নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অহনা বলেছিল, তুমি হারাবে না

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫০

অহনা বলেছিল, তুমি হারাবে না
অহনা বলেছিল, আমি জানি, আমি তোমাকে পেয়েছি সবখানি
আমি তাই নিশ্চিন্তে হারিয়ে যাই যখন যেখানে খুশি

অহনা বলেছিল, যতটা উদাসীন আমাকে দেখো, তার চেয়ে
বহুগুণ উদাসীন আমি
তোমাকে পাওয়ার জন্য ভেঙেছি কত ঝড়
কত নির্ঘুম রাত, অনন্ত প্রহর কেটে গেছে ভয় ও বিষাদে-
হয়ত পাব না তোমাকে
কাউকে পাওয়া হয়ে গেলে, সত্যিকারে পাওয়া হয়ে গেলে
তাকে হারাবার কোনো ভয় থাকে না
কাউকে পাওয়া হয়ে গেলে তাকে আনমনে ভুলে থাকা যায়
কাউকে পাওয়া হয়ে গেলে নির্ভারে মন উদ্বেলিত হয়
আজ আমার ভয় নেই, আতঙ্ক নেই কোনো
কারণ, আমি জানি আমি তোমাকে পেয়েছি
তুমি হারাবে না

অহনা খুব করে বলেছিল, হয়ত আমি পাখিদের সাথে খেলছি
হয়ত আমি হাওয়ায় হাওয়ায় উড়ছি
হয়ত আমি ডুবে আছি অনেক ভিড়ের কোলাহলে
তবু আমি জানি, তুমি ঠিকঠাক চুপচাপ বসে আছো
নিভৃত গহনে
আমি জানি, তুমি হারাবে না

অহনা আমায় বলেছিল, তুমি জানো, কতটা সংগ্রাম শেষে তুমি এসেছ
তুমি জানো, কতটা মিশে আছো আমার রক্তে
আর আমি জানি, আমার আত্মা মিশে আছে তোমার আত্মায়
তোমার আত্মা আমাতে
এ হৃদয় ফালি ফালি করে পারো না তুমি হারাতে

অযুত বিশ্বাসে অহনা বলেছিল, হয়ত তুমি নদীর ঢেউয়ে খেলছো
হয়ত তুমি পাহাড়ে গড়েছ বাসা
হয়ত তোমার চোখে অজস্র প্রজাপতি ঝাঁপটায় ডানা
তুমি জানো, গোপনে তোমার নাড়ি গেঁথেছ আমাতেই
হারাবে না
হারাবে না তুমি কোথাও, কোনোকালেই

অহনা বলেছিল,
আমার নেই কোনো ভয় তোমাকে হারাবার
তোমাকে দিলাম ছেড়ে পৃথিবীর পথে
আমি জানি, যেখানেই হারাও তুমি, হারিয়ে গিয়েও
তুমি চিরকাল শুধুই আমার

হারিয়ে যেতে যেতে
হারিয়ে যেতে যেতে
যেতে যেতে
দাঁড়িয়েছি অদ্ভুত এক অচেনা পথের শেষে
বুকের গঙ্গায় উথলায় অস্ফুট জিজ্ঞাসা -
অহনা কি এখনো আমায় খোঁজে,
জানে কি সে আমার পথের ঠিকানা?

১১ মে ২০২৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৫ রাত ২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজও কি অহনা খুঁজছে আমায়,
.......................................................................
এই আশা নিয়ে আমরা বেঁচে থাকি
অনন্তকাল !!!

২| ২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.