![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যারা অন্যায়কে অন্যায় বললো না
যারা মিথ্যাকে মিথ্যা বললো না, বরঞ্চ সত্য বলে প্রচারে শামিল হলো
যারা নূর হোসেন, আবু সাঈদ, মুগ্ধ'দের আত্মদানকে
তুচ্ছ-তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিল
যারা স্বৈরাচারের হাতে হাত মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে
ঝাঁপিয়ে পড়ে রচনা করলো
বাংলার ইতিহাসে সবচাইতে ঘৃণিত ও কলঙ্কময় ইতিহাস
বাংলার মানুষ ঐসব হায়েনাদের চিনে ফেলেছে
৭১-এর গণহত্যা কীভাবে ফিরে আসে,
কীভাবে ম্লান হয়ে যায় নব্বই-স্বৈরাচারের দুর্বিষহ দৌরাত্ম্য
আমি বেঁচে থেকে তার জীবন্ত সাক্ষী হয়ে রইলাম
বন্ধু, তুমি যদি মানবিক হও, ন্যায় ও সত্যের পথে লড়ো-
আমার স্বাধীন বাংলাকে পুনর্বার স্বৈরাচার-মুক্ত করো।
দিনে দিনে ফুঁসছিল দেশ, বুকে তার প্রচণ্ড অগ্নিলাভা
দিকে দিকে বিস্ফোরণ, মুক্তিকামী মানুষের তীব্র গর্জন
কী দারুণ সময় বিক্ষোভের, বিদ্রোহের, ন্যায়-প্রতিষ্ঠার যুদ্ধের
কেঁপে ওঠে স্বৈরাচারের সন্ত্রস্ত স্বর
বন্ধু, তুমি যদি সত্যিকারেই মানুষ হও, আমার মানবিক বন্ধু যদি হও
তবে তুমি ন্যায় ও সত্যের পথে লড়ো -
আমার স্বাধীন সোনার বাংলাকে স্বৈরাচার-মুক্তো করো।
৩১ জুলাই ২০২৪
০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
আমি অবশ্য জানি না আলী ভাইয়া কী ডাক দিয়েছেন। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
২| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুক্তিকামী মানুষের যন্ত্রনা
কেয়ামতের আগ পর্যন্ত থাকবে ।
............................................................
সুন্দর ফুল বা সুবাতাস
বছরে এক দুবারই আসে ।
০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিপ্লব অবশ্য প্রতিদিন বা প্রতিবছরই আসে না, বিপ্লব যুগে যুগে আসে।
পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় শঙ্খচিল ভাই। শুভেচ্ছা।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৪০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর আহ্বান, সুন্দর কবিতা
০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো।
৫| ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ হয়েছে।
০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই।
৬| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৯
মেহবুবা বলেছেন: মানবিকতার অনেক উদাহরন ২৪ এর জুলাই আগস্ট এ দেখেছি আমরা, একটু একটু আশা করি; বেশী করতে ভয় পাই।
০৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা জুলাই ২০২৪-এর নৃশংসতার বিরুদ্ধে লেখা, গত বছরের জুলাইয়ে। আগের পোস্ট
পড়ার জন্য ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া
অনেকদিন পর তোমাকে দেখলাম!!!
আলীভাইয়ার ডাকে আজকে অনেককেই লগ ইন দেখছি!!!