নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি তোমার মন পাইলাম না || আমি তোমার মন পেলাম না || একই গানের ফোক ও আধুনিক ভার্সন

০৯ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২১

এই গানটার সুর বেশ আগেই মগজে ঢুকেছিল এবং সাথে সাথেই রেকর্ড করে রেখেছিলাম। পুরোনো গানগুলোর এ-আই কভার করছি, সেজন্য নতুন গান করার জন্য তেমন সময় পাচ্ছি না।



একদিন পুরোনো গান বাদ দিয়ে আমি তোমার মন পাইলাম না গানটা ধরলাম এবং ফাইনাল করে ফেললাম। অনেকগুলো ভার্সনই ভালো লাগছিল, তবে শেষ পর্যন্ত ৬টা ভার্সন রেখে দিই।



এটা শেষ করতে না করতেই একটা অদ্ভুত খেয়াল চাপলো মনে, এ গানটার একটা আধুনিক ভার্সন করলে কেমন হয়? সুরে টান দিতেই সুরটা পেয়ে গেলাম, আমার কাছে ভালোও লাগলো আধুনিক ভার্সনের সুরটা। আমি তোমার মন পেলাম না আমার খুবই ভালো লেগে গেলো। আধুনিক ভার্সনের ৯টা ভার্সন।

নীচে লিংকের ছড়াছড়ি :)



যারা আমার আগের গান এবং আজকের গানগুলো শুনবেন, লক্ষ করলে শুনবেন যে, প্রায় সব গানেই স্যাক্সোফোনের ব্যবহার আছে। রাগাশ্রয়ী গানগুলোতে আমি সিতার ব্যবহার করি মূর্ছনা সৃষ্টির জন্য। এমনকি আমি নিজেও যখন সফটওয়্যারে মিউজিক কম্পোজ করি, স্যাক্সোফোনের অনেকগুলো ভার্সন ইউজ করি, এবং সিতারও প্রায় কমন থাকে। কারণটা আর কিছুই না - এ সুর আমার কাছে ভালো লাগে। আপনাদের কারো ভালো না লাগলে প্লিজ এড়িয়ে যাবেন।



এবার লিরিকগুলো দেখতে পারেন, প্রথমে ফোক জনার, তারপর মডার্ন জনারের লিরিক। থিম এক হলেও লিরিকে সামান্য চেঞ্জ আছে।


ফোক

আমি তোমার মন পাইলাম না
তোমার লাইগা জীবন আমার
কান্দিতে যায় ফুরাইয়া
হায়রে কান্দিতে যায় ফুরাইয়া

চাইতা যদি তোমায় দিতাম
কইলজা ছিঁড়া তোমার হাতে গো
কোন দোষেতে এই জীবনে
একবার ফিরা দেখলা না
ও তুমি একবারও ফিরা দেখলা না

শিরায় শিরায় দমে দমে
তোমার নামটি সদাই বাজে গো
মরার পরও আমার কবর
জপবে তোমার নামখানা

০৫ জুলাই ২০২৫


আধুনিক

আমি তোমার মন পেলাম না
তোমার জন্য কাঁদতে কাঁদতে
জীবন যায় ফুরিয়ে
তবু তোমার পেলাম না সাড়া
পেলাম না যে একটু করুণা

বলতে যদি এক পলকে
বুকটা আমার ফেড়ে
কলজেটাকে তোমায় দিতাম
একটানেতে ছিঁড়ে
কী দোষ আমার
একবার তুমি ফিরে চাইলে না

শিরায় শিরায় ধমনিতে
প্রতিটা নিশ্বাসে
তোমার নামটি গেয়ে ওঠে
তোমার নামটি বাজে
আমার কান্না
কখনো কি তোমায় কাঁদায় না

০৬ জুলাই ২০২৫

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া


১। আমি তোমার মন পেলাম না, সোনারু, ভার্সন-১

আমি তোমার মন পেলাম না - সোনারু, ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। আমি তোমার মন পাইলাম না, সোনারু, ভার্সন-১

আমি তোমার মন পাইলাম না - সোনারু, ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



৩। আমি তোমার মন পেলাম না - খলিল মাহ্‌মুদ, মূল কণ্ঠ

আমি তোমার মন পেলাম না - খলিল মাহ্‌মুদ, মূল ভার্সন

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



৪। আমি তোমার মন পাইলাম না, সোনারু ও সহেলিয়া, ভার্সন-২

আমি তোমার মন পাইলাম না - সোনারু ও সহেলিয়া, ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক কররুন।



৫। আমি তোমার মন পেলাম না, সহেলিয়া, ভার্সন-৬

আমি তোমার মন পেলাম না - সহেলিয়া, ভার্সন-৬

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



৬। প্লিজ এখানে ক্লিক করুন - আমি তোমার মন পেলাম না - সোনারু, ভার্সন-২

৭। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পেলাম না - সহেলিয়া, ভার্সন-৮

৮। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পেলাম না - সোনারু, ভার্সন-৩

৯। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পেলাম না - সহেলিয়া, ভার্সন-৯

১০। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পেলাম না - সহেলিয়া, ভার্সন-৭

১১। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পেলাম না - সোনারু, ভার্সন-৪

১২। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পেলাম - সোনারু, ভার্সন-৫

১৩। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পাইলাম না - সহেলিয়া, ভার্সন-৩

১৪। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পাইলাম না - সহেলিয়া, ভার্সন-৪

১৫। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পাইলাম না - সহেলিয়া, ভার্সন-৫

১৬। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তোমার মন পাইলাম না - সহেলিয়া, ভার্সন-৬


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: কোনো মন্তব্য নেই কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.