| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি যেতে নদীপাড়ে
আমি আড়ালে সেখানে
তুমি যেতে বসন্ত বাগানে
চুপি চুপি আমিও পেছনে
চোখে চোখ পড়তেই
তুমি একঝলক মিষ্টি হাসতে
তুমি কি তখনই আমায় ভালবাসতে?
এই যে পাখিরা কত দূরে যায়
সন্ধ্যা হলে তারা ফেরে বাসায়
তোমার প্রেমের ঘ্রাণে তেমনি আমিও
দূর হতে ছুটে আসি প্রতিটা সময়
চিরকাল এমনই করে কাছে টানতে আমায়
তোমার চোখের তারায় তাকিয়ে থাকি
এক গভীর রহস্যময় কবিতা সে যেন
তোমার চোখের আলো যত ছুঁয়ে যাই
অমরাবতীর সুখে ডুবে যাই তত
বাঁচতে সাধ হয় শুধু তোমার বাসনায়
১২ অক্টোবর ২০২৫
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংকগুলো
১। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি যেতে নদীপাড়ে। সোনারু। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি যেতে নদীপাড়ে। সোনারু। অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি যেতে নদীপাড়ে। সোনারু। অডিও ভার্সন-৩
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৪। মূল ভার্সন। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি যেতে নদীপাড়ে। খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
©somewhere in net ltd.