নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক চিরচেনা ব্যাস্ততম নগরীর গীটারের ভাঁড়াখাটা আমি এক ক্লান্ত যাযাবর ৷ সেই নগরীর-ই কোন এক সস্তা সরাইখানায় মাতাল আমি ৷ উন্মত্ততার শীর্ষে অবস্থান আমার ৷ দিন কয়েক অনেহারে থাকা ক্ষুদার্থ হাড্ডিসার বৃদ্ধের ময়লা আর ছেড়া লজ্জা নিবারনের তন্তু বস্তুটিতে পাব

নিলাম্বরী সন্যাসী

নিতান্তই সাধারণ প্রাণী। আপাতত, অক্সিজেন গ্যাসের অপচয়য় ঘটাচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত। অনিন্দ্য নয়, অতি সাধারন। কপালের একটু নিচে দুই চোখ, মাঝখনে নাক, চোকের দুইপাশে কান, নাকের নিচে মুখ, শরীরে ২ হাত, ২ পা আছে, ৩১২ গ্রাম ভরের একটা হৃদপিন্ড আর ১৩৩৬ গ্রাম ওজনের মস্তিস্ক আছে। এতে কি মানুষ বলা যায় কিনা আমি সঠিক জানি না। তবে মানুষ হবার চেষ্টায় আছি।

নিলাম্বরী সন্যাসী › বিস্তারিত পোস্টঃ

আমি যে কত অসহায় হায়

৩০ শে জুন, ২০২২ ভোর ৪:১০

সে কোন বিষন্নতার মেঘে ঢেকে যায় তোমার আকাশের চাঁদ?
আমি যদি পারতাম তা সরাতে হায়।
আমি যে কত অসহায় ;

এক বুক নিউট্রন স্টার নিয়ে তোমায় ভাবি,
তোমায় ভাঙি, তোমায় গড়ি আর শুধু তোমাকেই আঁকি।
আমি যে কত অসহায় হায়!
তোমায় ভাঙার জন্য হাতুর-বাটল নেই, নেই কাঁদা মাটির যোগান আর নেই ক্যানভাস, রঙ তুলি।
আমি যে কত অসহায় হায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

২| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ০২ রা জুলাই, ২০২২ ভোর ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: বেশ! + +

৪| ০২ রা জুলাই, ২০২২ সকাল ৭:৫৩

রেজাউল৯০ বলেছেন: বুকে নিউট্রন সরকার জমা হওয়ায় চাপটা একটু বেশিই পড়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.