নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

পথের সময়ের দিকে ফিরে যদি চাও || আমার নতুন গান

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩৭

নতুন গান লেখা হয় না অনেকদিন, সুরও নতুন করে করছি না, কারণ, অনেক সুর জমে গেছে। গত দু'দিনে ২০২২ সালে সুর করা একটা ধরলাম এ-আই জেনারেটেড কভার সং তৈরি করার জন্য।



অনেক সুর জমে গেছে, এতদিন পুরোনো গানগুলোর একাধিক ধাপে এ-আই কভার সং বানিয়েছি বলে কোনো নতুন গানে হাত দিতে পারি নি তেমন। গতকাল এ গানটা শুনে আমি নিজেই মুগ্ধ হলাম, সুরটা তো চমৎকার, এতদিন এটায় হাত দেয়া হলো না কেন! অবাক হলাম।

প্রথম লেখা লিরিকেই এ-আই জেনারেট করে আমি অভিভূত হলাম, এ-আই নির্ভুলভাবে আমার সুরটা তুলে এনেছে। এরপর লিরিকে কিছু পরিমার্জন করলাম। এ গানটা চূড়ান্ত করতে আমাকে তেমন বেগ পেতে হয় নি, প্রায় প্রতিটি অ্যাটেম্পটেই সুর নির্ভুল ছিল। এটার একটা মেইল ভার্সনই তৈরি করা হয়েছে, তবে আজ একটা ফিমেইল ভার্সন করার প্রস্তুতি নিচ্ছি।

আমার কাছে গানটা অদ্ভুত সুন্দর লেগেছে, নিজের সুরে নিজেই মুগ্ধ। আপনাদের প্রতিক্রিয়া জানতে পেলে ভালো লাগবে।

এই যে পথের সময়ের দিকে ফিরে যদি চাও
তুমি দেখবে সেখানে আমি বসে আছি
আজও বসে আছি আর চেয়ে আছি ধুধু চোখে
আর চেয়ে আছি ধুধু চোখে
তুমি আসবে
ওওও তুমি আসবে

তুমি কার কথা ভাবো তুমি কার ছবি আঁকো
আমি সে কথা ভেবে ভেবে বেদনায় বুক ভরি নি
তুমি কার নাম লিখে লিখে বুকে পুষে রাখো
আমি সে কথা ভেবে কখনো বেদনায় বুক ভরি নি
এই যে পথের জন্মের আগে ফিরে যদি যাও
এই যে পথের সৃষ্টির আগে ফিরে যদি যাও
তুমি দেখবে সেখানে আমি বসে আছি
তুমি দেখবে সেখানে আজও বসে আছি
আজও বসে আছি আর চেয়ে আছি ধুধু চোখে
আর চেয়ে আছি ধুধু চোখে
তুমি আসবে
ওওও তুমি আসবে

তুমি কার হাত ধরো তুমি কাকে দাও ফুল
তুমি কাকে ভালোবাসো তুমি কাকে বোঝো ভুল
আমি সে কথা ভেবে ভেবে বেদনায় বুক ভরি নি
তুমি কাকে ভালোবাসো তুমি কাকে বোঝো ভুল
আমি সে কথা ভেবে কখনো বেদনায় বুক ভরি নি
এই যে পাথর সময়ের দিকে ফিরে যদি চাও
এই যে নিষ্ঠুর সময়ের দিকে ফিরে যদি চাও
এই যে কঠিন অতীতের দিকে ফিরে যদি চাও
তুমি দেখবে সেখানে আমি বসে আছি
আজও বসে আছি আর চেয়ে আছি ধুধু চোখে
আর চেয়ে আছি ধুধু চোখে
তুমি আসবে
ওওও তুমি আসবে

সুর সৃষ্টি : ১৭ জানুয়ারি ২০২২
প্রথম লিরিক : ১৭ জানুয়ারি ২০২২
পুনর্লিখিত/পরিমার্জিত লিরিক : ২৫ আগস্ট ২০২৫

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। এই যে পথের সময়ের দিকে ফিরে যদি চাও। সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কন্ঠ,সুন্দর সুর সব মিলিয়ে অসাধারণ কাজ হয়েছে।
য়ুটিউবে পছন্দের গান তালাশ করলে সার্চ ইঞ্জিন প্রায়শই আপনার সংর্‌হালায় নিয়ে যায়। সোনাবিজের সংগ্রহ শালায় একবা ঢুকলে আর সহজে বেরুনো যায়না।

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান শুনে চমৎকার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় লিটন ভাই। একই সঙ্গে দুটো বিষয়ের উপর প্রশংসা পেয়ে দারুণ উজ্জীবিত হলাম। আমার চ্যানেলে পাবেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় ও কালজয়ী গানগুলোর সমাহার। শুধু তাই নয়, কোনো গানের সেরা অডিও কোয়ালিটি সংগ্রহ করার চেষ্টা করেছি আমি। এজন্য কোনো জনপ্রিয় গান সার্চ দিলে আমার চ্যানেল থেকেও অনেক গান উঠে আসার সম্ভাবনা থাকে।

আশা করি আগামীতেও আমার চ্যানেলের গান শুনবেন।

আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.