| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
প্রেমিকাকৈন
(প্রেমিকার অনুগত)
আমি খুব ভালো ছেলে
ওহো
আমি খুব ভালো ছেলে
সব কথা মেনে চলি
যখন যা বলো
এই
ডানে যদি যেতে বলো ডানেই চলি
নির্ভয়ে ঢুকে পড়ি ভূতের গলি
এই না হলে কি খাঁটি প্রেম হলো?
ওহো
পথে যেতে যেতে আমি মনে মনে বলি
কোনো তরুণীর চোখে যেন না পড়ি
আমিও তাকাই না
আর কোনো মেয়ের দিকে
কারণ
তোমার ছবি আছে আঁকা এই বুকে
এ যুগে কোথায় পাবে বলো?
এতটা তোমার বাধ্যগত
সহজ-সরল
ওহো
যখন যেখানে থাকি ঘুমে জাগরণে
তোমার কথাই শুধু ভাসে এ মনে
ডায়েরিতে তোমার নাম
লিখি রোজ তিনশত বার
কারণ
আমার প্রতি এটা আদেশ তোমার
লিখি যত গান যত কবিতা
তোমার নামে আমি লিখি সবই তা
তোমার আদেশ মতো
সুর সৃষ্টি : ১৮ জানুয়ারি ২০২৪
গান রচনা : ১৩ নভেম্বর ২০২৫
লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমি খুব ভালো ছেলে - সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৪
বাকপ্রবাস বলেছেন: প্রথমে কথা তেমন মনে ধরেনাই পরে যখন গান শুনলাম বেশ ভাল লাগল
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ও ছড়াকার।
৩|
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১১
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!! ![]()
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
৪|
১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
- আগে আমার মনখারাপ হলে বই পড়তাম,কম্পিউটারে গেইম খেলতাম। এখন মেজাজ খারাপ হয়।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: আপনার এরকম পোষ্টের চাহিদা ব্লগে নেই।
শামা টামা দের নিয়ে পোষ্ট দেন। ভালো মন্তব্য পাবেন।