নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তোমার বুকে দ্বিধার দেয়াল

২৫ শে জুন, ২০২৫ রাত ১১:৫৫

তোমার বুকে দ্বিধার দেয়াল
আমার বুকে আশা
বুকের ভেতর থাকলে দ্বিধা
হয় না ভালোবাসা



তোমার চোখে দেখেছি আগুন
দেখেছি আকুলতা
মনকে তুমি লুকিয়ে রাখো
চোখ বলে সব কথা
কী হয়, যদি মুখেই বলো
মনের যত ভাষা

যখন ভেবেছি, আজই তবে
সেই কথাটি হোক
তোমার চোখে চোখ রাখতেই
নামিয়ে নিয়েছ চোখ

ভেঙে ফেলো দ্বিধার দেয়াল
মন খুলে দাও মনে
দোয়েল পাখি গান জুড়ে দিক
রাঙা বাতায়নে
আমায় নিয়ে যাক উড়ে এক
প্রেমিক সর্বনাশা

২০ নভেম্বর ২০২২

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া


গানের লিংক

১। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। তোমার বুকে দ্বিধার দেয়াল। সহেলিয়া। ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন। তোমার বুকে দ্বিধার দেয়াল। সোনারু। ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। তোমার বুকে দ্বিধার দেয়াল। সোনারু ও সহেলিয়া। ভার্সন-৩

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৪। অডিও ভার্সন-৪। প্লিজ এখানে ক্লিক করুন। তোমার বুকে দ্বিধার দেয়াল। সহেলিয়া। ভার্সন-৪

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৫। অডিও ভার্সন-৫। প্লিজ এখানে ক্লিক করুন। তোমার বুকে দ্বিধার দেয়াল। সহেলিয়া। ভার্সন-৫

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৬। অডিও ভার্সন-৬। প্লিজ এখানে ক্লিক করুন। তোমার বুকে দ্বিধার দেয়াল। সহেলিয়া। ভার্সন-৬

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৭। অডিও ভার্সন-৭। প্লিজ এখানে ক্লিক করুন। তোমার বুকে দ্বিধার দেয়াল। সহেলিয়া। ভার্সন-৭

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





মূল ভার্সন, আমার নিজ কণ্ঠে গাওয়া প্লিজ এখানে ক্লিক করুন। তোমার বুকে দ্বিধার দেয়াল। খলিল মাহ্‌মুদ। মূল ভার্সন

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




এ গানের উপর প্রথম পোস্ট : দ্বিধার দেয়াল। ২১ নভেম্বর ২০২২

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২৫ রাত ৩:২২

এইচ এন নার্গিস বলেছেন: বাহ কি সুন্দর প্রেমের কবিতা।

২৬ শে জুন, ২০২৫ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।



ইয়ে, আপনি বোধহয় আমার গানের লিরিক আর কবিতার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন না :)

প্লিজ ডোন্ট মাইন্ড, ফান করলুম :)

২| ২৬ শে জুন, ২০২৫ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: গান এখন শোনা হয় না।

৩| ২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৩৯

আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর কথামালা দিয়ে সাজিয়ে তোলা আকর্ষনীয় সুর ও ছন্দের মিশেলে রোমান্টিক গান, অনেক ভালো লাগলো ।

২৬ শে জুন, ২০২৫ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি অনুপ্রাণিত। শুভেচ্ছা নিন।

৪| ২৬ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা ও গান।

২৬ শে জুন, ২০২৫ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেশপ্রেমিক বাঙালি ভাই।

৫| ২৬ শে জুন, ২০২৫ দুপুর ১:১০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর গান

২৬ শে জুন, ২০২৫ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.