![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
সাধের কদু
বানাইল মোরে তরকারি
কদুর মাথা খাইলাম পেটও গো খাইলাম
মাথা খাইলাম গো
ছাল বাটিয়া আবার ভর্তা বানাইলাম
তারপর খোল দিয়া বানাইলাম একতারা
কদুর এত মধু করলো গো জাদু
কদুর এত মধু জাদু করলো গো
দুধ দিয়া বানাইলো দুধ কদু
হায়রে, কদু দিয়া বানাইলো মিষ্টান্ন
সাধের কদু বানাইলো মোরে দুধ কদু
সাধের কদু বানাইলো মোরে মিষ্টান্ন
কদুর এত মধু করলো গো জাদু
কদুর এত মধু জাদু করলো গো
পাক্কা কদু দিয়া আবার খাট্টা বানাইলাম
সাধের কদু বানাইলো মোরে খাট্টা গো
সাধের কদু বানাইলো মোরে খাট্টা ভাই
কদুর মাথা খাইলাম পেটও গো খাইলাম
ছাল বাইট্টা বানাইলাম ভর্তা গো
আবার
খোল দিয়া বানাইলাম একতারা
সাধের কদু বানাইলো মোরে তরকারি
১০ এপ্রিল ২০২০
মূল গান : সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
মূল গানের সুরকার : রামকানাই দাশ ও বিদিত লাল দাস
মূল গানের গীতিকার : প্রথম ৪ লাইন সিলেট অঞ্চলের প্রচলিত লোকগীতি। বাকি অংশের রচয়িতা কবি গিয়াস উদ্দিন আহমদ ও রাজবেরী চক্রবর্তী
রেন্ডিশন লিরিক ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। সাধের কদু বানাইলো মোরে তরকারি
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আশা করি অন্য একদিন একতারা বাজিয়ে আমাদের শোনাবেন। ধন্যবাদ প্রামানিক ভাই।
২| ১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: কদু নিয়ে কমেডি গানের কথাগুলো ভাল লেগেছে, আরো ভাল লাগলো কদুর জলজ্যান্ত স্থিরচিত্রটি ।
১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটি শোনার জন্য এবং কমেন্টের জন্য অনেক ধন্যবাদ রুহুল আমিন ভাই।
৩| ১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: ওইইইইই্ হইলো.............. যে লাউ সেই কদু।
তাই বলে আমাদেরকে ভাববেন চদু।
আপনার গানে আছে যে মধু।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। কমেন্টে মজা পাইছি। নিজেই হইয়া গেছি যদু
অনেক ধন্যবাদ প্রিয় বিজন রয়।
৪| ১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১১
খায়রুল আহসান বলেছেন: প্যারোডি ভালো হয়েছে। গানের সাথে সাথে লাউ এর ছবিগুলো দেখে চোখ জুড়িয়ে গেল!
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্যারোডি ভালো হয়েছে জেনে ভালো লাগলো স্যার। হ্যাঁ, কদুর ছবিগুলো আমারও অনেক পছন্দ হয়েছে।
অনেক ধন্যবাদ স্যার।
৫| ১৯ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
শেরজা তপন বলেছেন: লাউ নিয়ে প্যারোডি খানিক খাপছাড়া হইলেও ভালৈ হৈসে ভাই
কেমন আছেন? অনেকদিন বাৎচিত হয় না
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে তো আমি আপ্লুত। খাপছাড়া হইলেই বা কী, আর মাপছাড়া হইলেই বা কী - কিছু তো যায় আসে না
আমি ভালো আছি। আপনি কেমন আছেন শেরজা তপন ভাই?
৬| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
আমার খুবই পছন্দের একটি বিষয় নিয়ে গান বেঁধেছেন । এই পোস্টে তুলে দেয়া গানটি শুনে
আমার হদৃয় তন্ত্রেও কদুকে নিয়ে বেজে উঠেছে গুণ গুণানী, সেই গুণগুনানী নিয়ে করেছি রচনা
গোল কদুর কতক মহিমা কির্তন।
ওগো সবুজ গোল প্রাণের ধন
মাটির বুকে কোমল সৃজন
গুল কদু, তুমি ভোরের গান
ঘরে ঘরে আছো নিত্যদিন।
তরকারিতে মধুর স্বাদ
রান্নাঘরে কদুর ভাপ
ডাল, ভাত, শাকের সাথে মিলে
রসনার দেশে দাও হাসি ঠেলে।
ভেষজ তুমি, শান্ত করো দেহ
জ্বর, অম্ল, পিত্তে নিবাও প্রদাহ
শীতল হৃদয়, প্রশান্ত প্রাণ
তুমি সদা গোপন গান।
ঔষধীরূপে ত্বকে দাও শুভা
শিরা উপশিরায় আনো আভা
প্রাচীন চিকিৎসা জানে তোমার নাম
গুল কদু তুমি প্রকৃতির আশীর্বাদ ধাম।
বাদ্যযন্ত্রে ধরে তোমার আসল রূপ
তন্ত্রী জুড়ে তোলে অনুপম ধ্বূপ
একা বসে বাউল যখন গান ধরে
তোমার বুকে বাজে প্রাণের তারে।
ওহে কদু, ওহে আমার সবুজ দীপ
জীবন দাও, দাও হৃদয়মূলে তাপ
তুমি মাটির, তুমি আকাশের সুর
তুমি সোনাবীজের গীতে ভরপুর।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই বহুদিন পর ব্লগে ফিরে আসার জন্য আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রিয় এম এ আলী ভাই। আপনি ভার্চুয়ালি প্রেজেন্ট না থাকলেও আমাদের মনে আপনি সদা বিরাজ করেন। আপনার জন্য সব সময়ই ভালোবাসারা জীবন্ত।
কদুর গুণাগুণ পড়তে পড়তে শেষের দিকে যেয়ে সোনাবীজের নাম দেখে বিস্মিত হয়েছি এবং ভালোলাগায় আপ্লুত হয়েছি।
আপনার কমেন্ট সব সময়ই আমাদের কাছে আরাধ্য এবং তা অবশ্যই বিশেষ কিছু, যেমন এটিও। এ অসাধারণ কমেন্টের জন্য আপনাকে অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আলী ভাই।
ভালো থাকবেন সব সময়।
৭| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৪২
ডঃ এম এ আলী বলেছেন:
হৃদয় মূলে তব শুভেচ্ছা বাণী নিলাম তুলে ।
ধন্যবাদ ।
১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় আলী ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৪২
প্রামানিক বলেছেন: আজ কদুর তরকারি খাইছি। একতারা বাজাইতে পারি নাই।