![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এ মৃত্যু-উপত্যকা কীভাবে আমার দেশ হয়?
ছ্যাড়াব্যাড়া হইয়া যায় আইন; শৃঙ্খলা ছিঁড়ে যায় থরে থরে
অগুনতি মানুষের নির্বিকার চোখের সামনে
বিকট ইটে মাথা থেঁতলে মারা হয়
অজ্ঞাত সোহাগকে, মসজিদে কোপানি খান ইমাম হুজুর
দেখুন, প্রতিদিন কীভাবে লাশ হচ্ছে মানুষ
লাশের উপর পৈশাচিক নৃত্যুরত পামর দুর্বৃত্তদল
ধূলায় লুটিয়ে খাবি খায় করুণ মানবতা
প্রতিদিন লাশ হচ্ছে মানুষ
প্রতিদিন ফুঁসছে জনগণ
বিপ্লব প্রতিদিন ঘটে না,
বিপ্লব ঘটতে কয়েকটা যুগ পেরিয়ে যায়।
তাহলে কি পালটে গেছে যুগ?
তাহলে কি প্রতিদিনই বিপ্লব হবে?
এই 'আগুন-খেলা'র সোনার বাংলায় কবে আসবে সুখ,
কবে তবে শান্ত হবে লেলিহান অগ্নি-লাভা?
প্রতিদিন লাশ হচ্ছে মানুষ
প্রতিদিন ফুঁসছে জনগণ
প্রতিদিন চমকায় বিপ্লব
তাহলে কি সুখ বলে কিছুই লেখা নেই বাংলার ললাটে?
খলিল মাহ্মুদ
১২ জুলাই ২০২৫
১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের কপালে সম্ভবত আল্লাহ সুখ লেখেন নাই।
২| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১১:০৫
বাকপ্রবাস বলেছেন: লুটপাট, কোপাকোপি, থেতলে দেয়া এসব আর দেখিনা খবরও নিইনা, বমি ধরা রাজনীতি থেকে মুক্তি চাই
১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভিডিওর হত্যাদৃশ্যটি সহ্য করা যায় না। পুরোটা দেখতেও কলজে লাগে।
৪| ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩১
ক্লোন রাফা বলেছেন: যতদিন বাংলার মাটিতে মির্জাফর জন্ম নিবে,ততদিন ফিরে ফিরে আসবে মৃত্যু উপত্যকার বধ্যভুমি হয়ে। বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নিয়ে আসবেই গোলামের বংশধরেরা।
১২ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৫| ১৪ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এ মৃত্যু উপত্যকী কীভাবে আমার দেশ হয়!
২৬ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৬| ১৪ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:
২৬ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৫ রাত ৩:৫১
এইচ এন নার্গিস বলেছেন: হায় আল্লাহ্ ,আরও কত নিচের দিকে যাবে দেশ ।