না। এসব কারণেই মানুষ একতাবদ্ধ হয়ে বিমান বন্দর প্রতিষ্ঠায় বাধা দেন এবং সফল হোন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুটি কবিতাই সুন্দর হয়েছে।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫০

ইথার রহমান বলেছেন: মনোমুগ্ধকর

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.