![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ মৃত্যুপুরী কীভাবে আমার দেশ হয়?
ছ্যাড়াব্যাড়া হইয়া যায় আইন; শৃঙ্খলা ছিঁড়ে যায় থরে থরে
অগুনতি মানুষের নির্বিকার চোখের সামনে
বিকট ইটে
মাথা থেতলে মারা হয় অজ্ঞাত সোহাগকে, মসজিদে কোপানি খান ইমাম হুজুর
বিপ্লব যুগে যুগে আসে।
তাহলে কি যুগ পালটে গেছে? তাহলে কি প্রতিদিনই বিপ্লব হবে?
এই 'আগুন-খেলা'র সোনার বাংলায় কবে আসবে সুখ,
কবে তবে শান্ত হবে অগ্নি-লহমা?
তাহলে কি সুখ বলে কিছুই লেখা নেই বাংলার ললাটে?
খলিল মাহ্মুদ
১২ জুলাই ২০২৫
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৫ রাত ৩:৫১
এইচ এন নার্গিস বলেছেন: হায় আল্লাহ্ ,আরও কত নিচের দিকে যাবে দেশ ।