নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

নেতৃত্ব

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫১

নেতৃত্ব । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের দেশের জন্য যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে এসময় একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে নিশ্চয়ই এ দেশের জন্য অন্য কোনো দেশের সাথে আমাদের বন্ধুক কিংবা কামানযুদ্ধের প্রয়োজন নেই। অর্থাৎ, আমরা স্বাধীন একটি রাষ্ট্র। আর এটাই আমাদের প্রথম অর্জন। এখন এ স্বাধীণ দেশের নাগরিক যুদ্ধ করবে নিজেদের অবস্থান মজবুত করতে এবং বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে। কোনো দেশ কিন্তু এখন আমাদের ওপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করছে না। আমরা যখন পরাধীন ছিলাম তখনও আমাদের দেশে নেতা ও নেতৃত্ব ‍ছিল এবং আজ আমরা যখন স্বাধীন তখনও আমাদের দেশে নেতা ও নেতৃত্ব আছে। কিন্তু, পার্থক্য হলো সময়কে গুরত্ব দিয়ে নেতৃত্ব দেওয়াই যে নেতার কাজ তা নেতার চেয়ে জনগণ কখনই ভালো বুঝে না। এ সময়ের কোনো নেতা যখনই ১৯৭১ এর যুদ্ধ নিয়ে কথা বলবেন তা সাধারণ মানুষের কাছে অবশ্যই গ্রহণযোগ্য এবং গর্বের বলেই মনে হবে। কিন্তু, বাস্তবতা এতই নির্মম যে, সে সময়ের যুদ্ধ জয়ের পর পরই যে আর এক যুদ্ধ শুরু হয়ে গেছে। বর্তমানের যুদ্ধের চেয়ে আগের যুদ্ধ জয়কে পুঁজি করে সামনেে এগিয়ে যাওয়া যাবে কিন্তু, সব সময়ই বেশি প্রাধাণ্য পাবে সমসাময়ীক যুদ্ধটাই.............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.