| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
বর্তমানে অন্যের লিরিকে গান করা বাদ দিয়েছি, কারণ, নিজের গানই অনেক জমা হয়ে আছে, কুলাইয়া উঠতে পারছি না; অন্যদিকে, অন্যের লেখা গান করলে মেজাজ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যখন দেখি গীতিকারের কোনো প্রতিক্রিয়াই নেই, কিংবা 'এখন অর্ধেক শুনলাম, বাকিটা পরে এসে শুনবো' ধরনের কমেন্ট করেন, অ্যাজ ইফ তার গান করার জন্য আমি বাউন্ড ছিলাম।
এ বন্ধুর লেখা দুটি গান আমি করেছি। আজকের গানটিতে আমার অনেক আক্ষেপ ছিল। এটির সুর খুব দুর্দান্ত হলেও আমার গায়কীর দুর্বলতার কারণে মিউজিক আর ভোকালের স্কেল মিলাতে পারছিলাম না, ফলে গানটা খুব বেসুরো শোনাচ্ছিল। এ-আই আসার পর এর আগেও এ-আই দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু সেবার মনের মতো হয় নাই। গতকাল আবার ট্রাই করলাম। এবার এ-আই আমাকে সন্তুষ্ট করেছে খুব ভালোভাবেই।
এটি ব্যান্ডের গান হিসাবে আমি তৈরি করেছি। তবে মিউজিক এখানে পরিমিত। বেশি মিউজিক দিলে এ-আইতে ভোকাল অস্পষ্ট করে ফেলে, তাই এটুকু মিউজিকেই ভালো লাগছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
বৃষ্টি এলো
বৃষ্টি এলো
তোমায় ভেবে ভেবে
আমার দু চোখ জুড়ে
কবে তুমি আসবে
দূর দেশ থেকে
বুকে ভালোবাসা
চোখে শান্তি এঁকে
গোধূলির বেলা আসবে তুমি
রঙের পাহাড় বেয়ে
তোমার রঙে রঙে আমার
হৃদয় যাবে ছেয়ে
জানি না কী অভিমানে
চলে গেছো দূরে
সেই গান গাই আমি আজও
তোমারি গাওয়া সুরে
এ জীবন বেঁচে থাকে শুধু
তোমার প্রেমের টানে
তুমি কাছে এলে খুঁজে পাই
জীবনের আসল মানে
১৯ আগস্ট ২০২২
কথা : শোয়েব মজুমদার
সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া ও সোনারু
গানের লিংকগুলো নীচে দিলাম।
১। অডিও ভার্সন-১। বৃষ্টি এলো। লেখা শোয়েব মজুমদার। সুর ও মুল কণ্ঠ খলিল মাহ্মুদ। এ-আই কভার সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। অডিও ভার্সন-২। বৃষ্টি এলো। লেখা শোয়েব মজুমদার। সুর ও মুল কণ্ঠ খলিল মাহ্মুদ। এ-আই কভার সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। অডিও ভার্সন-৩। বৃষ্টি এলো। লেখা শোয়েব মজুমদার। সুর ও মুল কণ্ঠ খলিল মাহ্মুদ। এ-আই কভার সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
শোয়েব মজুমদারের লেখা অরিজিন্যাল লিরিক
বৃষ্টি হলো ভোরে
আমার নয়ন ডোরে
ভেবে তোমায়, ভেবে তোমায়,
ভেবে তোমায়।
কবে আসবে আমার কাছে দূর দেশ থেকে
নয়ন ভরা ভালবাসা আর বুক ভরা শান্তি এঁকে
গোধূলি বেলা আসবে তুমি রঙের পাহাড় বেয়ে
তোমার রঙিন পোশাক চারাপাশ দেবে বর্ণে ছেয়ে
যদি চলে যাও অকারণে কোনো অভিমানে কভূ দূরে
আমি কেবল গাইব গান আড়ালে সামনে তোমার সুরে
তোমাকেই বেসেছে ভালো সমস্ত জীবন মরণ দিয়ে
তোমাকে ঘিরেই বেঁচে থাকার সাধ প্রেম মধু পিয়ে
এসো বঁধু এসো সব পিছুটান যেন বহুদূরে ফেলে
আমরা থাকি আপনার খেলায় আপন পাখা মেলে
আগের পোস্ট - ২২ আগস্ট ২০২২
©somewhere in net ltd.