![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মলিন একটা দিন বিমর্ষ ভোরের ভেতর জেগে ওঠে
ছন্নছাড়া একটা ব্যাগ কাঁধে ফেলে জীর্ণশীর্ণ, উচ্ছন্ন এক কবি
সূর্যকে প্রার্থনা করে বৃষ্টির ফুল, যেখানে কবিতারা
থরে থরে বীজ বুনে রাখে, সুগন্ধি গাছের
আমি সেই সংশপ্তক কবি, মুকুরে দগদগে স্মৃতির ঘা
ভাটির মোহনায় আমাকে ভাসিয়ে নিয়ে যায় পাষাণী নদী
তবু আমি তেড়ে আসি উজানের বরাভয়ে, নন্দিত লালসায়
জীবন আমাকে টানে, অনাঘ্রাত কবিতাকাননে
শঙ্খিনী, তোমাকে ভুলি নি, তাই ভুলি নি কবিতাকে
তোমার বাহুবন্ধ প্রেম অতীতকে ফালি ফালি কাটে
আমার হৃৎপিণ্ড কাটে, ফালি ফালি কাটে তোমার ‘আমাকে’
তবু আমি জেগে উঠি বারংবার, প্রতিটা সুবর্ণ প্রত্যূষে
শঙ্খিনী, আমি সেই সংশপ্তক কবি, তোমার পদ্মপদে
গোপনে রেখে যাই কবিতার ডালি, হয়ত-বা অনবধানে হলেও
একদিন তোমার চোখটি পড়ে যেতে পারে সেখানে
শঙ্খিনী, হে মহীয়সী, কবিতার ঈশ্বরিনী,
আমাকে দেবে না বর?
১৪ মার্চ ২০২২
৩০ শে জুন, ২০২৫ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২৯ শে জুন, ২০২৫ সকাল ৯:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাহ্ চমৎকার হয়েছে!
৩০ শে জুন, ২০২৫ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই।
৩| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:০১
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
৩০ শে জুন, ২০২৫ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি।
৪| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৫ সকাল ৭:২৪
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: আমি সেই সংশপ্তক কবি, মুকুরে দগদগে স্মৃতির ঘা ।
ভালো লিখেছেন