![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এটা আমার নিজের লেখা ও সুর করা গানের মধ্যে আমার অনেক পছন্দের একটা গান। আগে এ গানটার এ-আই কভার করেছিলাম, কিন্তু ততটা স্যাটিসফায়েড হতে পারি নি। তাই সাম্প্রতিক সময়ে আবারও এ-আই কভার করেছি। এবার আমি খুবই সন্তুষ্ট। প্রথমে সর্বশেষ কভার সং-টি দেয়া হলে, তারপর আগের দুটো।
সুরের বাসনা তুমি
আমাতে জাগিয়ে তুলে
তুমি যে যেতে যেতে কত সুর ফেলে গেলে
কেন যে হঠাৎ কী কথা ভেবে পেছনে তাকালে
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
তুমি যে এ সুর এনেছ স্বরগ হতে
আমি যে তোমার সুরেতে বিলীন,
আমি বিলীন তোমাতে
কীভাবে বলো বইবো তোমার এ অমৃত সাধনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
ওওও
এ ছিল অলঙ্ঘ্য মোহ তোমার সুরের স্বননে
আমাকে ছুঁয়েছিলে গভীর মননে
আমি তো সুরের গহনেই খুঁজেছি তোমাকে
সুরই পৃথিবীতে একমাত্র হিরন্ময় প্রেম
কেন দিলে এ প্রেম এ কি তোমার কোনো ছলনা
আজও কথাটি জানা হলো না
ওওও আজও কথাটি জানা হলো না
সুর সৃষ্টি : ১২ মার্চ ২০২৩
গান রচনা : ০৪ জুন ২০২৩
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া
গানের লিংক - অডিও ভার্সন-৩ : প্লিজ এখানে ক্লিক করুন। সুরের বাসনা। সহেলিয়া। অডিও ভার্সন-৩
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গানের লিংক - অডিও ভার্সন-১। এ ভার্সনটি মূল সুর থেকে বেশ ভিন্নতর। : প্লিজ এখানে ক্লিক করুন। সুরের বাসনা। সহেলিয়া। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গানের লিংক - অডিও ভার্সন-২। : প্লিজ এখানে ক্লিক করুন। সুরের বাসনা। সোনারু। অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের দুটি পোস্ট
১। সুরের বাসনা - বেশ কিছুদিন পর আবার আমার লেখা ও সুর করা গান নিয়ে এলাম
২। সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে - এ আই আমাকে চমৎকার একটা কভার সং উপহার দিল
১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ আপু, একদিক থেকে কথাটা ঠিকই বলেছেন
ধন্যবাদ কমেন্টের জন্য।
২| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ২:২৬
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর হয়েছে ।
১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: ভালো।
৪| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২৩
বিজন রয় বলেছেন: কেমন আছেন? তিনটির মধ্যে আমার আপনার কন্ঠেরটি ভালো লেগেছে।
১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি কবি। ধন্যবাদ। অনেক দিন পর আপনাকে দেখছি। আশা করি ভালো ছিলেন। গান ৩টি শোনার জন্য ধন্যবাদ।
তবে ৩টি গানই এ-আই জেনারেটেড কভার সং। আমার নিজের কণ্ঠে গাওয়া গানটি নীচে দিলাম। আমার গায়কী প্রেজেন্টেবল না, শুধু সুরটা ধরে রাখার জন্য নিজের কণ্ঠ ব্যবহার করেছি।
৫| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৪৬
শায়মা বলেছেন: ভাইয়া আমি আমার পাপেট শো অডিও তে এআই সিঙ্গার দিয়ে গান গাওয়াতে চাই। সূর আমার কাছে আছে। এটা কেমনে হবে জানিনা। ট্রাই করতে হবে আজ রাতে।
১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ট্রাই করুন আপু, আপনি অবশ্যই পারবেন। শো-এর জন্য শুভ কামনা থাকলো।
৬| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৩
শায়মা বলেছেন: এ আই গান শিখেছে তাই না ভাইয়ু!!!